• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝায় ট্রাকের সঙ্গে সার বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টার ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
১৭ ঘণ্টা আগে

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ ধাক্কা দেওয়া ট্রাকটির চালক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার হজরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে।  পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুকনগর দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক আজ ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা তরমুজ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাঠ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী রাকিব হোসেন মারা যান। ওই কাঠ বোঝাই ট্রাকের চালক ছিলেন হযরত আলী।  এ ছাড়া তরমুজ বোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ট্রাক চালক হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাহার আলী শেখ ওরফে মোজা (৩৭) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোজাহার আলী উপজেলার পারকোল গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলীমুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একজন যাত্রীসহ ওই ভ্যানচালক অজ্ঞাত একটি ট্রাকের নিচে পড়েন। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। আহত হন যাত্রী নূরদহ গ্রামের মিজান সেখ (৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত ও আটক করার চেষ্টা করছে।
২৫ এপ্রিল ২০২৪, ১৩:০০

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বাসে থাকা আরও ১০ জন যাত্রী।  মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানার গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ফেনী সোনাগাজী এলাকার বাসিন্দা ও গ্রামবাংলা বাসের চালক মো. নুরের নবী শিমুল (২৪) ও কুমিল্লার বাসিন্দা বাসযাত্রী গৌতম ভৌমিক (৫০)।  প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী গ্রামবাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানা গেট এলাকা অতিক্রমকালে একই মুখী পণ্যবাহী একটি ট্রাকের পেছনে সজোর ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যাওয়া বাসের সামনে থেকে চালক শিমুল লাফিয়ে নিচে নামলে বাসটি চালককে চাপা দেয়। দুর্ঘটনায় চালক শিমুলের পাশাপাশি বাসের সামনের অংশে থাকা আরেক বাস যাত্রী গৌতম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হয় বাসে থাকা আরও ১০ যাত্রী। দুর্ঘটনা পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশ।  বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে  দুজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
০৯ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহের নান্দাইলে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পালিয়েছেন ট্রাক ও অটোরিকশার চালক।  সোমবার (৮ এপ্রিল) নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) এবং কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।  পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে সিনজিচালিত অটোরিকশাযোগে সাথী আক্তারের ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোণা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তাতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইদ্রিস আলীর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। তিনি বলেন, এ ঘটনায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।
০৮ এপ্রিল ২০২৪, ১৬:৩০

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গোলাম মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারের অদূরে এ দুঘটনা ঘটে।  নিহত গোলাম মিয়া উপজেলার কালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গোলাম মিয়া ভাদুরিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দলারদর্গাকে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
০৭ এপ্রিল ২০২৪, ২৩:৪৮

সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী নিহত
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামকস্থানে ফ্রেশ কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।  সোমবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। নিহত অপর একজনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।  এ ঘটনায় ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার শালিখা গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ফ্রেশের সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন।  এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেশ কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে আসছিল। চাঁদবিল মাঠের মধ্যে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মরদেহের ময়নাতদন্ত শেষে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।  প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই ট্রাকের ওই চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। সে কারণেই এ দুর্ঘটনা ঘটে। এর আগেও একই সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ চালকের ঘুমিয়ে যাওয়া, এমন অভিযোগ করেন স্থানীয়রা। একজন চালক টানা ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুম চোখে গাড়ি চালানোর বিষয়টিকে দুর্ঘটনার কারণ বলে মনে করেন তারা।  বিষয়টি নিয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তা না হলে এ দুর্ঘটনা আরও বাড়বে বলেও মনে করেন তারা।   
০১ এপ্রিল ২০২৪, ১৫:২১

বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
কক্সবাজারে বেড়াতে গিয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামুর চাকমারকূলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম আতিকুর রহমান (২৯)। তিনি রংপুরের মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আতিকুর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন। বিষয়টির নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী। তিনি বলেন, সেনাসদস্য আতিকুরসহ দুজন কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে চাকমারকূল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের ধাক্কায় দেয়। তিনি আরও বলেন, এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
২৫ মার্চ ২০২৪, ২২:৫৩

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
১৭ মার্চ ২০২৪, ১৩:০৮

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১ 
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে এ ঘটনা ঘটে।  নিহত চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত. শফিকুল ইসলামের ছেলে।  জানা গেছে, সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে আলু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।  
১৬ মার্চ ২০২৪, ১৪:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়