• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রংপুর বিভাগে রাজশাহীর বাস চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ২২:১৩
বাস না চলায় ভোগান্তিতে পড়া মানুষের একাংশ (সংগৃহীত ছবি)

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজির প্রতিবাদে রাজশাহী বিভাগের বাস রংপুরে চলাচল বন্ধ ঘোষণা করছে বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বাস টার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন।

তিনি জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে রংপুর বিভাগ থেকে কোনো বাস রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ছাড়েনি। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, এদিন সকাল থেকে রংপুর থেকে রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোনা বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। অন্যদিকে রংপুর-রাজশাহী সড়ক ও মহাসড়কসহ সব রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ সাধারণ মানুষ।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জামাল হোসেন বলেন, রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় জরুরি কাজ থাকা সত্বেও রাজশাহী যেতে পারছিনা। এখন কয়েকগুন বেশি টাকা ভাড়া দিয়ে বিকল্প উপায়ে যেতে হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা দাবি, বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ
X
Fresh