• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আরও ৩ দিন কালবৈশাখীর সতর্কতা জারি

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৮:২৪
ফাইল ছবি

গত ৫ মে বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়। বুধবার এ মেয়াদ শেষ হওয়ার পর আরও ৩ দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে এদিন বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবার তাপপ্রবাহ কেন বাড়ল, জানাল আবহাওয়া অফিস
যে দুই বিভাগ দিয়ে শুরু হবে কালবৈশাখী
যে পাঁচটি প্রশ্ন মায়েদের অবশ্যই করা উচিত
নড়াইলে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
X
Fresh