• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

অবশ্যই এই সরকারের পতন ঘটবে : আব্বাস

আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৬:৪৩
অবশ্যই এই সরকারের পতন ঘটবে : আব্বাস
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের পতন না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণতান্ত্রিক আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। আর অবশ্যই এই সরকারের পতন ঘটবে।

শনিবার (৯ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক আন্দোলন সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও কখনও ব্যর্থ হয়নি। আজ নাহয় কাল এই ফ্যাসিস্ট দখলদার সরকারের পতন ঘটবেই। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই

তিনি বলেন, এই সরকার জোর করে জনগণের ভোটের বাইরে ক্ষমতায় টিকে আছে। তারা লুটপাট করতে, চুরি করতে ক্ষমতায় টিকে আছে। তারা শুধু এদেশের মানুষকে কষ্ট দিতেই জানে।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের বয়স হয়ে গেছে। তাই পরবর্তী প্রজন্মকে এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আব্বাস বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা অনেক সহ্য করেছেন, আরও সহ্য করতে হবে। যদি বলেন, কতদিন সহ্য করতে হবে, এটা বলা সম্ভব না।

তিনি বলেন, কারাগারে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্মম নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। এই নির্যাতন ও অত্যাচার যেভাবে সীমা ছাড়িয়ে গেছে এটা আর সহ্য করা যায় না, বর্ণনা করা যায়। তারপরও নেতাকর্মীরা মনোবল হারায়নি। তারা এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছোসেবক দলের সাদরেজ জামান, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, তাঁতীদলের আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে দেশ : রিজভী
X
Fresh