• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের দরিদ্র দুই হাজার কৃষক পরিবারকে বিনামূল্যে কৃষি উপকরণ ও সার বিতরণ করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিন বাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও পিএলসি চেয়ারম্যান এম এ খাঁন বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালীর রিজিওনাল হেড ফরিদ উদ্দিন চৌধুরী ভূঁইয়া, চৌমুহনী শাখার প্রধান মাহবুব জামিল। এ সময় প্রধান অতিথি উপজেলার ১৬ ইউনিয়নের কৃষকদের জন্য দুই হাজার বস্তা ইউরিয়া সার কৃষক প্রতিনিধিদের হস্তান্তর করেন। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮

সেনবাগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীর সেনবাগে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সেনবাগ উপজেলার কাদরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (আরটিভি প্রতিনিধি) জাহাঙ্গীর পাটোয়ারী, বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য সুবিমল কান্তি ভৌমিক নরেশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানসহ শিক্ষক বৃন্দ। প্রসঙ্গত, মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ, শিক্ষার্থীদের মেধা বিকাশে মেধা বৃত্তি, গরিব অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, গ্রাম পুলিশদের মধ্যে র্স্মাটফোন বিতরণ, বালাই দমনে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ, করোনাকালিন সময়ে মার্ক, হেন্ড ওয়াস, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজে কর্মসূচী পালন করছে।   
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়