• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবেন সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক

  ১৮ নভেম্বর ২০১৭, ১১:৫৯

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছরপূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

‘নিদহাস ট্রফি ২০১৮’ নামের এ আয়োজনে উপমহাদেশের দুই পরাশক্তি বাংলাদেশ ও ভারতকে আতিথেয়তা দেবে লঙ্কানরা।

শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এসএলসি।

এতে জানানো হয়, আগামী বছরের ৮ মার্চ খেলা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ মার্চ। মোট ৭টি ম্যাচ খেলা হবে। সব খেলা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। প্রত্যেকটি দল লিগ পর্বে অপর দলের দু’বার করে মুখোমুখি হবে।

১৯৯৮ সালে দেশটির ৫০ বছরপূর্তিতে ভারত ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো ‘নিদহাস ট্রফি’ আয়োজন করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসেডিন্ট নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কা ও ভারতের সহযোগিতা-অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আমন্ত্রণ একটি সুস্পষ্ট প্রমাণ যে, শ্রীলঙ্কার বাংলাদেশের ক্রিকেটের ভালো বন্ধু।

টুর্নামেন্টটি তিন দেশের মধ্যে বন্ধু্ত্বকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ৭০ বছর দীর্ঘ যাত্রা। আর তাই আমরা এটিকে স্মরণ করে উদযাপন করতে চাই।

তিনি বলেন, আমরা অত্যন্ত খুশি যে আমাদের প্রতিবেশীরা স্বাধীনতার এ যাত্রাকে ভাগাভাগি করে নিচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী (সিইও) বলেছেন, শ্রীলঙ্কার ৭০তম বার্ষিক উদযাপন উপলক্ষ্যে আমরা টুর্নামেন্টে বিশেষভাবে অংশগ্রহণ করছি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের রেকর্ডগড়া বোলিং নিয়ে যা বললেন তামিম
৭০০ ছুঁয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য কীর্তি
‘আমরা একমাত্র দেশ, যারা খেলার চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলি’
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ডাক পেলেন ২১ জন ক্রিকেটার
X
Fresh