• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
চ্যাম্পিয়ন্স লিগে এখনও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ফুটবলের উজ্জ্বল তারকারা। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, অচিরেই কিলিয়ান এমবাপ্পেসহ অন্য তারকারা নিজেদের ফর্মে ফিরবেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচই দারুণ আনন্দ দিয়েছে সমর্থকদের। তবে বড় আসরে যে সমস্ত বড় তারকাদের দিকে চোখ ছিল, তারা কেউই সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। পিএসজির তারকা স্ট্রাইকার এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে হতাশ করেন। অন্যদিকে মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাদ্রিদের শীর্ষ গোলদাতা জুড বেলিংহাম সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ফর্মহীনতায় ভুগেছেন। এক সংবাদ সম্মেলনে মাদ্রিদ বসের মন্তব্য, ‘ধৈর্য ধরো, হতে পারে প্রথম লেগে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। কিন্তু এখনও ম্যাচ বাকি আছে, তাদেরকে সময় দাও। অবশ্যই তারা স্বরূপে ফিরে আসবে।’ আনচেলত্তি আরও বলেন, ‘২০ বছর বয়সী বেলিংহাম তার ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছেন। যদিও মৌসুমের শুরুতে তিনি যেভাবে গোল পেয়েছেন, সেই ধারা আর ধরে রাখতে পারেননি।’ মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এবার ২০ গোল করেছেন বেলিংহাম। তবে শেষ ১৩ ম্যাচে অবশ্য করেছেন মাত্র তিন গোল।  আনচেলত্তির ভাষ্য, ‘বেলিংহামের গোলের ধারা কিছুটা কমে গেছে, এটা বিস্ময়কর। কিন্তু সে নিজের দায়িত্বটুকু পালন করে চলেছে। মাঠে বেলিংহামের ভূমিকা একজন মিডফিল্ডারের। কিন্তু ফুটবলীয় ধারায় বলা যায় সে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে, কিছুই সে মিস করেনি। গোল করেছে, সতীর্থদের দিয়ে গোল করিয়েছে।’
১৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

অবশ্যই এই সরকারের পতন ঘটবে : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের পতন না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণতান্ত্রিক আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। আর অবশ্যই এই সরকারের পতন ঘটবে। শনিবার (৯ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক আন্দোলন সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও কখনও ব্যর্থ হয়নি। আজ নাহয় কাল এই ফ্যাসিস্ট দখলদার সরকারের পতন ঘটবেই। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই তিনি বলেন, এই সরকার জোর করে জনগণের ভোটের বাইরে ক্ষমতায় টিকে আছে। তারা লুটপাট করতে, চুরি করতে ক্ষমতায় টিকে আছে। তারা শুধু এদেশের মানুষকে কষ্ট দিতেই জানে। বিএনপির এই নেতা বলেন, আন্দোলন করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের বয়স হয়ে গেছে। তাই পরবর্তী প্রজন্মকে এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  আব্বাস বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা অনেক সহ্য করেছেন, আরও সহ্য করতে হবে। যদি বলেন, কতদিন সহ্য করতে হবে, এটা বলা সম্ভব না। তিনি বলেন, কারাগারে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্মম নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। এই নির্যাতন ও অত্যাচার যেভাবে সীমা ছাড়িয়ে গেছে এটা আর সহ্য করা যায় না, বর্ণনা করা যায়। তারপরও নেতাকর্মীরা মনোবল হারায়নি। তারা এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছোসেবক দলের সাদরেজ জামান, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, তাঁতীদলের আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
০৯ মার্চ ২০২৪, ১৬:৪৮

রমজান মাসে যে ৪ কাজ অবশ্যই পালনীয়
ক্ষমার মহান বারতা নিয়ে সমহিমায় হাজির হচ্ছে পবিত্র রমজান। মুমিনের হৃদয়মাত্রই প্রহর গুনছে রমজানের একফালি চাঁদের জন্য। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজানোর সুযোগও এনে দেয় রমজান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এ মাসে চারটি কাজ অবশ্যই করণীয়। দুটি কাজ এমন যে, তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। অবশিষ্ট দুটি এমন, যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই।’ এই চারটির মধ্যে একটি হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা, দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার করা। এ দুটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এ দুটি এমন বিষয়, যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন। (ইবনে খুজাইমা) রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ নেই।’ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, মাহে রমজানের ৩০ দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কলুষ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়া করা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত।
০৮ মার্চ ২০২৪, ১৮:৩৩

‘সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি, পরিচালকরা ডাকলে অবশ্যই যাব’
দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার আরেফিন রুমি। আবারও গানে নিয়মিত হয়েছেন তিনি। ইতোমধ্যে পড়শীর সঙ্গে তার গাওয়া ‘ওরে মন’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতা-দর্শকদের।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন রুমি। এ সময় গায়ক বলেন, পরিচালকরা ডাকলে চলচ্চিত্রে গান গাইবেন তিনি। রুমি বলেন, আমি তো আবার নিজেকে ১০ বছর আগের সময়ে ফিরিয়ে নিয়ে গেছি। বলা যায়, নতুন সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি। চলচ্চিত্রে কাজ বলতে— মোস্তফা কামাল রাজ মামা, শাহীন কবির টুটুল ভাই, মোস্তাফিজুর রহমান মানিক ভাইসহ হাতে গোনা কয়েকজনের সিনেমায় কাজ করেছি।    এ ছাড়া ১০ বছর আগে শাকিব খান অভিনীত ‘হিরো—দ্য সুপারস্টার’-এ একটি গান করেছিলাম। কিছুদিন আগে রাজ মামার ‘ওমর’ সিনেমার একটি গান করেছি। এরপরে আর আমাকে কেউ ডাকেননি, আমিও কারও সঙ্গে যোগাযোগ করিনি।     চলচ্চিত্রে গান করার বিষয়ে আক্ষেপ নিয়ে এই গায়ক আরও বলেন, চলচ্চিত্রে গান করার ক্ষেত্রে আমার কথা বাদই দিলাম। আমার ওস্তাদ হাবিব ওয়াহিদের মতো সংগীত পরিচালক কজন আছেন বাংলাদেশে? বছরে কয়টা চলচ্চিত্রের গান করেন তিনি? তাকে তো ডাকতে হবে! তার মতো সংগীত পরিচালক তো আর চলচ্চিত্রকারদের বলতে পারেন না ‘আমাকে একটি গান দেন’। ভক্তরা এখনও তার গানের অপেক্ষায় থাকে। অনেকেই বলেন, আমরা নাকি শ্রোতাদের বঞ্চিত করছি, নিয়মিত গান করছি না। কিন্তু কতক্ষণ নিজে থেকে গান তৈরি করা যায় বলুন? একটি গানের পেছনে অনেক শ্রম, অনেক খরচ আছে। চলচ্চিত্র নির্মাতারা আমার কাছে এসে বলুক গান করতে, আমি তাদের প্রস্তাব সাদরে গ্রহণ করব। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব শিগগিরই নতুন এক গায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন রুমি। বড় বাজেটে নাকি ভিডিও তৈরি হবে গানটির। তবে এখনই নতুন সেই কণ্ঠশিল্পীর নাম বলতে নারাজ তিনি। নতুন ওই গায়িকার সম্পর্কে রুমি জানান, মেয়েটির বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া সামনে পড়শীর সঙ্গে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে বলে জানান রুমি। তবে এবার তড়িঘড়ি না করে মনের মতো কিছু গান তৈরি করতে চান এই গায়ক। এমনকি নিজের কাছে ভালো না লাগলে সেই গান প্রকাশ করবেন না রুমি।     
১০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়