• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।  ভারতের ১৮তম লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) এ মন্তব্য করেছেন তিনি।  দেশের আইনশৃঙ্খলা পরিচালনার কাজ এবং তা কার্যকরী করার সার্বিক ক্ষমতা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে জানিয়ে রাজীব কুমার বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনকিছুকে তোয়াক্কা করবে না। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সর্বোচ্চ ক্ষমতাবল প্রয়োগ করবে কমিশন। এ পরিস্থিতিতে ভারতে নকশাল দমনে কঠোর অবস্থান নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। সূত্র বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে মহারাষ্ট্রের গড়চি রৌলিতে নিহত হয়েছে চার মাওবাদী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সহিংসতা ছড়ানোর উদ্দেশেই তারা তেলেঙ্গানা থেকে গড়চিরৌলি ঢুকেছিল বলে জানিয়েছে পুলিশ।  মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার পুলিশ সুপার জানান, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে তৎপর হয়েছিল তেলেঙ্গানা রাজ্য কমিটির কিছু সদস্য।গতকাল সোমবার বিকেলে গোপন সূত্রে পুলিশের কাছে এই তথ্য আসে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট এলাকায় মাওবাদী অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডাররা। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটলে মারা যায় ওই চার মাওবাদী।  স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওইসব অঞ্চলে এখনও মাওবাদীরা লুকিয়ে থাকতে পারে এবং সে কারণে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে।
২০ মার্চ ২০২৪, ১০:৩৮

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য শপথ নিয়েছেন। ইতোমধ্যে শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ হয়। এরপর তাদের দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।
০২ মার্চ ২০২৪, ১১:৫৬

দায়িত্ব অবহেলায় সাপাহার কেন্দ্র সচিবকে অব্যাহতি
নওগাঁর সাপাহার উপজেলার একটি কেন্দ্রে দাখিল ও সমমান পরীক্ষা চলাকালে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যের হয়ে পরীক্ষা দিতে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের আটকের নির্দেশ দেন এবং বহিষ্কার করেন। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (কেন্দ্র সচিব) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাপাহার উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাপাহার উপজেলা সদরের সরফতুল্লাহ ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষার একটি কেন্দ্র। কেন্দ্রটিতে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৭৫ জন পরীক্ষা দিচ্ছে। গতকাল দাখিল পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। গতকাল অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্রের দেওয়া ছবি ও সাক্ষর যাচাই করে ১০টি প্রতিষ্ঠানের মোট ৫৯ জন পরীক্ষার্থী ভুয়া হিসেবে শনাক্ত হয়। এর মধ্যে আন্ধারদিঘী মহিলা দাখিল মাদরাসার ১৭ জন, তুলশিপাড়া মহিলা দাখিল মাদরাসার ১৪ জন, শিমুলডাঙ্গা দাখিল মাদরাসার ১১ জন, পলাশডাঙ্গা দাখিল মাদরাসার ৮ জন, দেওপাড়া-শিংপাড়া দাখিল মাদরাসার ৩ জন, মানিকুড়া দাখিল মাদরাসার ৩ জন, বলদিয়াঘাট মহিলা দাখিল মাদরাসার ২ জন এবং আলাদিপাড়া দাখিল মাদরাসার ১ জন পরীক্ষার্থীকে অন্যের হয়ে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়।  ইউএনও মাসুদ হোসেন বলেন, পরীক্ষা শুরুর আগে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ওই কেন্দ্রে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষা দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আগেই ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের সতর্ক করে দেওয়া হয় এবং প্রবেশপত্রের ছবির সঙ্গে প্রত্যেক পরীক্ষার্থীর ছবি ও সাক্ষর মিলিয়ে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়। যাচাই-বাছাই করে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী পাওয়া যায়। এরা সবাই দাখিল পরীক্ষার জন্য নিবন্ধিত প্রকৃত পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিচ্ছিল। ভুয়া পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হওয়ার পর তাদেরকে আটক ও বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। ওই সমস্ত পরীক্ষার্থীর প্রবেশপত্র জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটক পরীক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে বহিষ্কার ছাড়া তাদের বিরুদ্ধে অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়া হইনি। আটকের পর ওই সব পরীক্ষার্থীর অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ডেকে তাদের হেফাজতে দেওয়া হয় এবং পরবর্তীতে এ ধরণের জালিয়াতির সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে কর্তব্যে অবহেলার কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হওয়া আটটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তে এই জালিয়াতির সঙ্গে যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর বদলি পরীক্ষার্থীদের সংখ্যা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামসহ লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়িারি থেকে শুরু হওয়া দাখিল ও সমমানের পরীক্ষার গতকাল ছিল তৃতীয় বিষয়ের (আরবি দ্বিতীয় পত্র) পরীক্ষা। অন্যের হয়ে দুই বিষয়ের পরীক্ষা দেওয়ার পর তৃতীয় বিষয়ের পরীক্ষার দিন তারা ধরা পড়েছে। ইউএনও মাসুদ হোসেন বলেন, বহিষ্কার হওয়া পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত প্রকৃত পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল। এদের কেউ দশম শ্রেণি, আবার কেউ দাখিল পাশ করে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে দেওয়া স্বাক্ষর ও ছবি যাচাই করে প্রকৃত নিবন্ধিত পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মিল না পাওয়ায় তাদের ভুয়া পরীক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়।  আগের দুই বিষয়ের পরীক্ষার্থীতেও জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে কিনা এবং এর সঙ্গে কক্ষ পরিদর্শকেরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে। প্রমাণ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  এক কেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হওয়ার বিষয়ে ওই কেন্দ্রের কেন্দ্রসচিব ও সরফতুল্লাহ ফাজিল মাদরাসার সুপারিটেনডেন্ট মোসাদ্দেক হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি দাবি করেন, পরীক্ষা কেন্দ্রের ১০৪ নম্বর কক্ষের এক পরিদর্শক ওই কক্ষের পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর মিল না পাওয়ায় বিষয়টি জানান। এরপর বিষয়টি আমি ইউএনও স্যারকে অবহিত করি। এরপর ইউএনও স্যারের নির্দেশে কেন্দ্রের ৭৭৫ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র যাচাই করে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন পরীক্ষার্থীকে ভুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে।  এর মধ্যে ৪৪ জন ছাত্রী ও ১৫ জন ছাত্র। আগের দুই বিষয়েও সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য কক্ষ পরিদর্শকদের প্রতি আমার নির্দেশনা ছিল। এখানে আমার প্রতিষ্ঠান থেকেও ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে কেউ ভুয়া পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হইনি।  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩

ওয়াসার এমডি বারবার দায়িত্ব পাওয়ায় যা বললেন মন্ত্রী
নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বারবার দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (২১ জানুয়ারি) কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বারবার কেন ঢাকা ওয়াসার দায়িত্বে বর্তমান এমডি? এমন প্রশ্নে সাংবাদিকরা আমাকে বিভিন্ন সময় শক্ত করে ধরেছেন। বারবার সমালোচনা হয়েছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে নিয়ে। তারা বলেছেন, কেন বারবার ওয়াসা এমডি হিসেবে বর্তমান এমডি থাকেন। কেন এতবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রশ্নের জবাবে আমি সাংবাদিকদের বলেছি, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একজন কর্মকর্তা ২০, ৩০ অথবা ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। ওয়াসার এমডি বারবার কেন দায়িত্ব পেয়েছেন, কারণ তিনি তার যোগ্যতা সামর্থ্যের পরিচয় দিয়েছেন। নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে তিনি বারবার দায়িত্ব পেয়েছেন। তিনি আরও বলেন, রাজধানীর উন্নয়ন দেখেই বিবেচনা করা হয় একটা রাষ্ট্র কতটা উন্নত। সে কারণে ঢাকা ওয়াসাকেও এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে ঢাকা ওয়াসা তাদের গুণগতমান, অগ্রগতির দিক থেকে তার প্রমাণ দিয়েছে। ঢাকা ওয়াসা তাদের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং মানুষের চাহিদা পূরণ করেছে। এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। তাদের অগ্রগতি অবশ্যই প্রশংসনীয়।  তাজুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীরা তাদের এমডির নেতৃত্বে কাজ করে ঢাকা ওয়াসাকে এগিয়ে নিয়ে গেছেন। পানির দাম নিয়ে বিভিন্ন সমালোচনার সময় আমি বলেছি, ঢাকা ওয়াসার পানি উৎপাদনে খরচ হয় ২৬ টাকা থেকে ৩০ টাকা। ৩০ টাকা যদি উৎপাদন খরচ হয় তাহলে সেটা যদি আমি ১৫ টাকায় বিক্রি করি, তবে বাকি ১৫ টাকা আমি কোথা থেকে পাব? তাহলে এটা ভর্তুকি দিতে হচ্ছে। সারাদেশের মানুষের থেকে সরকার ট্যাক্সসহ বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করবে আর সেই অর্থ দিয়ে ওয়াসার পানির দাম না বাড়ানোর জন্য ভর্তুকি দিয়ে যাব? তিনি বলেন, একজন মানুষ গুলশানে বসবাস করে সেখানে তার প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হয়। কিন্তু ওয়াসার পানির দাম মাসে ১০০ বা ২০০ টাকা বেড়ে গেলে তাদের সহ্য হবে না। তাহলে কি গরিব মানুষের থেকে টাকা এনে সরকার এই গুলশানের মানুষের জন্য পানিতে ভর্তুকি দেবে? তাহলে গরিব মানুষের প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে তার কি হবে? তিনি আরও বলেন, ওয়াসার নিজেদের মধ্যেকার কোনো দুর্নীতির কারণে যদি পানির দাম বাড়ে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গরিব মানুষের টাকা এনে তা থেকে ওয়াসার পানির দাম কম রাখার জন্য ভর্তুকি দেওয়া হবে না।
২১ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সভায় এই দায়িত্ব গ্রহণ তারা। এ সময় ক্র্যাবের প্রধান উপদেষ্টা মধুসূদন মণ্ডল বলেন, যারা মারা গেছেন তাদের পরিবার নিয়ে বছরে একটি অনুষ্ঠান করা দরকার। আর একটি সুবিনর প্রকাশ করার উদ্যোগ নেওয়া দরকার যার নাম হবে ‘স্মরণ’। সভায় সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, খায়রুজ্জামান কামাল, পারভেজ খান, আবুল খায়ের, মিজান মালিক ও সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু এবং ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদায়ী কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদ এ সময় গত এক বছরের বিভিন্ন বিষয় তুলে ধরেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আগামী এক বছরের সম্ভব্য করণীয় বিষয় তুলে ধরে সকল সদস্যের কাছে সহযোগিতা কামনা করেছেন। সভায় নবনির্বাচিত কমিটির সহসভাপতি শাহীন আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার,  প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, কার্যনিবাহী সদস্য আলী আজম, মো. আবু দাউদ খান এবং শেখ কালিমউল্ল্যাহ উপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:২১

ট্রেনে আগুন লাগাতে নবী আসামিদের দায়িত্ব দেন : ডিবি
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেনে আগুন লাগাতে লালবাগ এলাকার কয়েকজন দাগি আসামিকে দেওয়া হয় দায়িত্ব। শনিবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। হারুন অর রশীদ বলেন, ট্রেনে আগুন লাগানোর ঘটনায় কাজী মনসুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, যুবদলের কয়েকজন নেতা ট্রেনে আগুন লাগানোর ঘটনার পরিকল্পনা করেছিলেন। তারা বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী ট্রেনে আগুন লাগানোর জন্য লালবাগ এলাকার কয়েকজন দাগি আসামিকে দায়িত্ব দেন। এই ঘটনায় অর্থ সহায়তা এবং পরিকল্পনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী।   ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান বলেন, আলামত হিসেবে নাশকতার পরিকল্পনাকারীদের ভিডিও কনফারেন্সে ব্যবহৃত মোবাইল ফোন, নগদ অর্থ, মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ।   এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরে প্রবেশের সময় একটি কামরায় আগুন দেয় নাশকতাকারীরা। এতে যাত্রীরা যে-যেভাবে পারেন কামরা থেকে বেরিয়ে আসেন। এ সময় এক যুবক আগুনে আটকা পড়েন। তিনি বেশ কিছুক্ষণ আগুনের ভেতরেই দৌড়ঝাঁপ করে বাঁচার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত আর পারেননি।   আগুনের এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ ৮ জনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪

দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব : নুর
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। তাই দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।  এ সময় নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল এবং ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালন করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়