• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রোদে ত্বক ভালো রাখবেন যেভাবে
রোদের তাপে বেশ অস্থির হয়ে উঠেছি আমরা। ঘর থেকে বাইরে বের হলেই যেন আগুনের হলকা লাগছে পুরো শরীরে। বাইরে বের হওয়ার আগে এবং ফিরে একাধিক বার গোসল করেও একটু আরাম পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক। বিশেষজ্ঞরা বলছেন, রোদ এবং তাপ স্বাভাবিক প্রাকৃতিক বিষয়। রোদ কড়া বা হালকা যাই হোক না কেন, মৌসুমটা শীত হোক বা গ্রীষ্ম, সূর্যের তাপ কিংবা অতি বেগুনি রশ্মি সব সময়ই ত্বকের জন্য ক্ষতিকর। তাই নিজেকেই সাবধানে সবদিক রক্ষা করে চলতে হবে। তার জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।  রোদ যাই থাক, দিনের বেলা ঘর থেকে বের হওয়ার ১০-১৫ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত। বাজারে এখন এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত ক্রিম, লোশন, পাউডার, লিপ বাম, স্প্রে ইত্যাদি প্রসাধনী পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ধরনের সানস্ক্রিন ও শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর স্বাভাবিক কিংবা মিশ্র ত্বকের জন্য ‘অল স্কিন টাইপ’ সানস্ক্রিন ব্যবহার করা যায়। ত্বক সব সময় ঠান্ডা ও পরিষ্কার রাখতে হবে। তাই প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পানির বিকল্প নেই। দিনে তিন-চার লিটার পানি আধা গ্লাস করে একটু পর পর পান করতে হবে। এ ছাড়া যেকোনো ফলের রস পান করাও উপকারী। রোদ থেকে রক্ষা পেতে প্রসাধনী ব্যবহারে এমনকি রোদে পোড়া ভাব দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহারেও ত্বকের ক্ষতি হতে পারে। এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন রূপবিশেষজ্ঞরা। ঘর থেকে বের হওয়ার আগে এবং রোদ থেকে ঘরে এসে ত্বকের যত্ন নিতে হবে। ঘর থেকে বের হওয়ার আগে স্নান করে নেওয়া ভালো। এ সময় যেহেতু প্রচুর ঘাম হয় তাই ঘাম থেকে দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক। এ জন্য পানিতে কয়েক ফোঁটা বেনজয়েন এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্নান করলে ঘামের দুর্গন্ধ হবে না এবং রোদে ত্বক কালচেও হবে না। ওষুধের দোকানে বা সুপারশপে এই তেল পাবেন। চার ঘণ্টা পর পর ল্যাভেন্ডার অয়েল সমৃদ্ধ ওয়েট টিস্যু দিয়ে ত্বক মুছে নিতে হবে। যেকোনো ধরনের ত্বকের জন্যই অ্যালোভেরা পেস্ট উপকারী। রাতে টকদই, ডিমের সাদা অংশ ও ময়দার মিশ্রণ প্যাক হিসেবে ত্বকে ব্যবহার যেতে পারে। কিছুক্ষণ পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এ ছাড়া সুজি হালকা ভেজে এর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করা যায়। এটি স্ক্রাবের কাজও করবে। স্ট্রবেরি, টকদই ও ময়দার মিশ্রণ তৈলাক্ত ত্বকের জন্য ভালো। আর শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করা যাবে দুধের সর, যেকোনো বাদাম, মধু ও সামান্য চিনির মিশ্রণ। যাদের ত্বক পাতলা তারা যেন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত যতটা সম্ভব রোদ এড়িয়ে চলেন। আর রোদে বের হলে অবশ্যই ত্বক বুঝে সানব্লক ব্যবহার করতে হবে এবং সঙ্গে রাখতে হবে ছাতা। বাইরে থাকলে দুই ঘণ্টা পর পর নতুন করে ত্বকে সানব্লক ব্যবহার করতে হবে। কিছু ফেস পাউডারও সানব্লকের কাজ করে। যাদের ত্বক তৈলাক্ত তারা এমন পাউডার ব্যবহার করতে পারেন। রোদচশমা এবং হ্যাটজাতীয় বড় টুপি ব্যবহার করতে হবে, যেন মুখের চোয়াল ও এর আশপাশের স্থানে রোদ না লাগে। এরপরও যদি ত্বক লাল হয়ে জ্বালা করে, তবে বরফ ঘষতে হবে অথবা ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে।
৪ ঘণ্টা আগে

এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো : নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো। এ কারণে খাদ্য সংকটে সরকারের প্রতি বাড়তি চাপ থাকবে না আগামী বছর। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে এ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ দেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাই হয়েছে কৃষকদের হাতে। কৃষি বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। এটাকে গুরুত্ব দেওয়ার ফলে বৈশ্বিক সংকটেও কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। কাদের বলেন, যারা এ দেশকে নিয়ে বেশি কথা বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, তারাই গণতন্ত্রের সমালোচনা করেন। এ দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না।  কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।
১৯ এপ্রিল ২০২৪, ২০:৪৪

ঈদে ভালো নেই ওমর সানী
চলছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতি বছর মুক্তি দেওয়া হয় নতুন নতুন চলচ্চিত্র। এবার ঈদে ডজনখানেক বাংলা সিনেমা মুক্তি পেলেও শেষ পর্যন্ত এ তালিকায় থেকে বাদ পড়েছে চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘ডেডবডি’ সিনেমা। এতে অনেক দিন পর ঈদে প্রেক্ষাগৃহে আর আসা হলো না তার। সিনেমাটির মুক্তি ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন এই নায়ক। দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে দেখা যায় ওমর সানী বলেছেন, এমনিতেই আমাদের হলসংখ্যা কম। এবার ঈদে আবার আট-দশটি সিনেমা মুক্তি পাচ্ছে। এতগুলো সিনেমার মধ্যে ‘ডেডবডি’ মুক্তি দিয়ে কোনো লাভ নেই। এটি এমন সিনেমা, যা ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। এদিকে ২৯ বছর পর মৌসুমীকে ছাড়া ঈদ করছেন ওমর সানী। পরিবারের সদস্য ছাড়া এবার ঈদ করার ব্যাপারে এ চিত্রনায়ক বলেন, ছেলে ফারদিন দুবাই, বউমা কানাডায়। মৌসুমী ও মেয়ে ফাইজা আছেন যুক্তরাষ্ট্রে। তারা সবাই প্রয়োজনেই দেশের বাইরে অবস্থান করছে। ফলে বাধ্য হয়েই আমাকে এখানে ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর পর এবারই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে প্রযুক্তির এই যুগে বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এমনি প্রতিদিনই ভিডিও ফোনে সবার সঙ্গে কথা হয়। প্রসঙ্গত, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই।
১২ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

অন্যের ভালো লাগবে বলে জামা পরি : অপরাজিতা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ সাহসী এই অভিনেত্রী। সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার। সেখানে কথা বলেন নানান বিষয়ে। এক প্রশ্নের জবাবে অপরাজিতা বলেন, আমার মনে হয়, কে কী ভাবে শাড়ি পরবেন, সেটা তার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। আমার খুব ভাল চেহারা, আমি চাই মানুষের প্রশংসার তীব্রতা আমাকে আকর্ষণ করুক। তার চোখে দারুণ দেখতে লাগছে। কেউ যদি লো কাট ব্লাউজের সঙ্গে শিফন শাড়ি পরেন, তিনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে পরবেন। তিনি আরও বলেন, আমরা তো নিজের জন্য জামাকাপড় পরি না, অন্যের আমাকে ভালো লাগবে বলে পরি। মানুষ যদি শুধু নিজের জন্য জামাকাপড় পরত, তাহলে তো ম্যাক্সি পরেই কেটে যেত। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি নিজে এমন পোশাক পরব যা সর্বজনগ্রাহ্য। পোশাকের মাধ্যমে কোনো ব্যক্তি কী ধরনের বার্তা দিতে চাইছেন, সেটা তার মানসিকতার ওপর নির্ভর করে। অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনরা মেতেছেন নানা কথায়, নানা সমালোচনায়।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

ভালো শুরুর পর ফিরলেন জয়
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯  ওভারে ৫৩১/১০, বাংলাদেশ প্রথম ইনিংস : ১৩ ওভারে ৫১/১ রান   ব্যাটিংয়ে বাংলাদেশ  ১৬: ৩৫, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।   ৫৩১ রানে থামল শ্রীলঙ্কা ১৬: ১০, মার্চ ৩১ টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে অবশেষে ৫৩১ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৯২ রানে অপরাজিত থাকলেন কামিন্দু মেন্ডিস। পাহাড় সমান রানের চাপ মাথায় নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক দল।   অবশেষে উইকেট পেলেন মিরাজ ১৫: ৫৯, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টে দুই দিনে ৪৫ ওভারের বেশি বল করেছেন মিরাজ। অবশেষে পেলেন কাঙ্ক্ষিত উইকেট। লাহিরু কুমারকে বোল্ড করেছেন তিনি।  ৯ উইকেটে শ্রীলঙ্কা ৫১৮।   ২ বছর পর বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান ১৫: ৫২, মার্চ ৩১ দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০০ ছাড়াল সফরকারীরা। ফলে প্রায় দুই বছর ও ৯ টেস্ট পর বাংলাদেশের বিপক্ষে কোনো দল ৫০০ বা তার বেশি রান করল। সবশেষ ২০২২ সালের মে মাসে মিরপুরেই ৫০৬ রান করেছিল লঙ্কানরা। এবার চট্টগ্রামে এলো ৫০০ রান। ১৫৬ ওভারে শ্রীলঙ্কা ৫১৬/৮   রান আউট বিশ্ব ১৫: ৩৫, মার্চ ৩১ সাকিবের গুড লেংথের বলটি স্কয়ার লেগে খেলেছিলেন ফার্নান্দো। এরপরই দ্রুত প্রান্ত বদলের চেষ্টা। তবে সার্কেল থেকে শান্তর দুর্দান্ত এক থ্রোয়ে উইকেট হারিয়েছে সফরকারীরা।  ১৫২ ওভারে ৪৯৭/৮   ক্যাচ ছাড়লেন হাসান ১৫: ২৫, মার্চ ৩১ ফিল্ডিং ব্যর্থতায় যেন বিশাল গল্প লিখছে বাংলাদেশ। এবার কামিন্দু মেন্ডিসের ক্যাচ মিস করেছেন হাসান মাহমুদ। ফলে ৬০ রানে বেঁচে গেলেন কামিন্দু। এ নিয়ে ষষ্ঠবার ক্যাচ ছাড়লো বাংলাদেশের ক্রিকেটাররা। ১৫০ ওভারে ৪৯২/৭   দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট ১৪: ৫০, মার্চ ৩১ এই সেশনেও লঙ্কানদের দাপট। ৫ উইকেটে ৪১১ রানে মধ্যাহ্নবিরতিতে যাওয়া লঙ্কানরা ৭ উইকেটে ৪৭৬ রানে দ্বিতীয় সেশন শেষ করেছে। সিলেট টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস। তার সঙ্গে আছেন বিশ্ব ফার্নান্দো।   জুটি ভাঙলেন সাকিব ১৪: ৩৪, মার্চ ৩১  সাকিবের ঘূর্ণিতে লেগ-বিফোর হয়ে ফিরেছেন জয়সুরিয়া। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। তবে তাতেও শেষ রক্ষ হয়নি। ৪৭৬ রানে সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা।   এবার ক্যাচ ছাড়লেন লিটন ১৪: ২০, মার্চ ৩১  আরও একবার বাঁচলেন জায়াসুরিয়া। ব্যাট করতে নেমে ৬ রানেই জীবন পেয়েছিলেন। এবার উইকেটরক্ষক লিটন জীবন দিয়েছেন তাকে। তার ক্যাচ নিতে পারেননি লিটন। তাইজুলের টেনে করা ডেলিভারি অফ সাইডে খেলার চেষ্টা করেছিলেন জয়াসুরিয়া। তবে তা লাগে ব্যাটের ভেতরের কানায়। গ্লাভসে জমাতে পারেননি লিটন। এতে ২৪ রানে বেঁচে যান জায়াসুরিয়া।   বাঁচলেন কামিন্দু ১৪: ১০, মার্চ ৩১ মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের টসড-আপ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তবে এতে পরাস্ত হন এই ব্যাটার। আর লিটনের হাতে বল যেতেই জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সময়ক্ষেপণ না করেই রিভিউ নেন কামিন্দু।  রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের দূরত্ব অনেকটাই স্পষ্ট। এতে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। বেঁচে যান কামিন্দু। ১৩৫ ওভারে শ্রীলঙ্কা ৪৫৯/৬   অবিশ্বাস্য ক্যাচ মিস ১৩: ০৯, মার্চ ৩১ আরও একটি সুযোগ তৈরি করেছিলেন খালেদ। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে সেটিও হাতছাড়া হলো। ৬ রানের মাথায় জীবন পেলেন প্রবাথ জয়াসুরিয়া। ইনিংসের ১২১তম ওভারে খালেদের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন জয়াসুরিয়া। বাতাসে ভাসমান সেই ক্যাচ মুঠোবন্দি করতে পারেননি শান্ত। তবে শান্ত একা না, স্লিপে দাঁড়ানো তিনজনেই ক্যাচটি মিস করেছেন। শান্তর হাত থেকে ছুটে যাওয়া বল মুহূর্তেই লাফিয়ে দিপুর কাছে গিয়েছিল। সেখান থেকে হাত ছুঁয়ে বল জাকিরের কাছেও গিয়েছিল। তবে কেউই বলটি তালুবন্দি করতে পারেননি।   ধনাঞ্জয়াকে ফেরালেন খালেদ ১২: ৫৪, মার্চ ৩১ মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। খালেদের লেগ স্ট্যাম্পের ওপরের ডেলিভারি কিছুটা ভুল করেই ব্যাট চালিয়ে বসেন ধনাঞ্জয়া। তবে বল আঘাত লাগে প্যাডে, আর জোরালো আবেদনে আম্পায়ারও সাড়া দেন। রিভিউ নিলেও তাতে লাভ হয়নি। আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ৬ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৭০ রান করে ফিরলেন এই ব্যাটার  ১২০ ওভারে ৪১৭/৬   বড় সংগ্রহের আভাস দিয়ে মধ্যাহ্নবিরতিতে শ্রীলঙ্কা ১২: ১০, মার্চ ৩১ চট্টগ্রাম শহরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই মাঠে গড়ায় দ্বিতীয় দিনের খেলা। ধারণা করা হচ্ছিল, বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেবেন টাইগার পেসাররা। কিন্তু হয়েছে উল্টো। দিনের প্রথম সেশনে একটি সাফল্য পেয়েছে বাংলাদেশ, তা-ও সাকিবের হাত ধরে। হাফ-সেঞ্চুরি করা চান্ডিমালকে ৫৯ রানে থামিয়েছেন সাকিব। ইনিংসের ১০৬তম ওভারে সাকিবের বলে কট বিহাইন্ড হন এই ব্যাটার। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ১০৪ বলে ৫৯ রানের ইনিংস। লঙ্কানদের সংগ্রহ ৪০০ ছাড়িয়ে নিয়ে গেছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ৫ উইকেটে ৪১১ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে। ধনাঞ্জয়া ৭০ রান ও কামিন্দু মেন্ডিস ১৭ রানে অপরাজিত আছেন।  ১১৮ ওভারে ৪১১/৫   ব্রেক-থ্রু এনে দিলেন সাকিব ১১:২১, মার্চ ৩১ দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। তার অফ স্ট্যাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন চান্দিমাল। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৪ বলে তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান।   ধনাঞ্জয়ার ফিফটি ১১:১৯, মার্চ ৩১ চট্টগ্রামেও সিলেট টেস্টের ছন্দ জিইয়ে রাখলেন সিলভা। টানা তৃতীয়বারের মতো খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি ছুঁতে ৭০ বল লেগেছে তার। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় অর্ধশতক। ১০৫ ওভারে শ্রীলঙ্কা ৩৭৫/৪     চান্দিমালের হাফ-সেঞ্চুরি ১১:০৪, মার্চ ৩১ সিলেট টেস্টের ব্যর্থতা মুছে চট্টগ্রাম টেস্টে রানের দেখা পেয়েছেন চান্দিমাল। ৮৭ বলে তুলে নেন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি। টাইগারদের বিপক্ষে এটি তার চতুর্থ ফিফটি। এর সঙ্গে পাঁচটি সেঞ্চুরিও আছে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের ২৬তম ফিফটি এটি। দিনের শুরুতেই উইকেট থেকে কিছুটা সহায়তা পেয়েছেন চান্দিমাল। খালেদ ও হাসানের অন্তত তিনবার ব্যাটের কানায় লেগেছে বল। তবে তা বিপদ ঘটনার মতো জায়গায় পৌঁছায়নি। অন্যপ্রান্তে ফিফটি ছোঁয়ার অপেক্ষায় ডি সিলভা। ৬৬ বলে ৪৭ রানে অপরাজিত লঙ্কান অধিনায়ক। ১০৩ ওভারে ৩৬৯/৪     চান্দিমাল-ধনাঞ্জয়ার জুটিতে পঞ্চাশ ১০:৪১, মার্চ ৩১ দ্বিতীয় দিনের শুরুর ৩০ মিনিটেও হতাশ বাংলাদেশ। ভাগ্যও সহায় হয়নি লাল-সবুজ শিবিরের। তবে ভাগ্যের ছোঁয়া কাজে লাগিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ডি সিলভা ও চান্দিমাল। ৯৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪০ রান। দিনের প্রথম ৭ ওভারে ২৬ রান তুলেছেন এই জুটি।     দ্বিতীয় দিনের খেলা শুরু ১০: ০৫, মার্চ ৩১ চট্টগ্রামে এখনও মেঘ আছে। তবে বৃষ্টি না থাকায় নির্ধারিত সময়েই শুরু হয়েছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। পেসার খালেদ আহমেদ প্রথম ওভারটি করেছেন। তিনটি স্লিপ নিয়ে বল করছেন তিনি।     বড় লক্ষ্য শ্রীলঙ্কার ১০: ০৪, মার্চ ৩১ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে মেন্ডিসের ভাষ্য, আমরা ভালো অবস্থানে আছি। এই পিচে যদি ৪৫০ থেকে ৫০০ রান করতে পারি, তাহলে ভালো হবে। আমাদের তিন পেসার আছে। গত ম্যাচে বোলাররা ভালো বোলিং করেছে। উইকেটে কিছু টার্ন আছে। তাই বোলারদের জন্যও ভালো সুযোগ আছে।     রান-পাহাড়ে চাপা পড়ার শঙ্কা ১০: ০২, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টে প্রথম দিন জুড়ে দাপট দেখিয়েছে সফরকারীরা। বড় স্কোরের ভিত গড়ে ৪ উইকেট ৩১৪ রান তুলে নিয়েছে লঙ্কানরা। অন্যদিকে লঙ্কানদের দ্রুত অলআউটের অভিযানে নামবে বাংলাদেশ। প্রথম দিনে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন সফরকারীদের তিন ব্যাটার। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফেরেন দিমুথ কারুনারাত্নে (৮৬) ও কুসাল মেন্ডিস (৯৩)। চান্দিমাল ৩৪ ও ধানাঞ্জয়া ১৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।     শ্রীলঙ্কা সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে ): ১০: ০১, মার্চ ৩১ শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৯০ ওভারে (মাদুশকা ৫৭, কারুনারাত্নে ৮৬, কুসাল ৯৩, ম্যাথিউস ২৩, চান্দিমাল ৩৪*, ধানাঞ্জয়া ১৫*; খালেদ ১০-১-৪১-০, হাসান ১৭-৫-৬৪-২, সাকিব ১৮-২-৬০-১, মিরাজ ২৮-৪-৯৫-০, তাইজুল ১৭-৪-৪৮-০) বিস্তারিত : চট্টগ্রামে প্রথম দিনে ক্যাচ মিসের মাশুল গুনলো টাইগাররা   চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতম ০৯: ৪৭, মার্চ ৩১ চট্টগ্রাম শহরে সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনও আকাশজুড়ে কালো মেঘ রয়েছে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো স্বাগতম।  
৩১ মার্চ ২০২৪, ১৭:২৭

‘লিটনকে না খেলালেই ভালো হতো’
ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওপেনার লিটন দাসের। বরাবরই ব্যর্থতার গল্প লিখছেন তিনি। টানা বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েন।  ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর সমালোচনা। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য, ওয়ানডের পর টেস্টেও লিটনকে না খেলালে ভালো হতো। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতির ভাষ্য, বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। আমাকে যদি বলেন, টেস্টে লিটনকে না খেলালেই ভালো হতো। এদিকে লঙ্কানদের বিপক্ষে সিলেট টেস্ট পাত্তাই পায়নি টাইগাররা। সফরকারীদের বিপক্ষে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিসিবি বস। পাপনের দাবি, বাংলাদেশের প্লেয়াররা বোধ-হয় টেস্ট খেলতেই চায় না। ক্রীড়ামন্ত্রীর ভাষায়, সমস্যাটা হারা নিয়ে না। সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে। তাদের এই মানসিকতা, মনোভাব, শট সিলেকশন, এটা জঘন্য, বিশ্রী ছিল। মনে হয়েছে, হয় তারা খেলতে চায় না এই ফরম্যাটটা, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি।  তিনি যোগ করেন, হারা-জেতা নিয়ে একেবারে চিন্তিত নই। কিন্তু এই ধরণের শট সিলেকশন, এই ধরণের মানসিকতা এটা টেস্টে যায় না। মনে হয়েছে ওরা হয়তো টেস্ট খেলতেই চায় না! এই ধরণের মাইন্ডসেট টেস্টের সঙ্গে যায় না। ওরা কেউ বাচ্চা ছেলে না।
২৬ মার্চ ২০২৪, ১৪:৪৬

‘মানুষ যেন ভালো চিকিৎসা পায়, এ লক্ষ্যে কাজ করছি’
‘এ দেশে সাধারণ মানুষ যেন ভালো চিকিৎসা পায়, এ লক্ষ্যে কাজ করছি’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।   ডা. সামন্ত লাল সেন বলেন, আমি সবসময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করছি, যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়। তিনি বলেন, আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমার বিয়ে থেকে শুরু জীবনের সব কিছু এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই ১৯৮০ সাল থেকে এর সঙ্গে জড়িত।   সম্মেলন উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।
১৬ মার্চ ২০২৪, ১৩:৪৬

ভালো খেজুর চেনার উপায়
স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর একটি সুপারফুড হিসেবে বিবেচিত। খেজুর স্বাদেও যেমন সুস্বাদু, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। ইসলামি গবেষকরা বলেন, ইফতারে খেজুর খাওয়া সুন্নত। রমজানে খেজুরের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। ফলে বাজারে এই চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করেন। তাই খেজুর কেনার আগে তাতে কৃত্রিম কোনো উপাদান মেশানো আছে কি না তা নিশ্চিত হয়ে নেবেন। খেজুর চেনার বেশ কিছু উপায় আছে।  চলুন জেনে আসি- ভালো মানের খেজুরের চামড়া সাধারণত একটু কুঁচকানো হয়, তবে শক্ত নয়। আবার উপরের চামড়াও বেশি নরম হয় না, তবে চকচকে ও উজ্জ্বল হয়।আর যদি খেজুরের গায়ে দানাদার কিছু কিংবা তেল বা পাউডারজাতীয় কিছুর উপস্থিতি দেখেন তাহলে বুঝবেন সেটি ভেজাল, মানহীন কিংবা নিম্নমানের খেজুর। ভালো কিংবা খারাপ বা নিম্ন মানের খেজুর কি না তা যাচাই করার আরও এক উপায় হলো খেজুরে উপস্থিত মিষ্টির মাত্রার স্বাদ নেওয়া। খেজুরের প্রাকৃতিকভাবে থাকা মিষ্টি হয় সহনীয় পর্যায়ের। তাই অতিরিক্ত মিষ্টি স্বাদের খেজুরে কৃত্রিম কিছু মেশানো থাকতে পারে। খেজুর কেনার আগে কোন দেশেরটা কিনছেন তা জেনে নেওয়া জরুরি। খেজুর উৎপাদনের দিক থেকে মিশর বিশ্বে প্রথম। এরপর ইরান ও সৌদি আরবের অবস্থান তৃতীয়। বিভিন্ন ধরনের খেজুরের মধ্যে আজওয়া, আনবারা, সাগি বা সুগায়ি, সাফাওয়ি, মুসকানি, মরিয়ম খেজুর অন্যতম। আরও আছে খালাস, ওয়াসালি, বেরহি, শালাবি, ডেইরি, মাবরুম, ওয়ান্নাহ, সেফরি, সুক্কারি, খুদরি ইত্যাদি। এদেশে আজওয়া ও মরিয়ম খেজুরের চাহিদা বেশি। ভালো খেজুর চেনার আরও এক কৌশল হলো পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করা। যদি দেখেন খেজুরের সামনে মাছি ও পিঁপড়া ভিড় করছে, তার মানে সেটি ভালো খেজুর না। এটি পরীক্ষা করতে ঘরের কোনো খোলা স্থানে খেজুর রাখুন। তারপর পরীক্ষা করুন। প্যাকিং করা খেজুর কেনাই সবচেয়ে ভালো। এই খেজুরগুলোর প্যাকেটে সাধারণত মেয়াদ লেখা থাকে। এছাড়া খোলা খেজুর কিনতে হলে খেয়াল রাখতে হবে খেজুরে যেন পচা গন্ধ, পোকা ধরা, বেশি কালচে বা শুকিয়ে যাওয়া না হয়। খেজুর সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে। তবে ফ্রিজের নরমালে রাখলে খেজুর সবচেয়ে বেশি ভালো থাকে। সতর্কতা, অনেকেই ৫-১০ কেজি বক্সের খেজুর কিনে থাকেন। পরে দেখা যায়, বক্সের উপরে সাজানো বড় খেজুর ভেতরে এবং নিচে ছোট ছোট খেজুর। তাই বক্সের খেজুর কেনার আগে অবশ্যই বক্স খুলে সেটির উপরে ও নিচে একই ধরনের খেজুর রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
