• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৪, ২০:১১
ছবি : সংগৃহীত

টানা চতুর্থ মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় বাংলাদেশে ও ইতালির মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক হয়েছে। এ উপলক্ষে ইতালীয় সরকারের পক্ষ থেকে আমি আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশে ও ইতালির বন্ধুত্ব দীর্ঘ ঐতিহ্যের। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি- বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখব। সেই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে একসঙ্গে কাজ করব।

পরিশেষে, আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী 
‘আইনগত সহায়তা পাওয়া দরিদ্র নাগরিকের অধিকার’
X
Fresh