• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৪
ছবি : আরটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা-নোয়াখালি রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, কৃষি বিভাগের প্রধান সফরুজ্জামান খান, ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরীসহ মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানগণ, প্রান্তিক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ৩ হাজার কৃষকের মাঝে ৩ হাজার বস্তা সার ও ১০টি পাওয়ার টিলার তুলে দেন অতিথিবৃন্দ।

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ও কৃষকদেরকে আবাদে উদ্বুদ্ধ করে মার্কেন্টাইল ব্যাংক বিভিন্ন ফসলের উন্নত বীজ, সার ও পাওয়ার টিলার কৃষকদের হাতে তুলে দিচ্ছে বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় 
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh