• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ২২:৩৭
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

কক্সবাজারে বেড়াতে গিয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামুর চাকমারকূলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম আতিকুর রহমান (২৯)।

তিনি রংপুরের মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আতিকুর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।

বিষয়টির নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী।

তিনি বলেন, সেনাসদস্য আতিকুরসহ দুজন কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে চাকমারকূল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের ধাক্কায় দেয়।

তিনি আরও বলেন, এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh