• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করলো হল কর্তৃপক্ষ। ১০০ টাকার টিকিট কাটলেই মিলছে এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়।  বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও বিরিয়ানির এই বিশেষ অফারের কারণে বর্তমানে বেড়েছে দর্শক সমাগম— এমনটাই মন্তব্য হল কর্তৃপক্ষের।  এ ব্যাপারে কথা হয় হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের হলে দর্শকের জন্য আসন রয়েছে ৫০০টি। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। বিশেষ অফারে প্রতিটি টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে। এই অফার কতদিন চালু থাকবে জানতে চাইলে তিনি আরও বলেন, আগামী এক মাস খাবারের এই অফার চালু থাকবে।  বর্তমানে ঝংকার সিনেমা হলে ‘লিপস্টিক’ সিনেমার চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) চলছে। তবে তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলে দর্শক কিছুটা কম থাকলেও বাকি দুটি শো-এ দর্শক সমাগম বেশি থাকছে বলে জানা যায়।
২২ এপ্রিল ২০২৪, ১০:০০

চকলেটের প্যাকেট খুলে হতবাক সোহম
চকলেটের প্যাকেট খুলে হতবাক পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। প্যাকেট খুলেই চকলেটে পোকা দেখতে পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন সোহম।   বুধবার (১৩ মার্চ) নিজের এক্সে (টুইটার) চকলেটের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন সোহম। ক্যাপশনে অভিনেতা লেখেন, ক্যাডবেরি চকলেটে পোকা দেখতে পাব, এমনটা কখনও কল্পনাও করিনি। এ ঘটনায় আমি খুবই হতাশ ও বিরক্ত। আপনি যদি আপনার প্রিয়জন কিংবা বাচ্চাদের ক্যাডবেরি চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করেন, সেটা হলে সাবধান হন! আমরা ক্যাডবেরি চকলেটে পোকা পেয়েছি।   সোহমের পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, চকলেটের প্যাকেটটি খোলা। আর চকলেটের ওপরে একটি পোকা। চকলেটে পোকা দেখে রীতিমতো সংস্থার ওপরে ক্ষুব্ধ হন সোহম। প্রসঙ্গত, সোহমের পরিবর্তী সিনেমা ‘ফেলু বকশি’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে  শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।    সূত্র : আনন্দবাজার     
১৪ মার্চ ২০২৪, ১১:৫৫

সিগারেটের প্যাকেট থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজির বেশি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।  সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি কনভেয়ার বেল্টে মালিকবিহীন সিগারেটের প্যাকেটটি কয়েকবার ঘোরার পর সন্দেহ হলে সেটি খুলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে কেউ এসব স্বর্ণ এনেছেন। 
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়