• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই কহেল উদ্দিন (৬০) নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  নিহত কহেল উদ্দিন মুন্সী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার দুপুরে কহেল মুন্সী ও তার প্রবাসফেরত ছেলে শাহানুর বসতবাড়ির সীমানা পরিষ্কার করতে যান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫), তার ছেলে হৃদয় (২৪), স্ত্রী কুলসুম (৫৫), মেয়ে রোজিনা (২৮) ও নাতনি কণক (১৮) লাঠিসোঁটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে মারধর করে। সেই সঙ্গে অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করেন তারা। এতে কহেল মুন্সীসহ তার পরিবারের তিনজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা আরও জানান, আহতদের মধ্যে কহেল মুন্সী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপর আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত কহেল মুন্সীর মেয়ে রওশন আরা বলেন, দিন-দুপুরে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
১১ মার্চ ২০২৪, ১৮:৩৭

বড় ভাইয়ের পিস্তলের গুলিতে ছোট ভাই খুন
পটুয়াখালীর বাউফলে বড় ভাই মো. সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) মারা গেছেন।  সোমবার (১১ মার্চ) দুপুরে মো. সজিব হোসেনকে আটক করে পুলিশ। সাব্বির হোসেন উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাবুল সরদারের ছেলে।  আর আটককৃত মো. সজিব হোসেন বাউফল নবারুণ সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় সজিব হোসেন একটি পুরোনো পিস্তল নিয়ে নড়াচড়া করতে গিয়ে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়। সেই গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের ওপরে গিয়ে লাগে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, সাব্বিরকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সাব্বিরের পরিবার জানায়, রোববার বিকেলের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাত ১টার দিকে সাব্বির মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ মার্চ ২০২৪, ১৭:৩০

সিনেমাটি দেখে মনে হয়েছে অপুর ছোট ভাই জয় : অমিত হাসান
ঢাকাই চলচ্চিত্রে নায়ক ও খলনায়ক দুই জায়গাতেই যিনি সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি অমিত হাসান। ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অমিত হাসানের সম্পৃক্ততা।১৯৯০ সালের ৫ জানুয়ারি ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের পর্দায় তার অভিষেক ঘটে। তবে একক নায়ক হিসেবে অমিত হাসানের অভিষেক ঘটে মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবির মাধ্যমে। এরপর অমিত হাসান শেষ ঠিকানা, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিদ্রোহী প্রেমিক, জিদ্দী, ভালোবাসার ঘরসহ অসংখ্য ছবিতে অভিনয় করেন।  তিনি আরও বলেন, আমরা যেভাবে মূলধারার সিনেমা করে আসছি, সেভাবে সিনেমা বানাতে হবে। এখন কী বলব, রোশানের প্রথম সিনেমা ‘রক্ত’। জাজের দারুণ একটা ছবি। কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায়। পরীমনি ছিল। কী ছিল না সিনেমায়? কিন্তু সিনেমাটি চলল না। আবার বাপ্পী জাজের সিনেমা করছে। বাইরেও সিনেমা করছে। কেউ কি বলতে পারবে বাপ্পীর ওই সিনেমাটি লাইমলাইটে গেছে? ইমন, নিরবের কোন সিনেমা আছে, যেটা দিয়ে কাঁপায়া দিয়েছে। কেউ বলতে পারবে তাদের সিনেমা হেভি ব্যবসাসফল হয়েছে। ইদানীং অপু বিশ্বাস জয়কে নিয়ে সিনেমা করছে। তাদের জুটি কি দর্শক গ্রহণ করেছে? আমার দৃষ্টিতে পর্দায় দর্শক তাদের পছন্দ করেন না। কারণ, জয় অপুর চেয়ে অনেক ছোট। তাদের সিনেমাটি দেখে মনে হয়েছে অপুর ছোট ভাই জয়। প্রসঙ্গত, প্রসঙ্গত, শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে তিনি প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। বর্তমানে একই ধরনের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বর্তমানে ‘যন্ত্রণা’, ‘কিশোরী’ ‘বিট্রে’  ‘অপারেশন জ্যাকপট’  সহ বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এদিকে শোনা যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন।   
০৯ মার্চ ২০২৪, ২৩:১২

