• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
এবার ‘রিভো মোবাইল’ পাওয়া যাবে রাজশাহীর বাজারে
এবার রাজশাহীর বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড ‘রিভো মোবাইল’। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর নিউমার্কেটের পাশে সুলতানাবাদ এলাকায় অবস্থিত বসুন্ধরা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউশন হাউজে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। এ সময় বসুন্ধরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনজিত কুমার মণ্ডল এবং লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। জানা যায়, বেঙ্গল গ্রুপের সুনাম ধরে রেখে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা রিভো ব্র্যান্ডের এই মোবাইলগুলো পাওয়া যাবে এখন থেকে রাজশাহীর মার্কেটগুলোতে। আর রিভো মোবাইল ব্যান্ড কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের কাছে উন্নতমানের হ্যান্ডসেট পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে রিভো ব্র্যান্ড।  বসুন্ধরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও রাজশাহীর ডিস্ট্রিবিউটর রনজিত কুমার মণ্ডল জানান, রিভো ব্র্যান্ডের মোবাইল এরইমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে। রাজশাহীতে গ্রাহকদের এই হ্যান্ডসেট নিয়ে ব্যাপক চাহিদা রয়েছে। এরপর রাজশাহীর বিভিন্ন মোবাইল মার্কেটগুলোতে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের রাজশাহীর এরিয়া ম্যানেজার সেলিম রেজা রিটেলারদের সঙ্গে কথা বলেন এবং রিভো ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে তাদের মিষ্টি মুখ করান।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫

তীব্র শীতে রাজশাহীর সকল স্কুলে ছুটি
তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রাজশাহীর সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রোববার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি)  দুইদিন আর প্রাথমিক বিদ্যালয়গুলোও শুধু রোববার (২১ জানুয়ারি) একদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এল। শনিবার (২০ জানুয়ারি) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববারের আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
২১ জানুয়ারি ২০২৪, ১২:৫৫

রংপুর বিভাগে রাজশাহীর বাস চলাচল বন্ধ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজির প্রতিবাদে রাজশাহী বিভাগের বাস রংপুরে চলাচল বন্ধ ঘোষণা করছে বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বাস টার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন। তিনি জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে রংপুর বিভাগ থেকে কোনো বাস রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ছাড়েনি। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে। জানা গেছে, এদিন সকাল থেকে রংপুর থেকে রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোনা বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। অন্যদিকে রংপুর-রাজশাহী সড়ক ও মহাসড়কসহ সব রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ সাধারণ মানুষ। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জামাল হোসেন বলেন, রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় জরুরি কাজ থাকা সত্বেও রাজশাহী যেতে পারছিনা। এখন কয়েকগুন বেশি টাকা ভাড়া দিয়ে বিকল্প উপায়ে যেতে হবে।
১৮ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে কাঁচুপাড়া হোসেনের বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে মোটরসাইকেলকে চাপা দেয় এমপি সাফারি নামের বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়