• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ের সীমান্তে হাতি আতঙ্ক, ২ দেশের মধ্যে জরুরি আলোচনা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯
পঞ্চগড়ের সীমান্তে হাতি আতঙ্ক, ২ দেশের মধ্যে জরুরি আলোচনা
ছবি : আরটিভি

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় হাতির অনুপ্রবেশের ঘটনার জের ধরে ভারত ও বাংলাদেশের বন কর্মকর্তাদের মধ্যে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকার ভারতের অভ্যন্তরে হাফতিয়াগছ সীমান্তের মেইল পিলার ৪৪৩ হতে ২০০ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার একটি জঙ্গলে এ আলোচনা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরাসহ সংশ্লিষ্টরা তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ জঙ্গলের শূন্যরেখায় ভারতীয় বন দপ্তরের প্রতিনিধি, ভারতীয় পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে দুদেশের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার ভারত থেকে পঞ্চগড়ের রওশনপুর দিয়ে বাংলাবান্ধা এলাকায় দুটি হাতি প্রবেশ করে। পরে ভুট্টাখেতে একদিন অবস্থান করে আবারও ভারতে ফিরে যায় হাতি দুটি।

ফের বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার সীমান্ত এলাকার একটি জঙ্গলে বন্য হাতি দুটিকে দেখা যায়। ভারতের হাফতিয়াগছ সীমান্তের মেইল পিলার ৪৪৩ হতে ২০০ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার একটি জঙ্গলে বন্য হাতি দুটি ঘোরাঘুরি করছিল।

এ দিকে সীমান্ত এলাকায় বন্যহাতির দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে সচেতন ও হাতিকে বিরক্ত করা থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনব্যাপী সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে।

দুদেশের প্রতিনিধিদের আলোচনায় জানা গেছে, বর্তমানে ভারতের অভ্যন্তরে থাকা হাতি দুটিকে ট্রাংকুলাইজার ব্যবহার করে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আলোচনার প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন বিভাগের নর্দান সার্কেলের বৈকণ্ঠপুর ডিভিশন ট্রাংকুলাইজার ব্যবহার করে গাড়িতে করে হাতি দুটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মর্মে জানা গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, দুদিন পর আবারো তেঁতুলিয়ার হাতি দুটি বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকায় আমরা সঙ্গে সঙ্গে ভারতের বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। পরে তাদের সঙ্গে আলোচনা করেছি। হাতি দুটি যেন বাংলাদেশে আর প্রবেশ করতে না পারে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে বন্য হাতিকে দেখে কেউ যেন বিরক্ত না করে এবং মানুষকে নিরাপদে থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে। আমরা এ ব্যাপারে তৎপর রয়েছি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাতে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকার মেইন পিলার ৭৩৫ এর ২ ও ৩ সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বুধবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দলুয়াপাড়া এলাকায় হাতির আক্রমণ করে একটি গরুকে আহত করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টাখেতে অবস্থান করে। পরে ওইদিন বিকেলে হাতির আক্রমণে নুর জামাল (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪
X
Fresh