• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কেএনএফের আরও ২ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৮:৫৬

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার দার্জিলিং পাড়ার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)। মঙ্গলবার তাদের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ২৪ নারীসহ ৮৪ জন সদস্যকে কারাগারে এবং এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময়ে পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কারাগারে মাদরাসা সুপার
কুকি-চিনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার
X
Fresh