• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চমক রেখে দল ঘোষণা ইতালির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৫
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি ফুটবল ফেডারেশন। তিনজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি।

তুরিনোর ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল বেলানোভা, হেলাস ভেরোনা মিডফিল্ডার মাইকেল ফোলোরানশো (২৬) ও উদিনেস স্ট্রাইকার লরেঞ্জো লুকা (২৩) প্রথমবারের মতো ইতালিয়ান জাতীয় দলে ডাক পেয়েছেন। সিরি-এ লিগে এবারের আসরে লুকা ৭ গোল করেছেন।

নাপোলির সাবেক কোচ স্পালেত্তি মূলত জার্মানিতে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ এর বাছাইপর্বের দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন। সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ছয়জন খেলোয়াড় এবারের দলে ডাক পেয়েছেন।

২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য গোল স্কোরিং ব্যর্থতা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেশির ইনজুরির কারণে সাসুলোর ডোমেনিকো বেরারদিও দল থেকে ছিটকে গেছেন। জেনোয়ার আর্জেন্টাইন বংশোদ্ভূত ফরোয়ার্ড মাতেও রেটেগুই দলে ডাক পেয়েছেন। তবে গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ খেলা ল্যাজিওর অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলে আবারও বাদ পড়েছেন।

আগামী ২১ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ভেনেজুয়েলা ও তিনদিন পর নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আজ্জুরিরা। ইউরো ২০২৪-এ গ্রুপ-বি’তে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

ইতালির স্কোয়াড :

গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, মার্কো কারনেচ্চি, এ্যালেক্স মেরেত, গুগলিয়েমো ভিকারিও

ডিফেন্ডার : ফ্রান্সেস্কো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলহান্দ্রো হুনগিরোনো, আন্দ্রে কামবিয়াসো, মাত্তেও ডারমেইন, গিওভান্নি ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিওর্গিও স্কালভিনি, ডেসটিনি উদোগি।

মিডফিল্ডার : নিকোলো বারেলা, গিওকোমো বোনাভেঞ্চুরা, মাইকেল ফেলোরানশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লরেঞ্জো পেলেগ্রিনি।

ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, লরেঞ্জো লুকা, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি, নিকোলো জানিয়োলো।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ঈদে ভক্তদের চমকে দিতে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ
X
Fresh