• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠান্টিতে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ডিজিকন টেকনোলজিস লিমিটেড পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ১০,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩৪ বছর কর্মস্থল: ঢাকা (মহাখালী) আবেদনের নিয়ম: আগ্রহীরা Digicon Technologies Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৪ পর্যন্ত।
২৩ এপ্রিল ২০২৪, ১৭:০৩

সাপ্তাহিক ২ দিন ছুটিসহ চাকরি, লাগবে না অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স (ডব্লিউভি বিআরসিআর)। প্রতিষ্ঠানটি ডব্লিউএএসএইচ অ্যাসোসিয়েট (ইঞ্জিনিয়ার) পদে লোকবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স (ডব্লিউভি বিআরসিআর) পদের নাম: ডব্লিউএএসএইচ অ্যাসোসিয়েট (ইঞ্জিনিয়ার) কাজের ধরন: চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বেতন: আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বীমা  সাপ্তাহিক ছুটি: ২ দিন উৎসব বোনাস: ১ কর্মস্থল: কক্সবাজার (উখিয়া) আবেদনের করবেন যেভাবে: বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।  আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত।
২২ এপ্রিল ২০২৪, ০৮:৩৯

‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে তার সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।  মোহাম্মদ আলী আরাফাত বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে যে সহযোগিতার ক্ষেত্রগুলো রয়েছে সে বিষয়ে ভারতের হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দুই ঘন্টা সময়ব্যাপী একটি সমসাময়িক আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ও সংবাদ উপস্থাপন আমরা শুরু করতে যাচ্ছি। আন্তর্জাতিক মানে বিটিভিতে যে দুই ঘন্টার কার্যক্রম শুরু করা হবে সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে এবং বিশ্ব সংবাদ থাকবে। এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থাগুলো বিশেষ করে এএনআই (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল)-এর সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায় কীনা সে বিষয়টি নিয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। বিটিভির এ কার্যক্রম দিয়ে আমরা ভারতীয় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করবো।  প্রতিমন্ত্রী বলেন, ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সাথে একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের মতো আরো এ রকম চলচ্চিত্র যৌথ প্রযোজনা নির্মাণের সুযোগ আছে কীনা তা খুঁজে দেখার বিষয়গুলো আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, অপতথ্য ও অপপ্রচারের ব্যাপারে ভারতের যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের অভিজ্ঞতা, প্রক্রিয়া ও পদ্ধতিগুলো দুই দেশের মধ্যে বিনিময়ে করা হবে। এখানে কোন প্রশিক্ষণের প্রয়োজন হলে সে জায়গায় পারস্পরিক সহযোগিতা বিষয়েও আলাপ হয়েছে।  তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে যে ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার সুযোগ আছে, সে বিষয়গুলো নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। চলচ্চিত্র ও টেলিভিশনের ক্ষেত্রে ভারতের যেসব অভিজ্ঞতা রয়েছে সেগুলো আমরা যথাসম্ভব নেয়ার চেষ্টা করবো যাতে আমরা এসব ক্ষেত্রে আরও উন্নয়ন করতে পারি।    দর্শক চাহিদার আলোকে দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময়ের বিষয়টিও এ সময় উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
১৮ এপ্রিল ২০২৪, ১৭:৫৭

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির প্রগতি, মাইক্রোফাইন্যান্স বিভাগ ট্রেইনি ক্রেডিট অফিসার পদে সারাদেশে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক পদের নাম: ট্রেইনি ক্রেডিট অফিসার বিভাগ: প্রগতি, মাইক্রোফাইন্যান্স পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা  অভিজ্ঞতা: প্রয়োজন নেই  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই  কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে। তখন মাসিক বেতন ৩১,৯৫৯  টাকা হবে।  অন্যান্য সুবিধা: এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদে উন্নতির সুযোগ রয়েছে।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৪ পর্যন্ত।
১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫১

‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। এই ভালোবাসা দিবসে বেশ কয়েকটি কাজ তার মুক্তি পেয়েছে। এবার ঈদে ব্যস্ত আছেন ‘শেষমেশ’ নিয়ে। যেটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ইভানা তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি প্রকাশ করেননি তার চরিত্রের নাম ও ধরন। তবে আরটিভির সঙ্গে আলাপ হলে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কাজের অভিজ্ঞতা বেশ দারুণ ছিল। গল্প, নির্মাণ সব কিছুতেই দর্শক ভিন্নতা খুঁজে পাবে। পাশাপাশি প্রতিটা চরিত্রে ভিন্নতা থাকছে। যা আগের কোনো কাজে ছিল না।  নির্মাতা অমি বলেন, আমাদের আশপাশে ফ্যামিলি প্রিয় এমন অনেক ছেলে দেখা যায়। অনেকে রিলেট করবে। পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস থাকে, সেই লেয়ারগুলো তুলে ধরতে চেয়েছি। ঈদে আমার এই একটিমাত্র কাজ আসবে। তাই সবসময়ের মতো কাজে যত্নশীল ছিলাম। ঈদুল ফিতরে ক্লাব ইলিভেনের ইউটিউবে ‘শেষমেশ’ প্রচারিত হবে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন। ঈদের পরে শুরু হবে অমির ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের শুটিং। বহুল জনপ্রিয় এই কনটেন্টটি কোরবানির ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়ার কথা।
২৮ মার্চ ২০২৪, ২১:৩৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ 
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। ‘প্যাকেজ হ্যান্ডলার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। চাকরিতে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম: প্যাকেজ হ্যান্ডলার পদের সংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বনিম্ন ১৮ বছর কর্মস্থল: ঢাকা (তেজগাঁও, উত্তরা) আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
২৬ মার্চ ২০২৪, ১২:১৪

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার পদে অবেক্ষাধীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। যা যা প্রয়োজন- পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার পদসংখ্যা: অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি বা আইন  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেল অন্তত ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ-৪-এর স্কেল অন্তত ৩ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে বেতন: দুই পদেই নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রবেশনকাল হিসেবে কাজ করতে হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি স্থায়ী হলে নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে ছবি ও শিক্ষাগত যোগ্যতার সব সনদ স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৪ মার্চ ২০২৪, ১৩:৩০

সাক্ষাৎকারেই নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : আবুল খায়ের গ্রুপ পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সমমান অভিজ্ঞতা : প্রযোজ্য নয় বেতন: ২২,০০০-২৬০০০ টাকা চাকরির ধরন : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ বয়স : ২৪-৩২ বছর কর্মস্থল : যেকোনো স্থান ঠিকানা: আবুল খায়ের গ্রুপ, নাভানা এফএস কসমো, বাড়ি# ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২। সরাসরি সাক্ষাৎকারের সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সরাসরি সাক্ষাৎকারের তারিখ: ২৫ মার্চ, ২৮ মার্চ ২০২৪ এবং ১ এপ্রিল, ৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৩ মার্চ ২০২৪, ১২:১৮

অভিজ্ঞতা ছাড়াই টিআইবিতে চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজের ধরন: চুক্তিভিত্তিক চাকরি শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি বয়সসীমা: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আবেদন করতে ক্লিক করুণ এখানে। আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৯ মার্চ ২০২৪, ১০:৫১

বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে কেয়ার বাংলাদেশ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ। ‘ডেভেলপমেন্ট ট্রেইনি’ পদে জনবল নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ পদের নাম: ডেভেলপমেন্ট ট্রেইনি পদের সংখ্যা: ০৩ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ২০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা, গাইবান্ধা, বাগেরহাট (শরণখোলা) আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট https://career.carebangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মার্চ, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   
১৬ মার্চ ২০২৪, ০৩:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়