• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব : নুর

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:১৮
দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব : নুর
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। তাই দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল এবং ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালন করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
আবারও রাজপথে মুখোমুখি হচ্ছে আ.লীগ-বিএনপি
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
X
Fresh