• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ২০:০৭
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। এই ভালোবাসা দিবসে বেশ কয়েকটি কাজ তার মুক্তি পেয়েছে। এবার ঈদে ব্যস্ত আছেন ‘শেষমেশ’ নিয়ে। যেটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

ইভানা তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি প্রকাশ করেননি তার চরিত্রের নাম ও ধরন। তবে আরটিভির সঙ্গে আলাপ হলে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কাজের অভিজ্ঞতা বেশ দারুণ ছিল। গল্প, নির্মাণ সব কিছুতেই দর্শক ভিন্নতা খুঁজে পাবে। পাশাপাশি প্রতিটা চরিত্রে ভিন্নতা থাকছে। যা আগের কোনো কাজে ছিল না।

নির্মাতা অমি বলেন, আমাদের আশপাশে ফ্যামিলি প্রিয় এমন অনেক ছেলে দেখা যায়। অনেকে রিলেট করবে। পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস থাকে, সেই লেয়ারগুলো তুলে ধরতে চেয়েছি। ঈদে আমার এই একটিমাত্র কাজ আসবে। তাই সবসময়ের মতো কাজে যত্নশীল ছিলাম।

ঈদুল ফিতরে ক্লাব ইলিভেনের ইউটিউবে ‘শেষমেশ’ প্রচারিত হবে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন।

ঈদের পরে শুরু হবে অমির ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের শুটিং। বহুল জনপ্রিয় এই কনটেন্টটি কোরবানির ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়ার কথা।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনট্যাক্ট লেন্স পরে যে ভুলে দৃষ্টি হারালেন অভিনেত্রী
অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ আর নেই
মা হলেন অভিনেত্রী রিচা চাড্ডা
আজ মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিন কাঁদছে: ইভানা