ঘুমন্ত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান। মেহেদী হাসান মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ছোট ভাই আওকত হোসেন ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খগেন্দ্রনাথ রায়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বছরখানেক ধরে মানসিক রোগে ভুগছিলেন মেহেদী হাসান। তিনি চিকিৎসাধীন ছিলেন। মানসিক সমস্যার কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। মায়ের অনুরোধে ছোট ভাই আওকত হোসেন জুয়েল বড় ভাইয়ের সঙ্গে ঘুমাতেন। মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাইকে জবাই করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে নিহতের বুকের ওপর বসে থাকেন বড় ভাই। পরে বিষ পান করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন মেহেদী হাসান। সকালে রক্তাক্ত অবস্থায় ছোট ভাইয়ের নিথর দেহ দেখতে পান পরিবারের অন্য সদস্যরা। তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।  এ সময় স্থানীয় ইউপি সদস্য বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যান।  এ সময় অভিযুক্ত বড় ভাইকে আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
০৫ মার্চ ২০২৪, ১৮:৩৩

৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আংটি বদল নিয়ে মুখ খুললেন সোহিনী
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ছয় বছরের ছোট এই গায়কের সঙ্গেই নাকি আংটি বদল করেছেন সোহিনী। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।   ভালোবাসার কাছে বয়স যেন কোনো বাধা নয়। সেটা আরও একবার প্রমাণ করলেন সোহিনী। ছয় বছরের ছোট প্রেমিকের গলাতেই মালা দিতে চলেছেন এই অভিনেত্রী। টলিপাড়ার গুঞ্জন রয়েছে, সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন সোহিনী-শোভন। যদিও এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা মুখে স্বীকার করেননি শোভন-সোহিনী। বাগদানের গুঞ্জন চাউর হলে নীরব ছিলেন দুজনেই। যদিও পরে শোভন বিষয়টি অস্বীকার করেন। এবার ভারতীয় গণমাধ্যমে বাগদান-বিয়ে নিয়ে কথা বলেন সোহিনী।  গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, আমার অনামিকায় কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে বিষয়টি হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী। এ সময় অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, শোভনকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না? জবাবে সোহিনী বলেন, চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। বেশির ভাগ সময় আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।  ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী। ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন তিনি। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সোহিনী। 
০৫ মার্চ ২০২৪, ১৩:০৪

ছোট ছেলেকে নিয়ে কেন অপরাধবোধে ভোগেন কারিনা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খান। সম্প্রতি তাদের ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মদিন উদযাপন করা হয়। তিন বছর পূর্ণ করল এই স্টারকিড। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজন করেন সাইফ-কারিনা। তবে ছোট ছেলেকে নিয়ে অপরাধবোধে ভোগেন এই অভিনেত্রী।   তিন বছরের জন্মদিন উপলক্ষে নতুন সাজসজ্জায় সারাদিন হইহই করতে দেখা যায় জাহাঙ্গীরকে। নানা রণধীর কাপুরের বাড়িতেই বসেছিল তার জন্মদিনের আসর। কিন্তু সবকিছু ভালোভাবে সম্পন্ন হলেও ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই অপরাধবোধে ভোগেন কারিনা। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী।    বাবা-মা দুজনই তারকা। তাই সবসময় সন্তানদের কাছাকাছি থাকতে পারেন না তারা। বাবা-মায়ের সঙ্গ ছাড়াই বড় হতে হবে, এতদিনে এসব বুঝে গেছে বড় ছেলে তৈমুর।  কারিনা বলেন, ছোট ছেলে জাহাঙ্গীরও এখন ভাইয়ের সঙ্গে থেকে থেকে অনেক কিছুই শিখছে। তবু জাহাঙ্গীরকে সময় দিতে না পারলে মন খারাপ হয় আমার। জাহাঙ্গীরের জীবনের প্রথম কনসার্টে থাকতে পারিনি। সে জন্য ভীষণ অপরাধবোধে ভুগী।    অভিনেত্রী আরও বলেন, জাহাঙ্গীরের যখন কনসার্ট ছিল, তখন একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ব্যস্ত ছিলাম। সাইফ ওর পরবর্তী সিনেমার রিহার্সাল ব্যস্ত ছিল। তবু সাইফই সামলান ছেলের কনসার্টের দিনটা।  কারিনার ভাষ্য, প্রথমবার মিস করলেও পরের বছর ছেলের সঙ্গে ওর অনুষ্ঠান দেখতে যাবেন তিনি। কারণ, এই অপরাধবোধ নিয়ে সারাজীবন থাকতে পারবেন না এই অভিনেত্রী। এছাড়াও ছেলের জীবনের আনন্দের মুহূর্তগুলোর সাক্ষী থাকতে চান কারিনা।   সূত্র : হিন্দুস্তান টাইমস
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২

