• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২৪, ০২:০১
বোদা থানা
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরে করে যাওয়ার সময় গাছের ডাল লেগে হাসান আলী (১৬) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত হাসান আলীর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকায়। সে ওই এলাকার মৃত আজহার আলীর ছেলে। হাসান আলী ডেকোরেটর দোকানে সাজ সজ্জার কাজ করছিল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে বারুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি সদস্য আব্দুল ওহাব জানান কাজলদীঘি কালিয়াগঞ্জ বাজারে গত চারদিন ধরে চলছিল বাসন্তি দেবী পূজা।

বৃহস্পতিবার সেই পুজা শেষ হয়। পরে ট্রলিতে করে দেবীর মূর্তি গুলো বিসর্জন দিতে নদীতে নেওয়ার সময় হাসান আলী ট্রাক্টরে বসেছিল। পথিমধ্যে বারুনি এলাকায় গাছের ডাল হাসানের শরীরে লেগে যায়।

এ সময় হাসান আলী গাড়ি থেকে ছিটকে থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা থানার ওসি মোজাম্মেল হক জানান ট্রলি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
এক সপ্তাহে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে চাপ
মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু