• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।  সুযোগ-সুবিধাসমূহ- >> রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন পাবেন। ১ ইয়েন সমান ০.৭৭ বাংলাদেশি মুদ্রা ধরলে ১ হাজার ৮৪০ টাকা হয় (৩ জানুয়ারি বিকেলের হিসাবে) >> ফ্রি ভিসা সাপোর্ট >> জাপানে যাতায়াতের বিমান টিকিট >> আবাসন ও ইনস্যুরেন্স আবেদনের যোগ্যতা- >> যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন >> স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন >> ভালো ফল থাকতে হবে >> ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় নথি- >> স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ) >> শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে) >> পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি >> রিকমেন্ডেশন লেটার। ওআইএসটি বছরে দুবার ইন্টার্নশিপ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এ ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর শুরু হবে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ চলবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা আনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।  
২৪ মার্চ ২০২৪, ১০:২৫

সিলেটে বিনামূল্যে চিকিৎসা দিতে ইউরোপের ৫৫ চিকিৎসক
একটি মেগা মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা দিতে ইউরোপ থেকে ৫৫ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম সিলেটে এসেছেন। লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশে নিয়ে এসেছে তাফিদা রাকিব ফাউন্ডেশন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) তাফিদা রাকিব ফাউন্ডেশনের সভাপতি শেলিনা বেগমের নেতৃত্বে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা। এসময় চিকিৎসকদের বিমানবন্দরে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার ভাইস প্রেসিডেন্ট ড. আহমদ আল কবির। শেলিনা বেগম বলেন, এটি আমাদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ স্থানীয় চিকিৎসকদের একত্রিত করার মাধ্যমে দেশের অগণিত অসহায় দরিদ্র মানুষের চিকিৎসায় অংশ নিতে পারছি। তিনি বলেন, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ৪ মার্চ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে বিদেশি চিকিৎসকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার জলিল, ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
টাঙ্গাইল সদরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পড়ুয়া দুই শতাধিক শিশুর মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরণের চার শতাধিক শিশুদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া।  বিতরণকালে পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান, সদস্য শাকিল আহমেদ, সুমন চৌধুরী, রিপন মিয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বই পেয়ে শিশুদের চোখে ছিল আনন্দ আর মুখে ছিল উচ্ছ্বাস। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। আমি মাঝে মাঝে পাঠাগারে এসে বই পড়ি। আজ বই উপহার পেয়ে আমি আনন্দিত। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান বলেন, বই শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি ও মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। শিশু বয়স থেকেই শিক্ষামূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাই গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ার সুযোগ করে দিতে আমরা বিনামূল্যে বই বিতরণ করে থাকি।  প্রসঙ্গত, এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫

কোটি টাকার অস্ত্রোপচার বিনামূল্যে
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রায় ১৫ ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে আলাদা করা করা হয়েছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যাকে দেখা হচ্ছে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে। শুধু তাই নয়, জটিল এ অস্ত্রোপচারটি করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে বাইরের যে কোনও দেশে এটি করাতে গেলে খরচ পড়ে যেত কোটি টাকার উপরে।   মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের ১০ম তলায় নাভা ও নোভা নামের শিশু দুটিকে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  সেখানে শিশু দুটিকে সুস্থ অবস্থায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি প্রথম থেকেই এই বাচ্চা দুটির চিকিৎসার সঙ্গে জড়িত। এর আগেও কয়েকটি অপারেশন হয়েছে, তখনও আমি এসেছি। আজকে আমি দেখলাম, বাচ্চা দুটি সম্পূর্ণ আলাদা ও ভালো আছে। এরপর দেশের চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, 'চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের দেশে প্রচুর শিক্ষার্থী প্রতিবছর মেডিকেল পড়ালেখা শেষ করে চিকিৎসক হচ্ছেন। আমাদের চিকিৎসকরা যেমন মেধাবী তেমন দক্ষ। শুধু একটু সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং তাদেরকে দায়িত্ব অনুযায়ী ভরসা দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে কোনও রোগীকে আর আগামীতে বিদেশ যেতে হবে না।'  ডা. সামন্ত লাল সেন বলেন, কিছুদিন আগেই আমরা ভুটানের ক্যান্সার আক্রান্ত এমন এক মেয়েকে চিকিৎসা দিয়ে ভালো করেছি, যার চিকিৎসা ভারত ও ব্যাংককেও সম্ভব হয়নি। কাজেই বাংলাদেশ পারে না এমন কোন কাজ নেই। বাংলাদেশেই এখন সব রোগের চিকিৎসা সুবিধা আছে। আজ বিএসএমএমইউতে নাভা ও নোভা নামের দুটি শিশুর জোড়া মেরুদণ্ড আলাদা করার অপারেশন সফল  হলো। এটি সাধারণ কোনও কাজ নয়। এই অপারেশন ভারত বা বাইরের দেশে করতে গেলে প্রায় এক কোটি টাকা খরচ হত। কিন্তু বাংলাদেশে এই দুই অবুঝ শিশুর চিকিৎসা ব্যয় মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছেন।  তিনি বলেন, আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে আমরা চিকিৎসকরা চিকিৎসা দিলে বাংলাদেশ থেকে এখন জটিল সব রোগেরই চিকিৎসা দেওয়া সম্ভব। প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ কুড়িগ্রামের কাঁঠালবাড়ী এলাকার পরিবহন শ্রমিক আলমগীর রানার স্ত্রী নাসরিন মেরুদণ্ড জোড়া লাগানো নুহা-নাভার জন্ম দেন। সে বছর এপ্রিলে তাদের চিকিৎসার জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে ভর্তি করা হয়। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ৩৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০০ জন মেডিকেল সদস্যের টিম অংশ নেন। ১৫ ঘণ্টার অস্ত্রোপচার শেষে সফলভাবে আলাদা করা সম্ভব হয় নুহা-নাভাকে। এর আগে ২০২৩ সালের ২৯ জানুয়ারি নুহা-নাভার প্রথম ধাপের সফল অস্ত্রোপচার করা হয়। ওই ধাপে নুহা-নাভার দেহে টিস্যু বর্ধনকারী চারটি এক্সপান্ডা ডিভাইস প্রতিস্থাপন করা হয়। এ অস্ত্রোপচারে ছিলেন বিএসএমএমইউর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিকসহ আরও ১০ চিকিৎসক। ওইদিনও ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ মার্কেন্টাইল ব্যাংকের 
পটুয়াখালীর বাউফলের ১৫ ইউনিয়নের ছয় শতাধিক কৃষককে বিনামূল্যে মুগডালের বীজ ও সার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে এসব বীজ ও সার দেওয়া হয়।  অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।  উপজেলার কালাইয়া, দাসপাড়া, ধুলিয়া, কালিশুরী, বাউফল, নাজিরপুর, বগা, নওমালা, মদনপুরা, কনকদিয়া, সূর্যমণি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ছয় শতাধিক কৃষক এ সুবিধা পেয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যাংকের করপোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান মো. মুকিতুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, বরিশাল শাখা প্রধান গোলাম মাওলা, কালাইয়া শাখার প্রধান মো. আল-মামুন, দাসপাড়া ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯

নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের দরিদ্র দুই হাজার কৃষক পরিবারকে বিনামূল্যে কৃষি উপকরণ ও সার বিতরণ করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিন বাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও পিএলসি চেয়ারম্যান এম এ খাঁন বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালীর রিজিওনাল হেড ফরিদ উদ্দিন চৌধুরী ভূঁইয়া, চৌমুহনী শাখার প্রধান মাহবুব জামিল। এ সময় প্রধান অতিথি উপজেলার ১৬ ইউনিয়নের কৃষকদের জন্য দুই হাজার বস্তা ইউরিয়া সার কৃষক প্রতিনিধিদের হস্তান্তর করেন। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮

লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন চার শতাধিক বাংলাদেশি
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন লেবাননে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি। চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয় তাদের। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার (১৪ জানুয়ারি) বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসাসেবা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম।  বিনামূল্যে চিকিৎসা নিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন চার শতাধিক বাংলাদেশি। ভবিষ্যতেও লেবাননে দায়িত্বরত বিভিন্ন এনজিওর সমন্বয়ে প্রবাসীদের জন্য আরও বড় পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান। ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। অর্থনৈতিক সংকটে ওষুধের চড়ামূল্যের কারণে প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দায়িত্বরত তিনটি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন ইসতিয়াক জাহান ফারুকী, দূতালয় প্রধান ও কাউন্সিলর মো. বাকি বিল্লাহ, শ্রম সচিব মো. আনোয়ার হোসাইনসহ দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা।  
১৬ জানুয়ারি ২০২৪, ১১:১৯

বগুড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 
বগুড়ার সারিয়াকান্দিতে গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে এ কর্মসূচি পালিত হয়। পৌর এলাকার বিধবা রমিছা বেগম (৭৫) বাস করেন একটি ছোট্ট কুঁড়েঘরে। গত কয়েকদিন ধরেই তিনি শীতে কষ্ট করছেন। শীত নিবারণের জন্য কোনও গরম কাপড় তার ঘরে নেই। সেনাবাহিনীর কম্বল পেয়ে তিনি খুব খুশি। রমিছা বেগম বলেন, কয়দিন থেকে শীতে খুব কষ্ট করছি। কেউ কোন খোঁজ খবর নেয়নি। আজ কম্বল পেয়ে তিনি খুবই খুশি। কথা হয় বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নারচী গ্রামের আবেদিন জয়নাল টুকুর (৭০) সাথে। তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। সেনাবাহিনীর সদস্যরা চিকিৎসা সেবা দেবে একথা জেনে তিনি এসেছেন চিকিৎসা নিতে। বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেয়ে তিনি খুবই খুশি। সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক এ উপজেলার মোট ৪০০টি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।  শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, বিএ-৭১৭৮ লে. কর্নেল এস এম সুদীপ্ত শাহীন, পিপিএম (বার), পিএসসি, অধিনায়ক, অগ্রগামী ঊনষাট। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি ও বগুড়া সেনানিবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা।
১০ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়