• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
শেষ মুহূর্তে ট্রেনে অতিরিক্ত চাপ, ছাদে চড়েই ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী
ঈদযাত্রায় শেষ মুহূর্তে ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। স্টেশনে রাত থেকেই অপেক্ষা করতে গেছে ঘরমুখো মানুষদের। ট্রেনের ভেতরে চড়তে না পেরে অসংখ্য মানুষ ছাদে উঠে বাড়ির উদ্দেশে রওনা করছেন। যেকোনো মূল্যেই তাদের বাড়িতে যেতে হবে। তাই ঝুঁকি নিয়ে হলেও ঈদ আনন্দ উদযাপন করতে বাড়িতে যাচ্ছেন তারা। বাড়ির উদ্দেশে তাই নারী, পুরুষ, শিশুসহ ছাদে উঠেই ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়ছেন।  অতিরিক্তি যাত্রীর কারণে টিকিট কাটার পরও অনেকে নিজ সিটে বসতে পারেননি। ট্রেনের ভেতরে যেন পা ফেলার জায়গা নেই। ট্রেনের ছাদে চড়া এক যাত্রী বলেন, বাড়ি তো যেতে হবে। টিকিট নেই। দেশের জনগণের তুলনায় ট্রেনের সক্ষমতা খুবই কম। বাসে গেলে আরও ভোগান্তিতে পড়তে হবে। সেজন্য ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করেই গ্রামে যেতে হচ্ছে। আরেকজন যাত্রী জানান, তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন। টিকিট না পাওয়ায় এবং ভেতরে জায়গা না পেয়ে বাধ্য হয়েই তিনি ছাদে চড়ে রওনা দিয়েছেন।
০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৯

শেষ মুহূর্তে মার্কেট-শপিংমলে উপচেপড়া ভিড়
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদের আগে শেষ মুহূর্তে রাজধানীর ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।  সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বসুন্ধরা সিটি শপিংমল, মৌচাক মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে নিউমার্কেটের মূল অংশের ভেতরে। সরেজমিনে দেখা যায়, অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে ক্রেতারা পছন্দের জামা-কাপড়, পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, জুতা, শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের কাপড় কিনছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে, নারীদের শাড়ি, থ্রিপিসসহ বিভিন্ন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। মিরপুর থেকে ঈদের কেনাকাটা করতে আসা আব্দুস সালাম বলেন, অফিস খোলা থাকার কারণে এতদিন কেনাকাটা করতে পারিনি। এখন স্ত্রীকে সঙ্গে নিয়ে নিউমার্কেট এসেছি। পাঞ্জাবি আর শাড়ি কিনব। বেশ কয়েকটি দোকান ঘুরে দেখছি। আগামী দুইদিন আরো বেশি ক্রেতার উপস্থিতি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নিউমার্কেট ব্যবসায়ী গ্রুপের সভাপতি ডা. দেওয়ার আমিনুল ইসলাম শাহিন বলেন, এবছর বিক্রি নিয়ে কেউ হতাশ নয়। কমবেশি সবারই ব্যবসা হয়েছে। আবার ঈদের পরেই পহেলা বৈশাখ। সেজন্য ছোটখাটো কিছু গহনাপত্রও মানুষজন কেনাকাটা করেছে। আশা করছি এখনো যে সময়টুকু রয়েছে আরো ভালো বিক্রি হবে। এদিকে ঈদ উপলক্ষে মধ্যবিত্তের শেষ ভরসা হয়ে উঠেছে রাজধানীর ফুটপাতের দোকানগুলো। শখ ও সাধ্যের মধ্যে যতটা সম্ভব মিল ঘটাতেই নিম্ন আয়ের ক্রেতাদের প্রথম পছন্দ ফুটপাতের দোকানগুলো। পান্থপথের ফুটপাতের দোকানের বিক্রেতা জসিম বলেন, যাদের আয়-রোজগার কম তারাই মূলত ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা করেন। আমরাও সীমিত লাভে পণ্য বিক্রি করি। কারণ আমরা চাই সবাই আনন্দের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ঈদ করুক। ঈদে বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তিনি।
০৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৭

এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : কাদের
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে সংলাপে বসার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই, যার জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশবিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা ষড়যন্ত্র-চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করেই দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভীষ্টে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির আলোচনার আবদার অযৌক্তিক উল্লেখ করে এরপর তিনি বলেন, বিএনপির নেতারা অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার বিষয়টি উত্থাপন করেছে। জনবিচ্ছিন্ন একটা দলের এই আলোচনার আবদার অর্থহীন। কারণ, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠেছিল। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেয়নি। বরং তারা নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা কোন মুখে আলোচনার কথা বলে? বিএনপি সবসময় প্রধানমন্ত্রীর পদত্যাগের শর্তযুক্ত সংলাপের দাবি করে আসছে। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও এই দাবিতে তারা সরকার পতনের তথাকথিত এক দফার আন্দোলনের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু দেশবাসী তাদের অযৌক্তিক দাবিতে কোনো সাড়া দেয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরাও দ্ব্যর্থহীন ভাষায় বলে আসছি, শর্তযুক্ত কোনো আলোচনার সুযোগ নেই। দেশবাসী ভুলে যায়নি, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আলাপ-আলোচনার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। সেই ফোনালাপে বেগম জিয়া বিদ্বেষপূর্ণ হিংস্র আচরণ করেছিলেন। একইভাবে খালেদা জিয়ার পুত্র কোকোর মৃত্যুর পর বিএনপি নেত্রীর বাড়ির গেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে বিএনপি রাজনৈতিক শিষ্টাচারকে চরমভাবে লঙ্ঘন করেছিল, পারস্পরিক আলাপ-আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছিল। গণতন্ত্রের পথ পরিহার করে যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যায় মেতে উঠেছিল তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। আওয়ামী লীগ কখনো জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি দাবি করে বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি- কখনো কারও কাছে মাথানত করেনি, করবেও না। বাংলাদেশের অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।  
১৩ মার্চ ২০২৪, ১৫:২৮

শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে 
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে অংশ নেওয়া চার মেয়র প্রার্থী। উঠান বৈঠক, গণসংযোগ মাইকিংসহ পোস্টার ব্যানারে সাজ সাজ রব উঠেছে কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে। প্রচারণার ১৩তম দিনে সকাল থেকেই ছুটছেন প্রার্থীরা। বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা নগরীর ১২নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন। হাতি প্রতীকের মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় প্রচারণা করেন। নগরীর ২১ নম্বর ওয়ার্ড এলাকায় উঠান বৈঠক করেন ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার, টেবিল ঘড়ি নিয়ে মনিরুল সাক্কু নগরীর রাজগঞ্জ থেকে কান্দিরপাড় পর্যন্ত গণসংযোগ করেন। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ১০৫টি কেন্দ্রে আগামী ৯ মার্চ মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
০৬ মার্চ ২০২৪, ০৮:৫৪

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৬ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- দুপুর ২টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনে য়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার। অভিনয়ে করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘দূর পরবাসে’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৬ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-  দুপুর ২টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনে য়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার। অভিনয়ে করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘দূর পরবাসে’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫০

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪, ১২ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- দুপুর ২টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনে য়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার। অভিনয়ে করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘দূর পরবাসে’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪, ১২ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-  দুপুর ২টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনে য়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার। অভিনয়ে করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘দূর পরবাসে’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০০

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪, ৫ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- দুপুর ২টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনে য়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার। অভিনয়ে করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘দূর পরবাসে’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।  
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৮

শেষ মুহূর্তে পাকিস্তান তারকাকে দলে ভেড়াল খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে খুলনা টাইগার্স। একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার আছেন দলটিতে। পেস বিভাগের নেতৃত্বে রুবেল হোসেনের পাশাপাশি ওপেনিংয়ে দলটির আস্থা এনামুল হক বিজয়। এ ছাড়া বিদেশিদের মধ্যে আছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম। সময়ের হিসেবে আর মাত্র তিনদিন বাকি বিপিএলের। এবার শেষ মুহূর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা। এবারের আসরের শুরু থেকেই দ্য গ্রিন ম্যানদের এই তারকাকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো আরিফ আহমেদকেও দলে টেনেছে তারা। তবে গেল আসর খুব একটা ভালো কাটেনি খুলনার। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল তারা। এদিকে আসন্ন আসরে দলটির নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গত আসরে শুরুর দিকে ইয়াসির আলী রাব্বির নেতৃত্ব দিলেও মাঝপথে তাকে সরিয়ে শাই হোপের কাঁধে নেতৃত্ব ভার দেওয়া হয়।  টুর্নামেন্টের তিনদিন বাকি থাকলেও এখনও দলপতি ঠিক করতে পারেননি খুলনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফিফ হোসেন ধ্রুব বা বিজয়ের মধ্যে থেকে যেকোনো একজনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। দলটির পেস বোলিং আক্রমণে মূল শক্তি দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ। তাদের সঙ্গে বোলিংয়ে দারুণ কার্যকরী হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাহিদুল ইসলাম। এ ছাড়া স্পিন বিভাগে আলো ছড়াতে পারেন নাসুম আহমেদ।
১৫ জানুয়ারি ২০২৪, ১০:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়