• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ময়মনসিংহে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় সবিতা রাণী (৪৭) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেশরগঞ্জ বাজার কালাদহ সড়ক এলাকার ভাড়া বাসা থেকে এ নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। সবিতা রাণী সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামক একটি এনজিও সংস্থায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।  ফুলবাড়ীয়া থানার এসআই রাকিব ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভাড়া বাসায় থেকে সবিতা রাণী এনজিওতে চাকরি করতেন। সোমবার অফিস থেকে ফিরে স্বাভাবিক ভাবেই ঘুমাতে যান তিনি। এরপর সকালে বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।     পরিবারের বরাত দিয়ে এ পুলিশ সদস্য জানান, সবিতা রাণী আগে থেকেই প্রেসারের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে এখনই এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭

গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় আটক ৬
নওগাঁয় গ্রাহকের সঞ্চয়কৃত ২০ কোটি টাকা নিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় ডলফিন এনজিওর মালিক আব্দুর রাজ্জাকসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয় বিভিন্ন মালামাল। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিব ফেরদৌস। সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, নওগাঁ সদর উপজেলার ফতেপুর বাজারে ২০১৩ সালে ডলফিন নামে এনজিও খুলে গ্রামের সহজ সরল মানুষের কাছ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করেন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। হঠাৎ করেই সংস্থাটির পরিচালক আব্দুর রাজ্জাক অফিসে তালা ঝুলে ৩০০ বেশি গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব বাসস্ট্যান্ড থেকে আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে রাজ্জাকের বোন, স্ত্রী, এনজিওর সভাপতি, ম্যানেজার ও ক্যাশিয়ারকে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।   আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক স্বীকার করেন টাকা দুবাই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়