• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৫
ময়মনসিংহে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় সবিতা রাণী (৪৭) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেশরগঞ্জ বাজার কালাদহ সড়ক এলাকার ভাড়া বাসা থেকে এ নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

সবিতা রাণী সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামক একটি এনজিও সংস্থায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।

ফুলবাড়ীয়া থানার এসআই রাকিব ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ভাড়া বাসায় থেকে সবিতা রাণী এনজিওতে চাকরি করতেন। সোমবার অফিস থেকে ফিরে স্বাভাবিক ভাবেই ঘুমাতে যান তিনি। এরপর সকালে বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে এ পুলিশ সদস্য জানান, সবিতা রাণী আগে থেকেই প্রেসারের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে এখনই এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
যেদিন থেকে হজের প্রথম ফ্লাইট
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
X
Fresh