• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ‘মার্সিসাইড ডার্বি’তে জিতলে লিভারপুলের সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁয়ে ফেলার। কিন্তু এভারটনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা রেস থেকে পিছিয়ে পড়ল লিভারপুল। অন্যদিকে প্রায় ১৪ বছর পর ‘মার্সিসাইড ডার্বি’তে জয়ের স্বাদ পেল এভারটন। এতে অলরেডদের শিরোপা স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেল। বুধবার (২৪ এপ্রিল) রাতে ঘরের মাঠ গুডিসন পার্ক স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য দেয় এভারটন। আক্রমণ-পাল্টা আক্রমণে এভারটনই বাজিমাত করে। ম্যাচের ২৯তম মিনিটেই জেরার্ড ব্রান্থওয়েটের গোলে লিড নেয় স্বাগতিকরা।  গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৪৪তম মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ হাতছাড়া করেন লুইস দিয়াস। শেষ পর্যন্ত ১-০ গোলে ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের অল্প সময়ের মধ্যে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকেরা। ম্যাচের ৫৮তম মিনিটে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক কালভার্ট লেউইন। জোড়া গোল হজমের পর আর ম্যাচে ফেরা হয়নি লিভারপুলের। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে পরাজয় মানতে হয় অল রেডদের। ফলে ৩৪ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে লিভারপুলকে। যেখানে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। অন্যদিকে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।    
২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৯

হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে সিয়াম হোসেন (৮) নামের এক শিশু মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের জামিরুল ইসলামের বড় ছেলে। জানা যায়, সিয়াম মঙ্গলবার সকালে বাড়ির পাশে ইদ্রিসের বাড়িতে যায় পাওনা টাকা আনার জন্য। সেখান থেকে দ্রুত যাওয়ার সময় ইদ্রিস আলীর বাড়ির উঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সিয়াম হোসেন নামে এক শিশু অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন।
০৬ মার্চ ২০২৪, ১৫:২৬

হোঁচট খেল রিয়াল মাদ্রিদ
গত সপ্তাহেই চলতি মৌসুমের অন্যতম শিরোপাপ্রত্যাশী জিরোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার মাত্র ৭ দিন ব্যবধানেই গোল খরার এক ম্যাচ দেখল রিয়াল। তবে পয়েন্ট ভাগাভাগি করলেও স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে তারা। রোববার (১৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ডি ভায়েকাসে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দ্য হোয়াইটি।  এদিন জুড বেলিংহামকে ছাড়াই খেলতে নেমেছিল রিয়াল। শুরুর একাদশে ছিলেন না টনি ক্রুস-রদ্রিগোরাও। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ম্যাচের তৃতীয় মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর গোলে এগিয়ে যায় আনচেলত্তির বাহিনী। ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়ে রিয়াল। তবে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভায়োকানোকে সমতায় ফেরান রাউল ডি টমাস। বক্সের ভেতরে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভায়েকানো। এরপর স্পটকিকে দলকে সমতায় ফেরান টমাস। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আনচেলত্তির বাহিনী। ম্যাচে যোগ করা সময়ে দানি কারভাজাল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে তাতেও রিয়ালের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি স্বাগতিকরা।  এই ড্রয়ে জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করলো রিয়াল। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫

হোঁচট খেল আর্জেন্টিনা
শেষ ম্যাচে পয়েন্ট হারিয়েও প্যারিস অলিম্পিক দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। এবার শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে পয়েন্ট হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে ২০০৮ অলিম্পিক স্বর্ণজয়ীরা।  শনিবার (৩ ফেব্রুয়ারি) এস্তাদিও মিসায়েল ডেলগাডো স্টেডিয়ামে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মেসির উত্তরসূরিরা। আকাশি-নীল শিবিরের হয়ে গোল করেছেন লুইস গ্যালেগো রদ্রিগেজ, অ্যারন ফ্যাকুন্ডো কুইরোস ও ফ্রান্সিসকো অগাস্টিন গঞ্জালেজ। অন্যদিকে উরুগুয়ের হয়ে গোল করেছেন লুসিয়ানো রদ্রিগেজ, সেজার আরাউজো ও মাতিয়াস আবল্ডো। এদিন ম্যাচ শুরু থেকেই আধিপত্য দেখায় উরুগুয়ে। ২৩টি শটের মধ্যে ৯টিই লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে আর্জেন্টাইনদের ১৮ শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই জোড়া লিড নেয় আলবিসেলেস্তেরা। রদ্রিগেজের পর অ্যারন ফ্যাকুন্ডোর গোলে ১১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ১৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান উরুগুয়ের লুসিয়ানো রদ্রিগেজ। এরপর ম্যাচের ২৫তম মিনিটে ব্যবধানে ৩-১ নেন আর্জেন্টিনার গঞ্জালেজ। তবে বিরতির ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার জালে বল জড়ান আরাউজো। বিরতি থেকে ফিরে জয়ের সন্ধানে থাকে উভয় দল। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের মাতিয়াসের গোলে স্কোরলাইন ৩-৩ দাঁড়ায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচটি। উল্লেখ্য, দুটি গ্রুপে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল ছিল। দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে। সেখান থেকে সেরা দুটি দল অলিম্পিকে জায়গা করে নেবে। অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা ও প্যারাগুয়েও উঠেছে। চতুর্থ দল হিসেবে এই পর্বে জায়গা করে নেয় ভেনেজুয়েলা। এখান থেকে সেরা দুটি দল প্যারিস অলিম্পিকে খেলবে।  চূড়ান্ত বাছাইপর্বে আর্জেন্টিনার সঙ্গে ভেনেজুয়েলার ম্যাচ ৫ ফেব্রুয়ারি। একইদিনে ব্রাজিলের মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ৮ ফেব্রুয়ারি ব্রাজিলের বিপক্ষে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ ফেব্রুয়ারি ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে এবং ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়