• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
রমজানে ক্লাস, অফিস ও বাসের সময়সূচি পরিবর্তন করল কুবি
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস, অফিস ও বাসের সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী এবং পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়গুলো নিশ্চিত করেন। সোমবার (১১ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাসে ক্লাস সময়সূচি থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস কার্যক্রম থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন ক্লাস ও অফিস চলাকালীন নামাজের বিরতি থাকবে দুপুর ১টা পনেরো মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। একই দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে নতুন বাসের সময়সূচি প্রদান করা হয়। যেখানে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা ১৫ মিনিটে একটি নীল বাস ও ৮টি লাল বাস, সকাল ১০টায় ৪টি নীল বাস ও ৬টি লাল বাস শহরের পূর্ব নির্ধারিত রুট থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে। পরবর্তীতে সকাল ১১টা ৪৫ মিনিটে ৬টি লাল বাস, দুপুর ১টা ৪৫ মিনিটে পাঁচটি নীল বাস ও সাতটি লাল বাস, বিকাল ৩টা ৩০ মিনিটে সাতটি নীল বাস ও আটটি লাল বাস ক্যাম্পাস থেকে পূর্ব নির্ধারিত রুটে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকাল ৫টায় শহরের টমছমব্রীজ রুটে তিনটি ও পুলিশ লাইন রুটে তিনটিসহ মোট ছয়টি নীল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
১২ মার্চ ২০২৪, ১৫:০৫

ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শনিবার (৯ মার্চ) ঢাকার এফডিসিতে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  ‘দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের ঘাটতি নেই’ এ শীর্ষক বিতর্কে সরকারি দল হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে ছিল গ্রিন ইউনিভাসিটি। বিতর্কে সরকারি দল অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাদিয়া আফরিন, শাকিল আহমেদ সবুজ, সাদিয়া আফরিন মোহনা, আরাফাত হোসাইন ও এনায়েত হোসাইন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, এমপি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বক্তব্য রাখেন দুর্যোগ সচিব মো. কামরুল হাসান এনডিসি, স্টাট বাংলাদেশ নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার, সার্ভিস রায়হান প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, যোগাযোগ বিশেষজ্ঞ তানজিনা শারমিন, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, সাংবাদিক অনিমেষ কর ও সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রশংসিত হলেও এখনো আমাদের উপকূলীয় অঞ্চলে অনেক মানুষ দুর্যোগ ঝুঁকিতে বসবাস করছে। দুর্যোগের কারণে বাস্তচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। দুর্যোগজনিত কারণে বাস্তুচ্যুত হয়ে অনেক মানুষ শহরে এসে ভীড় করছে। যারা পেশাহীন হয়ে নগদ দারিদ্র তৈরিসহ ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। বাস্তচ্যুত গৃহহীন এসব মানুষকে এখনও পুরোপুরি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে বাংলাদেশে ২০০ টি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। মোট ক্ষয়ক্ষতির ৮৫ শতাংশই হচ্ছে বন্যা, নদীভাঙ্গন ও ঘূর্ণিঝড়ের কারণে।  এ সময় তিনি দুর্যোগের ঝুঁকি হ্রাসে ১০ দফা সুপারিশ পেশ করেন।
০৯ মার্চ ২০২৪, ১৯:১২

নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কুবি শিক্ষক সমিতির জিডি
প্রায় সাত ঘণ্টা উপাচার্য দপ্তরে অবস্থানের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির পক্ষ থেকে এ সাধারণ ডায়েরি করেন তিনি। শিক্ষক সমিতির জিডিতে বলা হয়েছে, উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার পর ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন ও সাবেক শিক্ষার্থী (ছাত্রলীগ নেতা) ইমরান হোসাইনের নির্দেশে জোর করে উপাচার্যের দপ্তরে প্রবেশ করেন বিবাদীরা। এরপর তারা মারমুখী আচরণ করেন। তখন ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন শিক্ষকের উদ্দেশে বলতে থাকেন, ‘থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব।’ তখন শিক্ষকেরা প্রক্টরিয়াল বডির সাহায্য চান। কিন্তু প্রক্টরিয়াল বডির সদস্যরা এ ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা করেননি৷ উল্টো বিবাদীরা সাত-আটবার মারমুখী আচরণ করেন। এতে শিক্ষকরা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। সাধারণ ডায়েরিতে মোট নয় জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখিত ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. ইমরান হোসাইন, লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী অনুপম দাস বাধন, মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুল হাসান রকি, নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান, ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ইমাম হোসাইন মাসুম, বাংলা বিভাগের বর্তমান শিক্ষার্থী রাকিব হোসেন, রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম। এর আগে বিকাল চারটায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সে সময় উপাচার্য দপ্তরে বাকবিতণ্ডার আওয়াজ শুনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও কর্মকর্তারা উপাচার্য দপ্তরে জড়ো হন। তখন শিক্ষকদের সঙ্গে কয়েক দফায় ছাত্রলীগ নেতাকর্মী ও কর্মকর্তাদের কয়েক দফায় বাকবিতণ্ডা হয়। সার্বিক বিষয়ে উপাচার্য শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা শেষে বেরিয়ে যান। তবে শিক্ষকরা রাত ১০টা পর্যন্ত উপাচার্য দপ্তরে অবস্থান করে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করতে যান।  এ বিষয়ে অধ্যাপক ড. আবু তাহের বলেন, আজ আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে আমাদের ওপর কিছু সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দ্বারা হামলার চেষ্টা করা হয়। আমরা সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চাই এবং তারা সেটা দিতে ব্যর্থ হয়। যার ফলে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করি কিন্তু উপাচার্য আমাদের তার দপ্তরে রেখেই বাসভবনে চলে যান। যার ফলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভরসা হারিয়ে রাত ১ টায় রাষ্ট্রের প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতে সাধারণ ডায়েরি করেছি। জিডির তথ্য নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৯

কুবি শিক্ষক সমিতির নেতৃত্বে তাহের-মেহেদী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪-এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ রেজাউল করিম। ১৫ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের নীল দলের ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুধু সাধারণ সম্পাদক পদে লড়েন দুজন প্রার্থী। ভোটগণনা শেষে সাধারণ সম্পাদক পদে নীল দল সমর্থিত মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান পান ১৩০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন পান ৪১ ভোট। মোট ভোটার ছিলেন ১৭৪ জন। ঘোষিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে আছেন সভাপতি ড. মো. আবু তাহের, সহসভাপতি হিসেবে ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মো. তোফায়েল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান, কোষাধ্যক্ষ মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমানসহ কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মো. শামিমুল ইসলাম, ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, ড. মো. শাহাদাৎ হোসেন, স্বর্ণা মজুমদার এবং মাহমুদুল হাসান। ২০১৭ ও ২০১৮ সালের শিক্ষক সমিতির সভাপতি এবং নবনির্বাচিত সভাপতি ড. মো. আবু তাহের বলেন, শিক্ষক-শিক্ষার্থী একে অন্যের পরিপূরক। শিক্ষার্থীদের উন্নয়ন না হলে আমাদের ভালো লাগবে না। উভয়েরই উন্নয়নে এই সমিতির সদস্যরা কাজ করে যাবে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১ ডিসেম্বর তৎকালীন শিক্ষক সমিতির নির্বাচন ভণ্ডুল হওয়ার পর এক বছর বন্ধ ছিল শিক্ষক সমিতির কার্যক্রম।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫

বাতিল হলো কুবি শিক্ষকের প্রধানমন্ত্রী ফেলোশিপ
প্রায় চার বছর আগে প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার জন্য যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। তবে নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করতে না পারায় প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক মুশফিকা ইফফাত স্বাক্ষরিত এক পত্র প্রতিবেদকের হাতে আসলে মেহেদী হাসানের ফেলোশিপ বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পত্রে মেহেদী হাসানের প্রাপ্ত প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিলের বিষয় অবহিত করা হয়। এ ছাড়া দেড় বছরের কোর্সে ১২ ইউনিট ও কোর্স অধ্যয়নের শর্ত থাকলেও তিনি প্রথম বছরের মাত্র একটি ইউনিট বা কোর্স সম্পাদন করেছেন বলে জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে অস্ট্রেলিয়ার ম‍্যাকুয়ারি ইউনিভার্সিটিতে ১ বছর ৬ মাস মেয়াদী মাস্টার অব বিজনেস অ্যানালেটিকস কোর্সে অধ্যয়নের জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০১৯-২০ (২য় পর্যায়) প্রদান করা হয়। বর্ণিত ডিগ্রি অর্জনের জন্য ১.৫ বছরে তার ১২টি ইউনিট বা কোর্স অধ্যয়নের শর্ত থাকলেও তিনি ১ম বছরে মাত্র ১টি ইউনিট কোর্স সম্পন্ন করেন। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

