• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে, যা জানাল এনটিআরসিএ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৯:৪৭
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালো এনটিআরসিএ
ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার পরই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।

সোমবার (৬ মে) এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা জুনে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু প্রশ্ন ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে এ পরীক্ষা।

পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ অবশ্য চূড়ান্ত হয়নি এখনও। ওবায়দুর রহমান জানিয়েছেন, জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষদিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে।

প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৫ মার্চ। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪টি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা
পলাশে হোম ভিজিটের নামে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
সুধা রানী হাদিসের শিক্ষক পদে: যে ব্যাখ্যা দিলো এনটিআরসিএ
জানা গেল শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ
X
Fresh