• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে চাচা-ভাতিজির। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)। তারা বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পঁচাপুকুর পাড় এলাকায় একটি অটোরিকশাকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলেএ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ট্রেনটি আটকা পড়ায় সাময়িক বন্ধ হয়ে যায় জামালপুর-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। রাত ১২টায় ট্রেনটি জমালপুরের উদ্দেশে ছেড়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন অতিক্রম করে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি এলাকায় মিন্টু কলেজ ও নতুন বাজার রেলক্রসিংয়ের মাঝে পঁচা পুকুরপাড় এলাকায় ক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি অটোরিকশার ২ যাত্রীকে প্রায় একশ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। তাদের আর বাড়ি ফেরা হয়নি।
২৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম ফাইজুন্নেসা বেগম (৭০)। তিনি রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, স্বামীর বাড়ি রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরের পশ্চিম ঘোড়াদিয়াস্থ তার মেয়ের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে আসেন তিনি। রোববার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আরশীনগর রেল ক্রসিংয়ে আসলে ঢাকাগামী মালবাহী (পাথর বহনকারী) ট্রেনে কাটা পড়েন তিনি।  নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথরবহনকারী ট্রেনটি আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেলসড়ক পারাপারের সময় এক বৃদ্ধার মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
২১ এপ্রিল ২০২৪, ১৯:৩১

ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের আঙুল (ভিডিও)
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল ট্রেনে কাটা পড়েছে। রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  স্থানীয়রা জানায়, খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।   তার সাথে থাকা ছাত্র মাহতাব উদ্দিন আহমেদ বলেন, স্যার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সেসময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন। আর বাম পায়ের সবকটি আঙ্গুলই থেঁতলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চিকিৎসকরা এনেস্থেশিয়া দিয়ে ড্রেসিং করানোর প্রস্তুতি নিচ্ছেন। এরপর সার্জারি হতে পারে। হাসপাতালে নিয়ে আসা আনু মোহাম্মদের বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আনু মোহাম্মদ। আনু মুহাম্মদ দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়ানোর পক্ষে কাজ করছেন। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব। দেশের অর্থনীতিসহ মানবাধিকার প্রশ্নে সরব এই লেখক ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক।
২১ এপ্রিল ২০২৪, ১৪:১৪

ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকরিরত ছিলেন ও তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেললাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন,  কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল বিকাল ৬টার দিকে শহরগামী ট্রেনটি পিলখানা জামে মসজিদ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর বলে জানা গেছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।  তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কোমরের ওপর থেকে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, সে ভাসমান টোকাই অথবা আশপাশের বস্তির কোনো ছেলে হবে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে লাশ হস্তান্তর করা হবে।
১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫

ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রার চতুর্থদিনে সকাল থেকেই ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় প্রচুর যাত্রী ফিরছেন।  ঈদের পর বিশেষ ব্যবস্থাপনায় ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী ট্রেনে ফিরতি যাত্রা ঘোষণা করেছিল বাংলাদেশ রেলওয়ে। এতদিন অধিকাংশ যাত্রীরা নিজে ফিরলেও আজ থেকে পরিবার নিয়ে তাদেরকে ফিরতে দেখা গেছে। মঙ্গলবারের (১৬ এপ্রিল) ট্রেনের টিকিট ১০ দিন আগে বিক্রিও করে রেলওয়ে। সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের ফিরতি যাত্রার প্রথম তিনদিন খুব বেশি চাপ না থাকলেও এদিন চাপ ছিল অনেক বেশি। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন ছাড়তে দেরি করছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো অধিক যাত্রী নিয়ে ঢাকা প্রবেশ করায় যাত্রীচাপের যথাসময়ে স্টেশনে প্রবেশ করতে পারছে না। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে পৌনে ১২টা পর্যন্ত ঢাকায় ১৪টি ট্রেন এসেছে আর সবগুলোই ঢাকা ছেড়ে গেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় অনেক ছিল বেশি। কিছু ট্রেন দেরিতে ছাড়লেও শিডিউল জটিলতা নেই। বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে ঢাকামুখী আন্তনগর ট্রেনগুলোর ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করে ৩ এপ্রিল, ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করে ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করে ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করে ৯ এপ্রিল। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর দুই ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে বিক্রি করা হয়।  
১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৫

মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়ায় এক যুবককে আটক করে পুলিশ। এবার একই ব্যবসা করতে দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের ছুটিতে ঘরমুখি মানুষকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এবং উঠিয়ে এভাবে টাকা উপার্জন করতে দেখা গেছে বেশ কয়েকজনকে। জানা গেছে, ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে কয়েকজন নারী-পুরুষ ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করে ব্যবসা করেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো আসলেই মই ব্যবসায়ীরা নেমে পড়েন এ কাজে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাদের ডাকলে সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিতে দেখা গেছে। এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করেছেন তারা।  এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, এই রুটে দৈনিক ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে এখানে দুটি ট্রেনের স্টপেজ নেই। আমাদের স্টেশনে জিআরপি নেই বলে বিষয়টি নিয়ে কিছুই করার থাকে না। আর এ সুযোগ নিয়েছেন মই ব্যবসার সঙ্গে জড়িতরা। তবে যেসব জংশন স্টেশনে জিআরপি রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, ঈদের সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেন। ট্রেনের ছাদে জার্নি করা বেআইনি, তবু অনেকে না মেনে ঝুঁকি নিয়ে এভাবে যাত্রা করেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য সবাইর সচেতন হওয়া প্রয়োজন। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ট্রেনের ছাদে যাত্রা করা বেআইনি, এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। রেলওয়ে হেডকোয়ার্টার থেকে সিনিয়র অথরিটিরা প্রথম দিকে বিষয়টি তদারক করেছেন। কিন্তু তা মানেননি যাত্রীরা। তবে বর্তমানে ঈদের কথা বিবেচনা করে তাদের বিরক্ত করতে মানা করেছেন। আপাতত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কোনো নির্দেশনা নেই। প্রসঙ্গত, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়া মো. রবিউল নামের এক যুবককে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।  
১৩ এপ্রিল ২০২৪, ০০:৫৬

শেষ মুহূর্তে ট্রেনে অতিরিক্ত চাপ, ছাদে চড়েই ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী
ঈদযাত্রায় শেষ মুহূর্তে ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। স্টেশনে রাত থেকেই অপেক্ষা করতে গেছে ঘরমুখো মানুষদের। ট্রেনের ভেতরে চড়তে না পেরে অসংখ্য মানুষ ছাদে উঠে বাড়ির উদ্দেশে রওনা করছেন। যেকোনো মূল্যেই তাদের বাড়িতে যেতে হবে। তাই ঝুঁকি নিয়ে হলেও ঈদ আনন্দ উদযাপন করতে বাড়িতে যাচ্ছেন তারা। বাড়ির উদ্দেশে তাই নারী, পুরুষ, শিশুসহ ছাদে উঠেই ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়ছেন।  অতিরিক্তি যাত্রীর কারণে টিকিট কাটার পরও অনেকে নিজ সিটে বসতে পারেননি। ট্রেনের ভেতরে যেন পা ফেলার জায়গা নেই। ট্রেনের ছাদে চড়া এক যাত্রী বলেন, বাড়ি তো যেতে হবে। টিকিট নেই। দেশের জনগণের তুলনায় ট্রেনের সক্ষমতা খুবই কম। বাসে গেলে আরও ভোগান্তিতে পড়তে হবে। সেজন্য ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করেই গ্রামে যেতে হচ্ছে। আরেকজন যাত্রী জানান, তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন। টিকিট না পাওয়ায় এবং ভেতরে জায়গা না পেয়ে বাধ্য হয়েই তিনি ছাদে চড়ে রওনা দিয়েছেন।
০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৯

ট্রেনে ফিরতি যাত্রা : ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট গত ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
০৯ এপ্রিল ২০২৪, ০৯:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়