• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির প্রগতি, মাইক্রোফাইন্যান্স বিভাগ ট্রেইনি ক্রেডিট অফিসার পদে সারাদেশে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক পদের নাম: ট্রেইনি ক্রেডিট অফিসার বিভাগ: প্রগতি, মাইক্রোফাইন্যান্স পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা  অভিজ্ঞতা: প্রয়োজন নেই  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই  কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে। তখন মাসিক বেতন ৩১,৯৫৯  টাকা হবে।  অন্যান্য সুবিধা: এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদে উন্নতির সুযোগ রয়েছে।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৪ পর্যন্ত।
১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫১

আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র 
বাংলাদেশে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সহায়তা করার ব্যাপারে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে এ আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদল।  মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লুবাখার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন তারা। শনি ও রোববার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদসহ সুশীল সমাজের নেতা ও শ্রমিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলের এই সফর প্রসঙ্গে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, 'কীভাবে একসঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম ও বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থে কাজ করা যায়, সে ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমরা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ।' মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী এবং দেশটির একক বৃহত্তম রপ্তানি বাজার। কীভাবে আমরা ব্যবসায়িক পরিবেশ উন্নত করে বাংলাদেশে বিনিয়োগকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারি? ওয়াশিংটন ডিসি থেকে আসা আমাদের নেতারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্থানীয় অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকৃষ্ট করে—এমন একটি ব্যবসায়িক পরিবেশ তৈরিতে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধিদল ও সাবের হোসেন চৌধুরীর মধ্যকার বৈঠক প্রসঙ্গে মার্কিন দূতাবাস বলেছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। জলাভূমি রক্ষা ও বন সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বায়ুদূষণ মোকাবিলায় তরুণ জলবায়ুকর্মীদের সহায়তা করা পর্যন্ত জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।' এছাড়া সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে দূতাবাস বলেছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্ব করেছে। জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় আট বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে। আমরা আগামী ৫০ বছর এবং তার পরেও অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির একটি অনুলিপি রোববার বাইডেনের বিশেষ সহকারী এইলিন লুবাখারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূল চিঠিটি হোয়াইট হাউসে হস্তান্তর করবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩

আকর্ষণীয় বেতনে স্নাতক পাসেই চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল চিঠিপত্রের ব্যবহারিক অভিজ্ঞতা। ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর চাকরির ধরন : ফুলটাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : নির্ধারিত নয় বেতন : আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১

আকর্ষণীয় সব ফিচার নিয়ে যাত্রা শুরু ‘রিভো’র
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড রিভো মোবাইল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে বাংলাদেশের সর্বত্র। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে আনুষ্ঠানিকভাবে কেক কেটে রিভো মোবাইল উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের পরিচালক ও লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। তিনি বলেন বেঙ্গল গ্রুপের সুনাম ধরে রাখবে রিভো মোবাইল এবং বিশ্বে বাংলাদেশের ফিচার ফোনের ব্র্যান্ড ছড়িয়ে দেবে রিভো মোবাইল। অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন গুণগতমান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার, ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবিএ উৎপন্ন করা হচ্ছে। এ ছাড়াও অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

র‌্যাংগস ইলেকট্রনিক্সে চাকরি, আকর্ষণীয় সুবিধাসহ পাবেন ট্যুর ভাতাও
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর  কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, দুপুরের খাবারের সুবিধা, ছয় মাস পরপর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:১১

আকর্ষণীয় বেতনে ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রার্থীর বিমানের কর্মক্ষমতা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। আগ্রহীরা ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস পদের নাম: এক্সিকিউটিভ-ফ্লাইট অপারেশনস যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটারে দক্ষতা, ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং ও ডকুমেন্টেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর। তবে নতুন চাকরিপ্রত্যাশীরাও আবেদন করতে পারবেন। আরও পড়ুন : চাকরি দিচ্ছে ওয়ালটন, ৪০ বছরেও আবেদন   চাকরির ধরন: পূর্ণকালীন প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়স: ২৪ থেকে ৩০ বছর বেতন: আকর্ষণীয় কর্মস্থল: ঢাকা অন্যান্য সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তকে মোবাইল খরচ, বিমা, গ্র্যাচুইটি, সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব ভাতা, সব ইউএসবিএ রুটে বিমানের টিকিট ছাড়সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

ইনস্টাগ্রামের আকর্ষণীয় ফিচার
বর্তমানে অবসর সময় কাটানোর জন্য আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। তবে এবার স্টোরিতে প্রোফাইল শেয়ারের ফিচার আনতে কাজ করছে ইনস্টাগ্রাম। ফিচারটি চালু হলে এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরিতে অন্য ব্যবহারকারীর প্রোফাইল শেয়ার করতে পারবে।  জানা গেছে, ফিচারটি চালু করার জন্য ইতোমধ্যেই কাজ চলছে। আগের মতো অ্যাড টু স্টোরি অপশনে গিয়েই অন্যের প্রোফাইল শেয়ার করা যাবে। এর ফলে ওই ইউজার অন্য ইউজারদের আমন্ত্রণ জানাতে পারবেন তার প্রোফাইল কিংবা পেজ ফলো করতে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আরো নতুন অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত হতে পারবে। অন্য ব্যবহারকারীদের প্রোফাইলের প্রচারণা চালানো যেন আরো সহজ হয় সেজন্য ফিচারটি আনা হচ্ছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে। অন্যান্য ইনস্টাগ্রাম প্রোফাইল স্টোরিতে দেখানোর মাধ্যমে প্লাটফর্মে ব্যবহারকারীদের অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের প্রচারণার জন্য ফিচারটি বেশ কাজে আসবে। ২০১৬ সালে ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিল স্টোরি ফিচার। যেখানে ইচ্ছা মতো ছবি কিংবা ভিডিও আপলোড করা যায়। ২৪ ঘণ্টা পর সেই ছবি-ভিডিও নিজে থেকেই উধাও হয়ে যায়। যতই দিন গড়িয়েছে, ততোই জনপ্রিয় হয়েছে এই ফিচার।  ইনস্টাগ্রাম রিলস অপশনটি চালু করার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এবারো নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর একটি ফিচার ইউজারদের হাতে তুলে দেয়া হচ্ছে। অতি শিগগিরই এবার এক ইউজার অন্য ইউজারের প্রোফাইলে নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ইনস্টাগ্রামে কবে থেকে যুক্ত হতে চলেছে, সে সম্পর্কে মেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
০১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়