অবশেষে ২৬ বছরের ছোট সেই শ্রীময়ীকেই বিয়ে করলেন কাঞ্চন মল্লিক
বহুদিন ধরেই প্রেম-বিয়ের গুঞ্জন উড়ছিল টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনকে বিয়ের মাধ্যমে সবকিছু বাস্তবে রূপ দিলেন এই যুগল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন তারা।  এদিকে  ভারতীয় গণমাধ্যমকে ২৭ বছর বয়সী শ্রীময়ী বলেন, এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু-জনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি। ৫৩ বছর বয়সী কাঞ্চনের সঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, আপাতত মায়ের কাছেই রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করব। এদিকে কিছুদিন আগে খবর চাউর হয়, আগামী ৬ মার্চ বিয়ে করবেন কাঞ্চন-শ্রীময়ী। তবে এ খবরও মিথ্যা নয়। কারণ, এদিন সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে। টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালে পিংকি অভিযোগ করেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এরপর কাঞ্চন-পিংকির মাঝে তৈরি হয় চূড়ান্ত তিক্ততা। দীর্ঘদিন আলাদা থাকার পর গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। আর এরই মধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩

ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা 
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজীকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার পরিবার।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, দুর্গাপুর গ্রামের টুকু মীনার স্ত্রী বিউটি বেগম (৪৫) ও তাদের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া (১৫)।  টুকু মীনা জানিয়েছেন, ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী পঙ্গুবাজারে ছিলেন। এ দিন সন্ধ্যায় তার মেয়ে লামিয়া বাড়ির উঠানে দাঁড়িয়ে দুলাভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় বড় ভাই হারুণ মীনা তাকে দূরে সরে গিয়ে আস্তে কথা বলতে বলেন। কিন্তু লামিয়া তার কথা না শোনায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। লামিয়ার মা বিউটি বেগম ঘর থেকে বেরিয়ে সেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একইসঙ্গে পাশের ঘর থেকে বেরিয়ে বড় ভাবী ও ভাইজীও চরম বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বড় ভাই, ভাবি ও ভাতিজি তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু ঘটে এবং গুরুতর আহত বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। লামিয়া স্থানীয় খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। ইতোমধ্যে তিনি দুটি পরীক্ষায় অংশগ্রহণও নিয়েছিলেন।  জোড়া খুনের কথা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। সদর উপজেলার ফুকরা এলাকা থেকে হারুণ মীনাকে আটক করা হয়েছে। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫

সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই
টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল।  রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পিবিআই এর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন। গত ১২ ফেব্রুয়ারি কালিাহতীর থানার পারখী বিল থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই। পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরি প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলের হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যান তিনি। এরপর থেকে সোহেল মোবাইল ফোন বন্ধ করে পলাতক ছিলেন। তিনি বলেন, টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে সোহেলের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে পিবিআইয়ের একটি আভিযানিক দল সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাজিপুর থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি দুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০

টাঙ্গাইলে সংসদ সদস্য ছোট মনিরকে গণসংবর্ধনা 
টানা দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য হিসেবে, নির্বাচিত হওয়ার তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপালপুর উপজেলায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।  গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল রৌফ চান মিয়া, অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ড. নূরনব্বী, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।  এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ছোট মনিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়