• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৬:৩৩
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ 
ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সিটির মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর কারণে দেড় বছরের মাথায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক (টেবিল ঘড়ি), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন।

এবার কুসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। এ ছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন। এবার পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক
বিএনপি নেতা শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা
কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
হত্যার পর বাংলাদেশি যুবকের সঙ্গে যা করেছিল বিএসএফ