• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ 
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।  নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এ সিটির মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর কারণে দেড় বছরের মাথায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক (টেবিল ঘড়ি), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন। এবার কুসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। এ ছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন। এবার পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।
০৯ মার্চ ২০২৪, ১৬:৫৯

নোয়াখালী-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
শান্তিপূর্ণভাবে নোয়াখালী-২ আসনে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই আসনের ৯টি ইউনিয়নের ১১৮টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার। ভোটারদের ভাষ্য, আমাদের এই আসনটির লোকজন খুব শান্তিপ্রিয়। সবাই নিরিবিলি পরিবেশে শান্তভাবে বসবাস করছেন। বিগত দিনে যিনি আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। ইনশাআল্লাহ, আমরা এবারও সে রকম একজন প্রার্থী বেছে নেব। জিয়াউর রহমান নামের এক ভোটার আঙুলের কালি দেখিয়ে বলেন, ভোট দিয়েছি। ভোট আমার অধিকার। বাড়ির মহিলারা আসতে একটু দেরি করছে শীতের সকাল বলে।  কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এখন পর্যন্ত আমার ইউনিয়নে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হোসেনপুর নামে একটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দেখবে। উল্লেখ্য, ৩ লাখ ৬০ হাজারেরও বেশি ভোটারের এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শক্ত অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আলহাজ মোরশেদ আলম ও কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়