ফ্যান বন্ধ করা নিয়ে রুমমেটকে পেটাল কুবি শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফ্যানের সুইচ বন্ধ করাকে কেন্দ্র করে শেখ সজীব নামে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে মারধর করেছে তারই রুমমেট আবু সাঈদ আহমেদ। আবু সাঈদ আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রভোস্ট বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী রুমমেট জানায়, শনিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে হলে ফিরে আসেন সজীব। এসে গরম লাগার কারণে রুমের ফ্যান ছেড়ে দিলে তার রুমমেট সাঈদ আহমেদ ফ্যান বন্ধ করতে বলে। এক পর্যায়ে সাঈদ নিজেই ফ্যান বন্ধ করে দেয়। পরে সজীব আবার ফ্যান ছেড়ে দিলে সাঈদ পুনরায় ফ্যান বন্ধ করে এবং ফ্যানের রেগুলেটর ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে সাঈদের বিছানার নিচে থাকা এসএস পাইপ নিয়ে সজীবকে আঘাত করেন। পরে অন্যান্য রুমমেট ও পাশের রুমের সহপাঠীরা এসে সজীবকে উদ্ধার করে এবং সাঈদকে আরেক রুমে নিয়ে যায়। এ ঘটনায় সজীব ডান হাতের বাহু, পেট এবং মাথার ডানপাশে আঘাত প্রাপ্ত হয়। পরে সহপাঠীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হুমায়ুন বলেন, হৈচৈ শুনে আমি ওই রুমে আসার পর দেখি সাঈদের হাতে রড এবং দুজন তাকে বাধা (সাঈদ) দেওয়ার চেষ্টা করছে। তবুও সাঈদ সজীবকে আঘাত করে। এ বিষয়ে আহত শেখ সজীব বলেন, গরম লাগার কারণে রুমের ফ্যান চালু করি। তখন সাঈদ সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ করতে বলে। আমি দুই মিনিট অপেক্ষা করতে বলি। কারণ, আমার গরম লাগছে। তখন সাইদ ফ্যান বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে ফ্যানের রেগুলেটর ভেঙে ফেলে। এ সময় আমি কারণটি জানতে চাইলে তিনি আমাকে গালি দেন এবং তার বেডের নীচ থেকে একটা পাইপ বের করে আমাকে জোরে আঘাত করেন।  তিনি বলেন, এর আগেও সাঈদ অনেককে মারধর করতে উদ্যত হয়। এখন আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই প্রভোস্ট স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।  তবে অভিযোগ অস্বীকার করে সাঈদ আহমেদ বলেন, বিকালে আমি রুমে শুয়েছিলাম। সজীব বাসা থেকে রুমে এসে ফ্যান ফুল স্পিডে ছেড়ে দেয়। ফ্যানে ময়লা থাকার ফলে পুরো রুমে ময়লা ছড়িয়ে পড়ে। ফলে আমি ফ্যান বন্ধ করে দিই। তখন সজীব বলে ফ্যান বন্ধ করলি কেন? এ সময় সজীব আবার ফ্যান ছেড়ে দেয়। পরে আবার আমি বন্ধ করে দিলে তখন সজীব আমাকে ধাক্কা দেয় এবং কথা কাটাকাটি হয়। তখন রুমে ব্যাচমেটরা চলে আসে। এক পর্যায়ে সজীব দুই লিটারের বোতল দিয়ে আমাকে আঘাত করে। পরে আমি ওকে পাইপ দিয়ে আঘাত করি।  এ বিষয়ে ভারপ্রাপ্ত হল প্রভোস্ট মু. আবু বকর সিদ্দিক বলেন, আমরা বিষয়টি অবগত আছি। কালকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।  প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, এটি হলের অভ্যন্তরীণ বিষয় তাই এটি হল প্রশাসন দেখবে। তবে হল প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়