• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৯:৪০
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বালিয়াডাঙ্গী মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দলবদ্ধ হয়ে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল। সে সময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয়কে আটক করে।

আটক হৃদয় বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

প্রিসাইডিং অফিসার গোপালচন্দ্র বর্মণ বলেন, অতর্কিতভাবে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে ঠাকুরগাঁওয়ে
চাঁদপুরে ভুয়া ডিবি পরিচয়ে ৫ যুবক আটক
ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ফেল করায় আরেক শিক্ষার্থীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
X
Fresh