• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ব্যাটে-বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারীরা। ম্যাচ শেষে দলের সাফল্য নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সিলেট টেস্টে বড় অবদান রেখেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে আসল কাজটা করেছেন লঙ্কান পেসাররা। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট। সোমবার (২৫ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, এখানের উইকেট দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়।  ‘দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’ লঙ্কানদের একাদশে খেলা তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে তিনি বলেন, আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি। তিনি আরও বলেন, আসলে আমাদের দেশেও আমরা ৩ পেসার নিয়ে খেলে থাকি। যেকোনো উইকেটে যদি নতুন বলে সুইং থাকে, রিভার্স সুইং থাকে, উইকেট নেওয়ার সুযোগ থাকে।  ‘এখানেই (পেসারদের দিয়ে) উইকেট নেওয়ার সুযোগ থাকে অধিনায়কের কাছে। স্পিনারদের উইকেট খুব বেশি সাহায্য করছিল না। ফলে আমি পেসারদের খেলিয়ে খুশি।’
২৫ মার্চ ২০২৪, ২০:৩১

সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা, ধুকছে বাংলাদেশ
সিলেট টেস্টে লঙ্কারদের দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে লঙ্কানদের ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১১৯ রান তুলেছে সফরকারীরা। এতে ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে শ্রীলঙ্কা। শনিবার (২৩ মার্চ) দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ২০ বলে ১০ রান করে অভিষিক্ত নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। ১০ বলে ৩ রান করে রানার দ্বিতীয় শিকার হন কুশল মেন্ডিস। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকে আরেক ওপেনার দিমুথ কারুনারত্নে। তাকে সঙ্গে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ম্যাথিউস। ২২ বলে ২৪ রান করে তাইজুলের প্রথম শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার। শূন্য রানে দিনেশ চান্দিমালকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এতে দলীয় ৬৪ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে ডি সিলভাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কারুনারত্নে। ১০১ বলে ৫২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১১৯ রানে দিন শেষ করেছে লঙ্কানরা। ৪১ বলে ২৩ রান করে ডি সিলভা এবং ২ রানে অপরাজিত রয়েছেন ফার্নান্দো। বাংলাদেশের হয়ে এই ইনিংসে দুই উইকেট শিকার করেন নাহিদ রানা। এ ছাড়াও শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। এর আগে ৭ উইকেট হাতে নিয়ে ২৪৮ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশন খুব একটা ভালো কাটেনি শান্ত-লিটনদের। দলীয় শতরান পার হওয়ার আগেই ৫ উইকেট হারায় টাইগাররা।  মাহমুদুল হাসান জয় (১২), লিটন দাস (২৫) এবং শাহাদাত হোসেন দিপুদের (১৮) ব্যাটিং ব্যর্থতার দিনে একাই প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম। এই স্পিনারের ফিফটি না পাওয়ার আক্ষেপ (৪৭ রান) এবং শেষদিকে দুই পেসার খালেদ এবং শরিফুলের ৪০ রানের জুটিতে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১৮৮ রান জড়ো করে লাল-সবুজেরা। ২১ বলে ১৫ রান করে আউট হন শরিফুল ইসলাম। এরপর ২৮ বলে ২২ রান করে খালেদ আউট হলে ১৮৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফার্নান্দো। এ ছাড়া রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।
২৩ মার্চ ২০২৪, ১৯:১৬

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। হায়দ্রাবাদ টেস্টে পরাজয় দেখলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। বিশাখাপট্টনমের পর রাজকোটেও জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। এদিকে ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়ার পরই স্কোয়াডে পরিবর্তন আনতে চাচ্ছে ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচে জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ম্যান ইন ব্লু’রা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। চলতি সিরিজে সব থেকে বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। তিন ম্যাচে ১৩ দশমিক ৬৪ গড়ে এই পেসারের শিকার ১৭ উইকেট। এর আগে, রাজকোট টেস্টেও তার খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে শেষ পর্যন্ত খেলেছেন এই পেসার। মূলত ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দিতে চায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। চলতি সিরিজে এখন পর্যন্ত ৮০ ওভারের বেশি বল করেছেন ভারতীয় এই পেসার। বিশাখানপট্টনমে একই কারণে আরেক পেসার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিকে বুমরাহর বদলে নতুন করে স্কোয়াডে কেউ ডাক পাবেন কিনা, তা এখনও নিশ্চিত না।  তবে রাঁচিতে দলের সঙ্গে যোগ দেবেন মুকেশ কুমার। তৃতীয় টেস্টে তাকে বসিয়ে রঞ্জি ট্রফিতে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯

