• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

টেস্টে ওপেনিংয়ে স্মিথ, ওয়ানডেতে করবেন অধিনায়কত্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৪
স্মিথ
ছবি- সংগৃহীত

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তার ডেপুটি হিসেবে ট্রাভিস হেড দায়িত্ব পালন করবেন।

ঘোষিত স্কোয়াডে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একইভাবে মিচেল মার্শও বিশ্রামে রয়েছেন।

এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স মরিস। অন্যদিকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

এদিকে ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি ক্যারিবিয়ান বিপক্ষে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় স্মিভেন স্মিথকে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। মূলত আগ্রহের কারণেই টেস্টে ওপেনিং করবেন স্মিথ। ক্যামেরন গ্রিনও একাদশে ফিরতে যাচ্ছেন। বিকল্প হিসেবে থাকছেন ম্যাট রেনশ।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলির মন্তব্য, যতটুকু জানি তার ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা বেছে নেওয়ার জন্য সে ভীষণ আগ্রহী ছিল। আমরা অত বেশি দূরে তাকাতে চাই না… স্মিথ মূলত এখানেই থাকতে চায়।

আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হবে সিডনি ও ক্যানবেরায়। এর আগে, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনেশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবিতে ভর্তি হতে দিতে হবে ডোপ টেস্ট
স্মিথ-ম্যাগার্ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
থালাপতি বিজয়ের ‘হুইসেল পোডু’ গানে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
X
Fresh