• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
জয়ার রিটে বন্ধ হলো হাতি নির্যাতন
হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‍্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন অভিনেত্রী জয়া আহসান। এবার এসব কাজে ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।  রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাতির ওপর নির্যাতন ও নিষ্ঠুরতা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং হাতিকে বিনোদনের কাজে ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানা নতুন করে লাইসেন্স ও লাইসেন্স নবায়ন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকিব। গত ১৮ ফেব্রুয়ারি অভিনেত্রী জয়া আহসান এ রিট দায়ের করেন। সেসময় আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, বাংলাদেশের ক্যাপটিভ হাতিকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ বন্ধ, হাতিকে বিনোদনের কাজে ব্যবহার এবং হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংগঠনটি বেশ কয়েক বছর ধরে নানান কর্মসূচি দিয়ে আসছে। এর মাঝে দুইবার বন ভবন ঘেরাও করেন প্রাণী অধিকারকর্মীরা। এ সময় বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো ফলপ্রসূ ভূমিকা লক্ষ্য করা যায়নি। নির্যাতিত হাতিদের বিষয়ে ব্যবস্থা নিতে দফায় দফায় চিঠি দেওয়া হলেও কোনো উপযুক্ত জবাব আসেনি বিভাগটির পক্ষ থেকে। এ কারণে রিট দায়ের করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

বাণিজ্যিক কাজে হাতি ব্যবহারে লাইসেন্স বন্ধ
সারাদেশে সার্কাসসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে হাতির ব্যবহারে কোনও ব্যক্তিমালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাতির ওপর নির্যাতন ও নিষ্ঠুরতা বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং হাতিকে বিনোদনের কাজে ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানা নতুন করে লাইসেন্স ও লাইসেন্স নবায়ন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকিব। গত ১৮ ফেব্রুয়ারি মানুষের নিয়ন্ত্রণে থাকা হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‍্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্থপতি রাকিবুল হক এমিল এ রিট দায়ের করেন। 
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩২

পঞ্চগড়ের সীমান্তে হাতি আতঙ্ক, ২ দেশের মধ্যে জরুরি আলোচনা
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় হাতির অনুপ্রবেশের ঘটনার জের ধরে ভারত ও বাংলাদেশের বন কর্মকর্তাদের মধ্যে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকার ভারতের অভ্যন্তরে হাফতিয়াগছ সীমান্তের মেইল পিলার ৪৪৩ হতে ২০০ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার একটি জঙ্গলে এ আলোচনা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরাসহ সংশ্লিষ্টরা তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ জঙ্গলের শূন্যরেখায় ভারতীয় বন দপ্তরের প্রতিনিধি, ভারতীয় পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে দুদেশের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার ভারত থেকে পঞ্চগড়ের রওশনপুর দিয়ে বাংলাবান্ধা এলাকায় দুটি হাতি প্রবেশ করে। পরে ভুট্টাখেতে একদিন অবস্থান করে আবারও ভারতে ফিরে যায় হাতি দুটি। ফের বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার সীমান্ত এলাকার একটি জঙ্গলে বন্য হাতি দুটিকে দেখা যায়। ভারতের হাফতিয়াগছ সীমান্তের মেইল পিলার ৪৪৩ হতে ২০০ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার একটি জঙ্গলে বন্য হাতি দুটি ঘোরাঘুরি করছিল। এ দিকে সীমান্ত এলাকায় বন্যহাতির দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে সচেতন ও হাতিকে বিরক্ত করা থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনব্যাপী সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে।   দুদেশের প্রতিনিধিদের আলোচনায় জানা গেছে, বর্তমানে ভারতের অভ্যন্তরে থাকা হাতি দুটিকে ট্রাংকুলাইজার ব্যবহার করে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।  আলোচনার প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন বিভাগের নর্দান সার্কেলের বৈকণ্ঠপুর ডিভিশন ট্রাংকুলাইজার ব্যবহার করে গাড়িতে করে হাতি দুটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মর্মে জানা গেছে। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, দুদিন পর আবারো তেঁতুলিয়ার হাতি দুটি বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকায় আমরা সঙ্গে সঙ্গে ভারতের বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। পরে তাদের সঙ্গে আলোচনা করেছি। হাতি দুটি যেন বাংলাদেশে আর প্রবেশ করতে না পারে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে বন্য হাতিকে দেখে কেউ যেন বিরক্ত না করে এবং মানুষকে নিরাপদে থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে। আমরা এ ব্যাপারে তৎপর রয়েছি। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাতে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকার মেইন পিলার ৭৩৫ এর ২ ও ৩ সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বুধবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দলুয়াপাড়া এলাকায় হাতির আক্রমণ করে একটি গরুকে আহত করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টাখেতে অবস্থান করে। পরে ওইদিন বিকেলে হাতির আক্রমণে নুর জামাল (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়