• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮
রিয়াল মাদ্রিদ
ছবি-সংগৃহীত

গত সপ্তাহেই চলতি মৌসুমের অন্যতম শিরোপাপ্রত্যাশী জিরোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার মাত্র ৭ দিন ব্যবধানেই গোল খরার এক ম্যাচ দেখল রিয়াল। তবে পয়েন্ট ভাগাভাগি করলেও স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ডি ভায়েকাসে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দ্য হোয়াইটি।

এদিন জুড বেলিংহামকে ছাড়াই খেলতে নেমেছিল রিয়াল। শুরুর একাদশে ছিলেন না টনি ক্রুস-রদ্রিগোরাও। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ম্যাচের তৃতীয় মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর গোলে এগিয়ে যায় আনচেলত্তির বাহিনী।

ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়ে রিয়াল। তবে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভায়োকানোকে সমতায় ফেরান রাউল ডি টমাস। বক্সের ভেতরে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভায়েকানো। এরপর স্পটকিকে দলকে সমতায় ফেরান টমাস।

এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আনচেলত্তির বাহিনী। ম্যাচে যোগ করা সময়ে দানি কারভাজাল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে তাতেও রিয়ালের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি স্বাগতিকরা।

এই ড্রয়ে জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করলো রিয়াল। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল
হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিশুর মৃত্যু
রিয়ালের ড্র আর জিরোনার হার কাজে লাগাতে পারেনি বার্সা
X
Fresh