১১ মার্চ ২০২৪, ১৬:২২

ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেব না : মাহি
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। কিন্তু অভিনেত্রীর সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এরপর স্বামীর পদবিও মুছে ফেলেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা।  বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ফের কাজে মনোযোগ দিয়েছেন মাহি। সম্প্রতি বেশ কিছু কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। এর মাঝেই জানিয়েছেন ফের কাজে জানিয়েছেন ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবন না। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছ-বিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।
১০ মার্চ ২০২৪, ১৮:৩৪

বিশ্ব অর্থনীতিতে সংকটের মধ্যেও ভালো অবস্থানে বাংলাদেশ : বিশ্বব্যাংকের এমডি
বিশ্ব অর্থনীতিতে সংকটের মধ্যেও ঋণ পরিশোধ ও প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড।  রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।  বাংলাদেশের সমসাময়িক ও বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্প নিয়ে বৈঠক করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পরে সংবাদকর্মীদের  তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে বিশ্বব্যাংক কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া সামাজিক সুরক্ষা, এসএমই খাতের উন্নয়ন নিয়েও কথা হয়েছে। অ্যানা বেজার্ড বলেন, ‘বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে রয়েছে। বাংলাদেশ যার বাইরে না। এসবের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।’ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের এটি তার প্রথম  বাংলাদেশ সফর। স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম কর্মসূচি চলমান। ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হয়। ওই বছর অক্টোবর মাসে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ নেয়। যার পরিমাণ ছিল ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, যা নেওয়া হয় জরুরি অগ্রাধিকার খাতে। একই বছরের নভেম্বরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ৫০ মিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়। পরে ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশে পানি সরবরাহ খাতের জন্য প্রকল্প অনুমোদন করে আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানটি। এর পর থেকে বাংলাদেশ পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্পে ঋণ নেয় বিশ্বব্যাংক থেকে। বাংলাদেশে দুটি বড় অবকাঠামো প্রকল্প বঙ্গবন্ধু বহুমুখী সেতু (যমুনা সেতু) এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (দুই লেন) নির্মাণসহ এ পর্যন্ত ৩০০টি প্রকল্প সম্পন্ন হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে। এখন নতুন করে চলমান রয়েছে আরও ৫৭টি প্রকল্প।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়