• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
কুষ্টিয়া-৪ আসন / নৌকায় ভোট দেওয়ায় কর্মীদের ওপর চলছে নির্যাতন, বাড়িঘর ভাঙচুর-লুটপাট
নৌকায় ভোট দেওয়ার কারণে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। যেসব এলাকায় নৌকা প্রতীকে বেশি ভোট পড়েছে, সেসব এলাকায় নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার কর্মীদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, চাঁদা আদায় করেছে। বেশ কয়েকটি পরিবার সব হারিয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়ে মানবেতর জীবন যাপন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রশাসন। জানা গেছে, গত ১০ জানুয়ারি  রাতে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর উথলী গ্রামে এশার নামাজ শেষে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকার কর্মী মোস্তফার বাড়ীতে হামলা চালানো হয়। বাড়িঘরের সবকিছু তছনছ করে দেওয়া হয়। সোনাদানা, কাপড়চোপর ও লোনের দুই লাখ টাকা লুটপাট হয়। সব হারানোর পরও দুধ ব্যবসায়ী মোস্তফা প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। তার স্ত্রী রুপালি খাতুন তিন সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবন পার করছেন।  একই রাতে ইউপি সদস্য বদিয়ার রহমান, সালাম ও কুতুবের বাড়িতেও হামলা চালানো হয়। যে চায়ের দোকানে নৌকার কর্মীরা চা খেত সেই চায়ের দোকানটিও ভেঙে দেওয়া হয়েছে। টেলিভিশন ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।  মোস্তফার স্ত্রী রুপালী খাতুন বলেন, তার সবকিছু শেষ করে দিয়েছেন হামলাকারীরা। ঘরের খাট, লোনে কেনা ফ্রিজ, সমস্ত আসবাবপত্র, ঘরের টিনের বেড়া সব কেটে কেটে আলাদা আলাদা করে দিয়েছে। লোনের দুই লাখ টাকা, গরু কিনবো বলে রেখেছিলাম সেটাও নিয়ে গেছে। ছেলে মেয়ের সোনার গহনা এমনটি কাপড়চোপড় নিয়ে গেছে তারা। শুধু দাড়িয়ে দাড়িয়ে ধ্বংস দেখছিলাম। কথা বলার ভাষাও ছিল না। স্বামী বাড়ীতে ছিল না। থাকলে কুপিয়ে তাকেও শেষ করে দিত। এখনও বাড়ী আসতে পারিনি সে। আর আমাদের খাবার কিছুও নেই। তার (স্বামী) অপরাধ সে নৌকায় ভোট করেছে। আমরা নৌকায় ভোট দিয়েছি। এই কেন্দ্রে নৌকা ফাস্ট হয়েছে। সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে হেরে যাওয়ায় নির্বাচিত স্বতন্ত্র এমপি আব্দুর রউফের লোকজন এই তান্ডব চালায়।  ইউপি সদস্য বদিয়ার রহমান বলেন, চরম আতঙ্কে রয়েছি। যে কোনো সময় হামলা হতে পারে। লোকজনরা চাঁদা ধরছে। চাঁদা দিয়ে নাকি এলাকায় থাকতে হবে।  এছাড়াও সান্দিয়ারা বশিগ্রামে নৌকার কর্মী তিন জনের বাড়ী থেকে চারটি গুরু ও তিনটি ছাগল ছিনিয়ে নেওয়া হয়েছে। নৌকায় ভোট দেবার কারণে টাবলুর কাছ থেকে গরু ছাগলসহ আরও ২০ হাজার টাকা চাঁদা নিয়েছে স্বতন্ত্র এমপির লোকজন।  কুমারখালীর কয়াতেও নৌকার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিও ছুড়েছে হামলাকারীরা। এসব ঘটনায় অন্তত ১০ জন নৌকার কর্মী আহত হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নির্যাতিতরা।  খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বলেন, নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ হেরে যাওয়ার পর থেকে বর্তমান এমপি আব্দুর রউফের সমর্থকরা জামায়াত বিএনপিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নিধন করছে। এটাই তার মূল উদ্দেশ্য। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।  কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে কুষ্টিয়ায় অন্তত ৫০টির মত সহিংস ঘটনা ঘটেছে যা উদ্বেগ ছড়াচ্ছে জেলাজুড়ে।   
১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫

অবৈধভাবে সিল মারা ৫৩ ব্যালট বাতিল
অবৈধভাবে নৌকায় সিল মেরে রাখার অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনায়) আসনের দোল্লাই নবাবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে।  এর আগে, নৌকায় সিল মেরে রাখা এসব ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে এলে ব্যালটগুলো বাতিল করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব বলেন, নবাবপুর কেন্দ্রে নৌকার সিল মারা ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। যারা আগেই নৌকা প্রতীকে সিল মেরেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন মুনতাকিম আশরাফ টিটু। এদিন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৬

নৌকায় জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ৫ বছরের জেল
কুড়িগ্রাম-৩ আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রকে (২২) ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।  রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চবিদ্যালয় ১১১ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটে।  জানা গেছে, ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা-২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।  আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেনকে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্র এবং প্রত্যাহারকৃত প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২২

নৌকায় জাল ভোটের অভিযোগে ধাওয়া-পাল্টাধাওয়া
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে নৌকার এক সমর্থক জাল ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেন। এ সময় গামছার সমর্থকরা তাকে ধরে ফেলেন। পরে বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিকে একই এলাকার ভোটার হওয়া সত্ত্বেও শাহীন আলম নামের একজনকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ওই পোলিং অফিসার শাহীন নৌকার পক্ষ নিয়ে কাজ করার অভিযোগ তুলে কাদের সিদ্দিকীর গামছা প্রতীকের সমর্থকেরা। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আবদুস ছালাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। প্রসঙ্গত, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তারা ছাড়াও আরও চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪০

নৌকায় ভোট দিয়ে যা বললেন শাহজাহান ওমর
দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম।  রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন কথা বলার সময় না। এদিকে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।  ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৫

নৌকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পর বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা। স্বজন ও প্রতিবেশীদের তথ্যমতে, তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দীন বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি। চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। এবারের নির্বাচনে এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে মাহবুব উর রহমান রুহেল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীনসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০

সোনার বাংলা গড়তে নৌকায় ভোট দিন : সোহেল তাজ 
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এখনও অনেক কাজ বাকি। কাজগুলো সম্পন্ন করতে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গাজীপুর ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বড় বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সোহেল তাজ বলেন, দুর্নীতি, অনিয়ম পিছনে ফেলে আমাদের নতুন প্রজন্মের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে জাতি নিজের অর্থ দিয়ে একটি দেশ স্বাধীন করতে পারে, সেই জাতি বীরের জাতি। আমাদের সামনে আরও কাজ রয়ে গেছে। কাজগুলো সম্পন্ন করতে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি সেই ভোট চাইতে এসেছি। তাজউদ্দীন আহমদের পুত্র বলেন, আমার বোন সিমিন হোসেন রিমি তার মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, সে ভালো কাজ করেছে।  আমাদের ভিতরে অনেকে বিবেদ সৃষ্টি করতে চায়। মনে রাখবেন, নৌকা আমাদের প্রাণের মার্কা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিমিকে নৌকা প্রতীক দিয়েছেন। রিমিকে নৌকা ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন।    তিনি বলেন, আমাদের সোনার বাংলার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। একটি মানুষও না খেয়ে মারা যাবে না। এমন একটি সোনার সুন্দর দেশ, যে দেশে সবার শিক্ষার অধিকার থাকবে। যে দেশে মানুষ সুন্দর-শান্তিতে বসবাস করতে পারবে। যে দেশে কোনো অনিয়ম থাকবে না, কোনো দুর্ণীতি থাকবে না। ন্যায়বিচার থাকবে, মানুষের সমান অধিকার থাকবে। ভোটারদের উদ্দেশে সোহেল তাজ বলেন, এখানে একটা কমন জিনিস হলো সবকিছুর মূলে আছে তাজউদ্দীন আহমদ। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন তাজউদ্দীন আহমদকে। ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছিলেন বারবার নৌকায় ভোট দিয়ে। আজ বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের মূল্যবান ভোটের কারণে সেদিন ইতিহাস সৃষ্টি করতে পেরেছিলাম।  গাজীপুর- ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়ার উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কাপাসিয়া তাজউদ্দীন আহমদের পূণ্য ভূমি। আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকা। আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের পাশে রেখে কাজ করার সুযোগ দেবেন।  তিনি বলেন, ‘কাপাসিয়াকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানুষের তথ্যের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। যে যে ধরনের কাজে দ্ক্ষ, তাকে সে ধরনের কাজে যুক্ত করা হবে।  স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোটেক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিমির বোন মাহজাবিন আহমদ মিমি, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও আজগর রশিদ খান, মিজানুর রহমান প্রধান বক্তব্য রাখেন।
০৪ জানুয়ারি ২০২৪, ২০:০১

৭ তারিখ নৌকায় ভোট দিয়ে পুনরায় আশ্রয় দেবেন : শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম ভোটারদের উদ্দেশে বলেছেন, মুক্তিযুদ্ধকালে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে আহত হয়েছিলাম। তখন আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এখন আবার আপনাদের কাছে এসেছি; আহত নয়, সুস্থ-সবল ব্যক্তি হিসেবে। আবার আহত হব যদি ৭ তারিখে আপনারা নৌকায় ভোট না দেন। ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে পুনরায় আশ্রয় দেবেন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার নিজগালুয়া-জীবনদাশকাঠি এলাকার পথসভায় এসব কথা বলেন শাহজাহান ওমর। শাহজাহান ওমর বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুরে গুলিবিদ্ধ হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এ এলাকাই আমার বিপদের মাঠ, সংগ্রামের মাঠ, মুক্তিযুদ্ধের মাঠ। অনেক স্মৃতিবিজড়িত এলাকা। এ এলাকার মানুষ সচেতন ও সক্ষম। তাদের কাছে আমার বলার তেমন কিছুই নেই। এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
০২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬

নোয়াখালী-৩ / নৌকায় ভোট দিলে পিষে ফেলার নির্দেশ আ.লীগ সভাপতির
নৌকা প্রতীকে ভোট দিলে  পিষে ফেলার নির্দেশ দিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ।  সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ‌ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।  ডা. এ বি এম জাফর উল্যাহ নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিগত ১১ বছর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের ভিডিওতে ডা. এ বি এম জাফর উল্যাহকে বলতে শোনা যায়, আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটাই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব বলছি, কাদিরপুরের একটা লোকও যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। আছে দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দেবেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, কাদিরপুর উপজেলা ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমুখ।  বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই একসময় নৌকার বিরুদ্ধে কাজ করেছেন।  নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০২ জানুয়ারি ২০২৪, ১৭:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়