• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক।  রোববার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি মনোনয়ন প্রত্যাহারের এ ঘোষণা দেন। এর আগে শনিবার উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ২২ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ভিডিও বার্তায় চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপের প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এর পরবর্তীতে দল যা সিদ্ধান্ত নেবে তাও তিনি মাথা পেতে নেবেন বলে ঘোষণা দেন। সেইসঙ্গে ১৬ এপ্রিল দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান মন্ত্রীর শ্যালক হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন একটি নাটক সাজানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে অপর প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধর করে তার গ্রামের বাড়ির সামনে ফেলে রাখা হয়। এই ঘটনায় দেলোয়ার হোসেনের বড়ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।  মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে প্রথমে সানোয়ার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুকে গ্রেপ্তার করে। এর মধ্যে সানোয়ার হোসেন সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে এই অপহরণ এবং মারধরের কথা স্বীকার করে।     
২১ এপ্রিল ২০২৪, ১৪:২৫

ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। কেবল অভিনয় নয়, তারকা খ্যাতির বাইরে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্যও বেশ মানবিক তিনি। সহকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এদিকে, ছোটপর্দার পরিচিত মুখ আফরোজা হোসেন গত দুই বছর ধরে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। এবার এই অভিনেত্রীর চিকিৎসায় দুই লাখ টাকা অর্থ সহায়তা করলেন ফারহান। তিনি ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ভারতে নেয়া হয়েছে। এরই মধ্যে ভারতের চিকিৎসক জানান, তার ক্যানসার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না অভিনেত্রী। তার কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেত্রীর পরিবার। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। সহকর্মী আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ২ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লেখেন, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন সময়ে আফরোজা আপার অসুস্থতার কথা কিছুটা বলি তাকে। এরপর তিনি রীতিমতো আগেব প্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করলেন, মিঠু আপা কত টাকা শর্ট পরেছে? আমি তাকে বলি সম্ভবত ২ লাখ রুপি। এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম, আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছে। ফারহান এবং তার পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন। আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক। প্রসঙ্গত, এর আগে মুশফিক আর ফারহান তার ম্যানেজার কাম-সহকারী রওশন আলম রায়হানের মৃত্যুর পর তার দিশেহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। পাশাপাশি তিনি ছোট পর্দার জ্যেষ্ঠ অভিনেতা আলাউদ্দিন লালের চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন। এছাড়াও আড়ালে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।
০৯ এপ্রিল ২০২৪, ২০:০৮

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়ালেন সাকিব
চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিপিএলে শেষে লঙ্কানদের বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে ছুটি নেওয়ার বিষয়টি জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। চোখের সমস্যার কারণে বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে সেভাবে খেলতেই পারেননি সাকিব। বিদেশে চোখ দেখিয়ে চিকিৎসা নিয়ে এলেও সাকিব ফিরছিলেন না স্বরূপে। কিন্তু এরপরেই ঘুরে দাঁড়িয়ে চলমান বিপিএলে দারুণ খেলছেন সাকিব। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। বাংলাদেশ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। সাদা বলের দুই সিরিজের জন্য আগে দল ঘোষণা করেছে বিসিবি। এবার টেস্ট দল ঘোষণার আগে জানা গেল সাকিবের ছুটি নেওয়া বিষয়টি। ওয়ানডে দল: নাজমুল শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, আলিস আল ইসলাম।  
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮

আমিরের চিত্রনাট্যকারের ছবি থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ
আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ ছবিতে অভিনয়ের কথা থাকলেও তা থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানা যায়, ফান্ড সমস্যার কারণে ছবিটির শুটিং আটকে গেছে। কবে থেকে শুটিং শুরু হতে পারে তারও নেই নিশ্চয়তা। এমন অবস্থায় ‘পাত্রী চাই’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ফারিণ। রোববার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বাংলাদেশি এই অভিনেত্রী বলেন, সিনেমার সবকিছু ঠিক ছিল। কিন্তু শিডিউল সমস্যা মারাত্মক। অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও তিনবার শিডিউল পিছিয়েছে। শিডিউল অনুযায়ী আমিও আমার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি। অভিনেত্রী আরও জানান, এ সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে। ‘পাত্রী চাই’ সিনেমার আবার নতুন শিডিউল হলে সে শিডিউল অনুয়ায়ী শুটিং শুরু হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত। তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ছবির পরিচালক বিপ্লব গোস্বামী জানান, প্রযোজকের ফান্ড সমস্যার কারণে ছবিটি আটকে গেছে। তিনি বলেন, প্রযোজক কাজটি শুরু করতে আরও সময় চেয়েছেন। এ অবস্থায় ফারিণ যদি এখন আর কাজটি না করতে চান, তাহলে তো কিছু করার নেই।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯

সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি চক্রবর্তী
ভারতের তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সরকারি একটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের ‘রোগীকল্যাণ সমিতি’র চেয়ারপারসনের পদ ছেড়ে দিয়েছেন মিমি।      তবে হঠাৎ কী কারণে সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জোগান দিচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।  জানা গেছে, নলমুড়ি গ্রামীণ হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীকল্যাণ সমিতির পদ ছাড়লেন মিমি। ইতোমধ্যে পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।   পদ ছাড়ার কারণ হিসেবে মিমি লিখেছেন— ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।  ২০১৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি। প্রায় ২ লাখ ২২ হাজার ৪৯৯ ভোটে জিতেছিলেন তিনি।  কিন্তু মিমি সাংসদ হিসেবে পাঁচ বছরে কতটা সফল, তা নিয়ে রয়েছে নানান বিতর্ক। দ্বিতীয়বার কি ভোটের টিকিট পাবেন তিনি? তাছাড়া মিমি নিজে কি ফের ভোটের মাঠে নামতে প্রস্তুত? আপাতত সেই জল্পনা জারি রয়েছে।  প্রসঙ্গত, সর্বশেষ শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গেছে মিমিকে। এ ছাড়া গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী।’    সূত্র : আনন্দবাজার  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

লঙ্কান সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। চোখের চিকিৎসা করানোর জন্য এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে খেলার চাপের কারণে চোখের সমস্যা দেখা দেয় সাকিবের। বিশ্বকাপের পর অবশ্য খেলা না থাকায় চোখের সমস্যা তেমন একটা ভোগায়নি তাকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যও। নির্বাচনের চাপের মাঝে চোখের সমস্যা বেড়েছে সাকিবের। চলমান বিপিএল শুরুর আগেও বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করে আসেন তিনি। তবে বিপিএলে খেলার চাপের কারণে আবারো চোখে সমস্যা দেখা দেয় তার। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর এমনটাই জানিয়েছে বিসিবি। এদিকে বাংলাদেশের তিন ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজে তার অধীনেই খেলবে টাইগাররা।    
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭

বাকি তিন টেস্ট থেকেও সরে দাঁড়ালেন কোহলি
ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জিতে সমতায় এনেছে ভারত। প্রথম দুই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। এবার পরের তিন ম্যাচে থেকেও সরে দাঁড়িয়েছেন এই তারকা ব্যাটার। শনিবার (১০ ফেব্রুয়ারি) লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে এনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার। এ ছাড়াও ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিন ম্যাচ থেকেও সরে দাঁড়িয়েছেন খেলা বিরাট কোহলি।  তবে দলের নতুন মুখ ডান-হাতি পেসার আকাশ দীপ। হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় বিশাখাপতমে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান রাহুল ও জাদেজা। সিরিজের বাকী তিন টেস্টের জন্য দলে সুযোগ হলেও, শর্তসাপেক্ষে নেওয়া হয়েছে তাদের। বিসিসিআইর মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই খেলতে পারবেন রাহুল ও জাদেজা। দ্বিতীয় টেস্টে পিঠের ইনজুরিতে পড়ে পুরো সিরিজের বাকি ম্যাচ থেকেই ছিটকে গেছেন আইয়ার। তার জায়গায় খেলার সুযোগ পেতে পারেন রজত পাতিদার ও সরফরাজ খানের মধ্যে কেউ। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া পাতিদার দুই ইনিংসে মোট ৪১ রান করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে দারুণ পারফম্যান্সের সুবাদে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেলেন দীপ। ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেলেও অভিষেক হয়নি দীপের। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৯ ম্যাচে ১০৩ উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার। ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী
নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।   শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গৃহবধূ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়ে বালু উত্তোলন বন্ধ রাখতে আদেশ দেন। একই সঙ্গে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেন। কিন্তু কয়েকদিন পর তারা পুনরায় স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে সেখান থেকে বালু উত্তোলন শুরু করেন। এতে ৭০০-৮০০ পরিবার হুমকির মধ্যে পড়বে। এ ছাড়া একই গ্রামের সরকারি সড়ক, স্কুল, কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে।   ইউপি সদস্য তানভীর উদ্দিন অভিযোগ করে বলেন, ঢাকা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান গত ২০-২৫ দিন ধরে কৃষি জমি, বাড়ি এবং সরকারি সড়কের পাশে তাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। সেখান থেকে ৩০ থেকে ৩৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করার কথা হয়েছে। তারা আইন কানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন পুনরায় শুরু করেছে।   অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা গ্রুপের ম্যানেজার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলে এড়িয়ে যান।    মানববন্ধনে বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম রানা, সমাজসেবক জাহাঙ্গীর আলম, গৃহবধূ মিনারা বেগম প্রমুখ।   সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘটনাস্থলে একবার সহকারী কমিশনার ভূমি অভিযান চালায়। তখন তিনি বালু উত্তোলন বন্ধ করে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসেন। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ভূমির মালিক বালু উত্তোলন করার জন্য জেলা প্রশাসকের থেকে অনুমতি নিয়েছে কিনা আমি জানিনা। জেলা প্রশাসক বালু উত্তোলনের অনুমতি দিলে তারা তাদের জায়গা থেকে বালু উত্তোলন করতে পারবে। তবে বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখব।  
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

শাকিবের নতুন লুক নিয়ে ট্রল, পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। সম্প্রতি এই নায়ক একটি সিনেমার জন্য নতুন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। কয়েক দিন আগেই নির্মাতা হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার একটি গানের দৃশ্যে তিন শতাধিক শিল্পীর সঙ্গে নেচেছেন তিনি। গানটির শুটিংয়ের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসার পর নায়কের লুক নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। শাকিবের নতুন লুক নিয়ে অধিকাংশ মানুষ প্রশংসা করলেও ট্রল করছেন নেটিজেনদের একাংশ। এবার সেই ট্রলের ব্যাপারে খোলামেলা কথা বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, শাকিবের লুক খুবই ভালো লেগেছে তার কাছে। এ নায়িকা বলেন, এটাকে কিছু মানুষ নানাভাবে ট্রল করছে। যা দেখে আমি অবাক হচ্ছি। যারা ট্রল করছেন, তারা ভিডিওর নিচে ছোট্ট কমেন্ট বক্সে ট্রল করে। তাদের লিমিটেশন ১৯০ শব্দ। ওদের কিন্তু ১৯০ দিন কাজ করেও সামনে আসার মতো ক্ষমতা নেই। আবার অনেকেই সামনে আসার জন্য কাউকে না কাউকে ক্যাশ করে। তবু তারা পারে না। তাই এসব নিয়ে কোনো ভাবনা না থাকাই আমাদের জন্য ভালো। এ ধরনের মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া উচিত উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমাদের জায়গাটা দিনদিন নোংরা হয়ে যাচ্ছে। যারা নোংরা করছে, তারা তাদের ঘরে বসে করছে। কী প্রয়োজন ইন্ডাস্ট্রির ক্ষতি করার? এসব মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া উচিত। নিজের কাজের ব্যাপারে অপু বলেন, আমাকে যারা পছন্দ না করে, তাদের কাছে আমার কোনো কাজই ভালো লাগবে না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে, তা দেখার সময় বা মানসিকতা নেই। আমি কী কাজ করছি, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপুর ‘ট্রাপ’ সিনেমা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

অরিজিতের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা
বরাবরই সংগীতশিল্পী অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ২৯তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর ভাবনায় কিফ চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছিলেন অরিজিৎ।  অরিজিতের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্কুল ও একটি হাসপাতাল তৈরি করবেন তিনি। সেই কারণেই জমি খুঁজছেন সংগীতশিল্পী। গেল বছর মে মাসে অরিজিতের স্বপ্ন পূরণে পাশা থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা। জানা গেছে, জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল স্কুল তৈরি করতে চান অরিজিৎ। দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে জিয়াগঞ্জেই থাকছেন এই গায়ক। সেখানকার মানুষদের সার্বিক উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার। আর অরিজিতের সেই স্বপ্ন পূরণে এবার তাকে জমি দিয়েছে রাজ্য সরকার।   শুধু তাই নয়, ইতোমধ্যে, সব রকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মমতা। এমনকি অরিজিতের স্বপ্নের হাসপাতাল গড়তে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সব ধরনের সহায়তার জন্য নির্দেশ আগেই দিয়েছেন এই মুখ্যমন্ত্রী।    বুধবার (১ ফেব্রুয়ারি) মালদহ সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছান মমতা। জেলা সফরের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, অরিজিৎ খুব ভালো গান গায়। তাকে জঙ্গিপুরে জমির জন্য অনুমোদন করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে অগ্রিম অভিনন্দন জানাই।     মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের গ্রামেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে থাকেন বিশ্বখ্যাত গায়ক। তার গানের পাশাপাশি তার সরল জীবনযাপন, পরোপকারিতা, তার ব্যবহারেরও মুগ্ধ করে মানুষকে। অরিজিতের বিশ্বাস, পরিপূর্ণ মানব মনের বিকাশের জন্য শিক্ষা,  খেলাধুলার উপর জোর দিতে হবে। আর তাই নিজ থেকেই অনেক উদ্যোগই নিচ্ছেন তিনি। পাশে দাঁড়াচ্ছে সরকারও। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর মুখেও তার প্রশংসা শোনা যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস    
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়