• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের আজ সোমবার (২২ এপ্রিল) থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হবে। আগামী ২ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে। রোববার (২১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভিসা সেবা দাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। ভিএফএস জানায়, ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে৷ ৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের (ওয়ার্ক পারমিট ভিসা) ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে৷ আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার (ওয়ার্ক পারমিট ভিসা) মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান। বিস্তারিত জানতে www.vfsglobal.com. এই ইমেইলে প্রবেশ করতে বলেছে ভিএফএস। ইতা‌লি যেতে ইচ্ছুক বাংলা‌দে‌শিদের দেশ‌টি‌তে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়। সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে বেশ ভোগা‌ন্তি‌তে পড়‌ছেন বাংলা‌দে‌শি কর্মী‌রা। তা‌দের অভিযোগ, ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট সহজেই মিলছে না।
২২ এপ্রিল ২০২৪, ০১:২৬

১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
একাদশ ঘোষণাতেই চমক রেখেছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তাই বলে পুরো ম্যাচের একাদশই পাল্টে ফেলা হবে, এটা ভাবাও অসম্ভব। সেটাই করে দেখালেন ইতালিয়ান কোচ। তবে পুরো বদলে ফেলা একাদশ নিয়েও খুব একটা সমস্যা হয়নি। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে রেড বুল এরিনায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ। এদিন ম্যাচজুড়ে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের শুরুতেই ইকুয়েডরের জাল খুঁজে নেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিছু সময় পরেই ব্যবধান বাড়ানোর কাছাকাছি গিয়েছিলেন জানিয়োলো। কিন্তু ইকুয়েডরকে রক্ষা করেন দলটির গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইতালি।  দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি তারা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিকোলো বারেলার গোলে লিড বাড়ায় ইতালি। ইতালির অধিনায়ক হিসেবে এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠে ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।
২৫ মার্চ ২০২৪, ১১:৫৫

চমক রেখে দল ঘোষণা ইতালির
ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি ফুটবল ফেডারেশন। তিনজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। তুরিনোর ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল বেলানোভা, হেলাস ভেরোনা মিডফিল্ডার মাইকেল ফোলোরানশো (২৬) ও উদিনেস স্ট্রাইকার লরেঞ্জো লুকা (২৩) প্রথমবারের মতো ইতালিয়ান জাতীয় দলে ডাক পেয়েছেন। সিরি-এ লিগে এবারের আসরে লুকা ৭ গোল করেছেন।  নাপোলির সাবেক কোচ স্পালেত্তি মূলত জার্মানিতে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ এর বাছাইপর্বের দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন। সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ছয়জন খেলোয়াড় এবারের দলে ডাক পেয়েছেন। ২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য গোল স্কোরিং ব্যর্থতা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেশির ইনজুরির কারণে সাসুলোর ডোমেনিকো বেরারদিও দল থেকে ছিটকে গেছেন। জেনোয়ার আর্জেন্টাইন বংশোদ্ভূত ফরোয়ার্ড মাতেও রেটেগুই দলে ডাক পেয়েছেন। তবে গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ খেলা ল্যাজিওর অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলে আবারও বাদ পড়েছেন।   আগামী ২১ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ভেনেজুয়েলা ও তিনদিন পর নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আজ্জুরিরা। ইউরো ২০২৪-এ গ্রুপ-বি’তে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। ইতালির স্কোয়াড : গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, মার্কো কারনেচ্চি, এ্যালেক্স মেরেত, গুগলিয়েমো ভিকারিও ডিফেন্ডার : ফ্রান্সেস্কো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলহান্দ্রো হুনগিরোনো, আন্দ্রে কামবিয়াসো, মাত্তেও ডারমেইন, গিওভান্নি ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিওর্গিও স্কালভিনি, ডেসটিনি উদোগি। মিডফিল্ডার : নিকোলো বারেলা, গিওকোমো বোনাভেঞ্চুরা, মাইকেল ফেলোরানশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লরেঞ্জো পেলেগ্রিনি। ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, লরেঞ্জো লুকা, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি, নিকোলো জানিয়োলো।
১৭ মার্চ ২০২৪, ০৯:৫৭

২০২৪ সালের কোটায় শুরু হচ্ছে ইতালির স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’
ইতালিতে ২০২৪ সালের কোটায় স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হতে যাচ্ছে আগামী মাসে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। জানা গেছে, এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। এত আগে ২০২৩ সালে ‘ক্লিক ডে’ শেষ হয় ১২ ডিসেম্বর।   এদিকে এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে, ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক বাংলাদেশি। চলতি বছর দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও, দালালদের অপতৎপরতায় ৬০ শতাংশ ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। গেল ডিসেম্বরে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লক্ষাধিক।  বৈধ পথে শ্রমিক নেয়ার উদোগ নেয়ার মধ্যেই এক শ্রেণির অসাধু দালালের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালিতে ঢুকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইতালির প্রধানমন্ত্রী
টানা চতুর্থ মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় বাংলাদেশে ও ইতালির মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক হয়েছে। এ উপলক্ষে ইতালীয় সরকারের পক্ষ থেকে আমি আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশে ও ইতালির বন্ধুত্ব দীর্ঘ ঐতিহ্যের। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি- বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখব। সেই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে একসঙ্গে কাজ করব। পরিশেষে, আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
১৫ জানুয়ারি ২০২৪, ২১:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়