মাইকেল ভনের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট
আর মাত্র ২৮ দিন পরেই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চার-ছক্কার এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। স্কোয়াড দেখে কোন চার দল সেমিফাইনাল খেলতে সেই হিসাব-নিকাশ করতে শুরু করেছে ক্রিকেট বিশ্লেষকরা।
আসন্ন এই টুর্নামেন্টে নিজের পছন্দের চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাবেক এই ইংলিশ তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন।
মাইকেল ভন লিখেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে আমার চার সেমিফাইনালিস্ট হলো-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
অবাক করা ব্যাপার হলো, ভনের সেমিফাইনালিস্টের তালিকায় নেই ক্রিকেটের আরেক পরাশক্তি ভারতের নাম। রোহিত-কোহলিদের মতো তারকা ব্যাটারদের উপরও ভরসা রাখতে পারেননি এই ইংলিশ কিংবদন্তি।
এ ছাড়াও সেমিফাইনালের লড়াই থেকে বাদ দিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে।
মন্তব্য করুন