রাজকোট টেস্টে বড় সংগ্রহের পথে ছুটছে ভারত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল ভারত। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছে রোহিত-গিলরা। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) রাজকোটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি ভারত। ১০ বলে ১০ রান করে আউট হন যশ্বী জয়সওয়াল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শুভমান গিলও। ৯ বলে শূন্য রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। ১৫ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন রজত পাতিদার। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। দুজনের ব্যাট থেকে আসে ২০৪ রান। ১৫৭ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। ১৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাদেজা। ১৯৮ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত সারফরাজ খান। ৪৮ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি। ৬৬ কলে ৬২ রান করে রান আউট হয় এই ডান হাতি ব্যাটার। কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন জাদেজা। কুলদ্বীপ যাদবকে সঙ্গে নিয়ে ৩২৬ রানে দিন শেষ করেছে জাদেজা। কুলদ্বীপ ১০ বলে ১ রান করে  ২১২ বলে ১১০ রান করে অপরাজিত আছে জাদেজা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মার্ক উড। এ ছাড়াও এক উইকেট শিকার করেন টম হার্টলি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ডিএনএ টেস্টে এক জনের মরদেহ শনাক্ত
গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এলিনার চাচা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলিনা রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী। নজরুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় দগ্ধ এলিনা ইয়াসমিনের মরদেহ ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ‍্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেলিফোনে বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি এলিনার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে। তিনি বলেন, বাবার কুলখানি শেষ করে ৬ মাসের শিশু সন্তান, বোন, বোন জামাই ও তা‌দের দুই সন্তানসহ বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এলিনা। উল্লেখ্য, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন নিখোঁজ ছিল। এলিনা ইয়াসমিনের লাশ শনাক্ত গেলেও চন্দ্রিমা ও আবু তালহার মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

‘মাহমুদউল্লাহকে টেস্টে ফেরার জন্য অনুরোধ করেছিলাম’
দিনটা ছিল ২০২১ সালের ২৪ নভেম্বর, জিম্বাবুয়ে সিরিজ থেকে হুট করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার অনেকটা অভিমান করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন বলেন, টেস্ট থেকে মাহমুদউল্লাহর বিদায় নেওয়াটা ভুল ছিল। আমি রিয়াদকে অনুরোধ করেছিলাম টেস্টে ব্যাক করার জন্য।   এদিকে তামিমের হুট করে অবসরের সিদ্ধান্তর পর বড় ভাই নাফিস ইকবালকে ফোন করেছিলেন বলে জানান সুজন। তিনি বলেন, নাফিস (তামিমের ভাই) বলল আমাকে সে (তামিম) কারও সঙ্গে কথা বলতে চায় না। কেউ যদি কথা বলতে না চায়, দিন শেষে আমাদের সবারই একটা সম্মান আছে। আমি তামিমের সিনিয়র ক্রিকেটার, তামিমের আগে দেশকে প্রতিনিধিত্ব করেছি, অধিনায়কও ছিলাম।  চলতি বিপিএলে মাশরাফীর বিপিএল খেলা টুর্নামেন্টের ইমেজ সংকট তৈরি করে আকরাম খানের এমন মন্তব্যের জবাব দিয়েছেন খালেদ মাহমুদ। তিনি বলেন, মাশরাফী এখন জাতীয় দলে খেলছে না। ফ্র্যাঞ্চাইজি যেহেতু চাচ্ছে সে খেলুক। এই ফিটনেস যদি সে খেলতে পারে আমি কোনো ভুল দেখি না।   
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪

হার্টলির স্পিন ঘূর্ণিতে হায়দ্রাবাদ টেস্টে বিধ্বস্ত ভারত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও হারের স্বাদ পেয়েছে ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে স্বাগতিকদের ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩৬ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪২০ রান তুললে ২৩১ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে ২০২ রানে অলআউট হয় ভারত। এতে ২৮ রানের জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হার্টলি। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তবে ইনিংস বড় করতে পারেনি জয়সওয়াল। ৩৫ বলে ১৫ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শুভমান গিল। ২ বলে শূন্য রান করেন তিনি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। ৫৮ বলে ৩৯ রান করে টম হার্টলির বলে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ৪৮ বলে ২২ রান করে রুটে শিকার হন এই ডান হাতি ব্যাটার। ৪২ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। আরেক ভারতীয় তরকা ব্যাটার শ্রেয়াস আইয়ার ফেরেন ৩১ বলে ১৩ রান করে। ২ রান বরে জাদেজা রান আউট হলে, ভারতীয় শিবিরে হাল ধরেন শ্রীকার ভারাত ও রবিচন্দ্র অশ্বিন। ৫৯ বলে ২৮ রান করে হার্টলির বলে বোল্ড আউট হলে চাপে পড়ে ভারত। ৮৪ বলে ২৮ রান করে ফেরেন অশ্বিনও। শেষ দিকে মোহাম্মদ সিরাজ ৩০ বলে ১২ রান করে আউট হলে ২০২ রানে অলআউট হয় ভারত। এতে ২৮ রানের জয় পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত উইকেট শিকার করেন হার্টলি। এ ছাড়াও জো রুট ও জ্যাক লিচ একটি করে উইকেট শিকার করেন।
২৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৩

টেস্টে ওপেনিংয়ে স্মিথ, ওয়ানডেতে করবেন অধিনায়কত্ব
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্টিভ স্মিথ  অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তার ডেপুটি হিসেবে ট্রাভিস হেড দায়িত্ব পালন করবেন।  ঘোষিত স্কোয়াডে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একইভাবে মিচেল মার্শও বিশ্রামে রয়েছেন। এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স মরিস। অন্যদিকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এদিকে ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি ক্যারিবিয়ান বিপক্ষে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় স্মিভেন স্মিথকে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। মূলত আগ্রহের কারণেই টেস্টে ওপেনিং করবেন স্মিথ। ক্যামেরন গ্রিনও একাদশে ফিরতে যাচ্ছেন। বিকল্প হিসেবে থাকছেন ম্যাট রেনশ। দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলির মন্তব্য, যতটুকু জানি তার ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা বেছে নেওয়ার জন্য সে ভীষণ আগ্রহী ছিল। আমরা অত বেশি দূরে তাকাতে চাই না… স্মিথ মূলত এখানেই থাকতে চায়। আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হবে সিডনি ও ক্যানবেরায়। এর আগে, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি।  অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনেশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।   অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।  
১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৪

ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই
জয় দিয়েই ক্যারিয়ারের শেষ টেস্টটা রাঙিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে টানা তিন টেস্টে হেরে অজিদের মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান।  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্য গ্রিন ম্যানদের উইকেটে হারিয়েছে অজিরা। এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে হেরেছিল শান মাসুদের দল। এ নিয়ে টানা ষষ্ঠবার অজিদের মাটিতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ১৯৯৫ সালের পর তাসমান পাড়ের দেশটিতে কোনো টেস্টে জয়ের স্বাদ পায়নি দ্য গ্রিন ম্যানরা। এমনকি ড্রয়ের দেখাও পায়নি তারা। এর আগে, ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অপরাজিত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে দ্বিতীয় ইনিংসে তাদের দলের হাল ধরতে দেয়নি অজিরা। চতুর্থ দিনে ৪২ রান যোগ করতেই লায়নের শিকার বনে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামেন তিনি। রিজওয়ানের বিদায়ের দুই বল পর ফেরেন জামালও। কামিন্সের বলে হেডকে ক্যাচ দিয়ে থামেন তিনি (১৮)। এরপর হাসান আলী ৫ রানে ফিরলে ১১৫ রানে থামে দ্য গ্রিন ম্যানদের দ্বিতীয় ইনিংস।  এরপর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দেওয়া ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটের বিনিময়ে জয় পায় অজিরা। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৭ রান। ল্যাবুশেন করেন ৬২ রান। এর আগে, প্রথম ইনিংসে ৩১৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও স্বাগতিকদের ঘূর্ণি আর গতিতে ১১৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জস হ্যাজলউড চারটি ও লায়ন শিকার করেন তিনটি উইকেট।
০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৭

সিডনি টেস্টে লিড নিয়েও ঘুরে দাঁড়াতে পারল না পাকিস্তান
সিডনি টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এরপর অজিদের ২৯৯ রানে অলআউট করে ১৪ রানের লিডে এগিয়ে ছিল দ্য গ্রিন ম্যানরা। তারপরও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারল না বাবর-রিজওয়ানরা।  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। এতে ৮২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ফলে পার্থ ও মেলবোর্ন টেস্টের মতো সিডনিতেও হারের দ্বারপ্রান্তে শান মাসুদের দল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই স্টার্কের বলে বোল্ড আউট হন আব্দুল্লাহ শাফিক (০)। পরের ওভারে শূন্য রানে অধিনায়ক শান মাসুদকে সাজঘরে ফেরান হ্যাজেলউড। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত সাইম আইয়ুব। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। সাইম ৩৩ রানে আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন বাবর আজম। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাউদ শাকিল (২), সাজিদ খান (০), আগা সালমান (০) ও আমির জামাল শূন্য রানে আউট হলে, মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ৬ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এ ছাড়াও মিচেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনে। ৩৮ রানে স্মিথ আউট হলেও ১৩১ বল খেলে ফিফটি তুলে নেন লাবুশেনে। ৬০ রান করে লাবুশেনে আউট হলে, ১০ রান করে তাকে সঙ্গ দেন ট্রাভিস হেড। এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিচেল মার্শ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩৮ রানের ইনিংস খেলেন ক্যারি। ৫৪ রান করে মার্শ আউট হলে, আশা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। প্যাট কামিন্স (০), নাথান লায়ন (৫) এবং জশ হ্যাজেলউড শূন্য রানে আউট হলে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ১৪ রানের লিড পায় পাকিস্তান।
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়