• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
গত বছর জমকালো অনুষ্ঠান করে নারী ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত মাঠে আলো মুখ দেখেনি টুর্নামেন্টটি। তবে সব সংশয়কে উড়িয়ে নারী ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল (শনিবার) থেকে ৯ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে সাবিনা-সানজিদাদের লিগ। শুক্রবার (২৬ এপ্রিল) টুর্নামেন্টের প্রত্যেক দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে বাফুফে। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে গরম আরও বেশি অনুভূত হয়। এই অবস্থায় সকাল সাড়ে নয়টা ও বিকেল পৌনে চারটায় নারী ফুটবল লিগের ম্যাচ রেখেছে বাফুফে।  কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। তারপরও রোদের মধ্যে লিগ কেন, এই প্রশ্নের উত্তরে বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্লাডলাইটে খেলা চালাতে হলে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। আমাদের টাকা নেই। খুব কষ্ট করে আমরা স্পন্সর এনে খেলা আয়োজন করি। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের চিঠি দিয়েছে, ফ্লাডলাইট ব্যবহার করলে মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান করতে হবে। আমরা সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের খেলা চালিয়েছি। এতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টাকা লাগে। জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ বিভিন্ন ফেডারেশনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নতুন করে বিদ্যুৎ বিলের বোঝা আর নিতে চায় না ক্রীড়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই সম্প্রতি কমলাপুর স্টেডিয়ামের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা। তিনি বলেন, সম্প্রতি আমাদের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট ব্যবহারে ফেডারেশনকে ব্যয় বহন করতে হবে মিটার অনুযায়ী।’ হকি সহ অন্য ফেডারেশনগুলোতেও এই নিয়ম পালনের নির্দেশনা আসবে সামনে। ক্রিকেট বোর্ড অবশ্য বিল নিজেরাই প্রদান করে। নারী ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু এবারের লিগে অংশগ্রহণ করছে না দলটি। দল না গঠনের পাশাপাশি লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি।  বসুন্ধরার অংশ গ্রহণ না করার জানতে কিরণকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমরা বসুন্ধরাকে স্পন্সর ধরে ব্যানার ও নানা বোর্ড তৈরি করেছি। দুই দিন আগে তারা জানিয়েছে অনিবার্য কারণে পৃষ্ঠপোষকতা করবে না। তবে বসুন্ধরা না থাকলেও এবারের নারী লিগে বাফুফে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে। লিগে অংশগ্রহণকারীর ৯ ক্লাবের জন্য ৫০ হাজার টাকা, চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার্স আপের জন্য ৩ লাখ এবং সেরা খেলোয়াড়ের আর্থিক পুরস্কার থাকবে। এবারের লিগে বসুন্ধরা না থাকলেও নাসরিন একাডেমিতে ঠাঁই হয়েছে সাবিনা-সানজিদাদের। শিরোপা প্রত্যাশী দলটি সবচেয়ে শক্তিশালী। এরপরই রয়েছে আতাউর রহমান কলেজ ও আর্মি স্পোর্টস ক্লাব। এবারের লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবহিনী ফুটবল ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ দল, ফরাশগঞ্জ স্পোর্টিং, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স এফসি, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।
২৬ এপ্রিল ২০২৪, ২০:১৭

‘বিশ্বে মেয়েদের গানের দল হিসেবে হয়তো আমরাই প্রথম’
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা লোকগানের দল ‘মাদল’। পহেলা বৈশাখের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছে বাংলাদেশে। কাজসহ নানা বিষয় নিয়ে দলটি মুখোমুখি হয়েছিল আরটিভি অনলাইনের। ‘মাদল’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান দলনেতা শিখা ভট্টাচার্য্য বলেন, ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত ‘বর্ষবরণ উৎসব ১৪৩১’ দেখতে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো অন্যান্যবার এলে কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ভাইকে পাই। এবার এসে তাকে পেলাম না। তিনি আমাদের মাঝে আর নেই। তবে খুব মনে পড়ছে, তার সাথে কাটানো মুহূর্তের কথা। আমাদেরকে বোনের মতো স্নেহ করার কথা। এমন মনে হতো যে, আমরা যেন বাপের বাড়িতে বেড়াতে এসেছি। আর তিনি ভাই হয়ে আমাদের দেখভাল করছেন। কী খাব, কী পরব, কী করলে আমাদের ভালো লাগবে, সবই ছিল তার মূল কাজ। এখন তার স্ত্রীও তার মতো করে আমাদের খোঁজখবর নিচ্ছেন। অনুষ্ঠানে আসবার  জন্য আমন্ত্রণও জানিয়েছেন। তাইতো এসেছি প্রিয় বাংলাদেশে। তিনি আরও বলেন, বিশ্বে মেয়েদের গানের দল হিসেবে হয়তো আমরাই প্রথম। কারণ, অনেক দল হয়েছে। কিন্তু টিকে থাকেনি। আমরা সেই ২০০২ থেকে এখন অবধি আছি। কাজ করে যাচ্ছি। সবার ভালোবাসা পাচ্ছি। লোকগান পরিবেশনের পাশাপাশি বাংলাদেশে নতুন গান করার ইচ্ছাও পোষণ করলেন তিনি। বললেন, বাংলাদেশ লোকসঙ্গীতের রত্নভাণ্ডার। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে লোকগানের পাশাপাশি বাংলাদেশে কেউ যদি মনে করে, আমাদের দিয়ে, মাদলকে দিয়ে কোনো গান করাবে, তবে অবশ্যই আমরা সেই সুযোগটা নেব। এ ক্ষেত্রে আমাদের একটা চাওয়া, গানের কথা-সুর অবশ্যই পছন্দের হতে হবে। বাংলাদেশের আতিথেয়তায় আপ্লুত মন্তব্য করে শিখা ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশে আসার কথা উঠলেই দিন গুনতে থাকি কবে যাব। কারণ, এখানে এলে মনে হয় বাড়িতেই আছি। দারুণ আতিথেয়তা, দারুণ! ভাষায় প্রকাশ করে যার সবটুকু বোঝানো যাবে না।  শিখা ভট্টাচার্য্য ছাড়াও দলে রয়েছেন আরও ৫ জন নারী সদস্য। যারা হলেন শর্মিষ্ঠা চ্যাটার্জী, মালা চক্রবর্তী, টুপসী চ্যাটার্জী, পলাশপ্রিয়া ভট্টাচার্য্য ও সোনিয়া ঘোষ সেন। এ ছাড়াও রয়েছেন ৬ জন যন্ত্রশিল্পী। 
১৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৬

সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর
গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম শিরোপার পর অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে আবারও বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, ১৬ বছরের নিচের মেয়েরা ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমি ডাকবো এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব। এদিকে, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলার কন্যারা দারুণ খেলেছে। গত ম্যাচে তারা ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দেয়। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে।   
১১ মার্চ ২০২৪, ১৪:৩৫

ছেলে সেজে মেয়েদের বিয়ে, অতঃপর...
নিজে একজন মেয়ে হয়েও পুরুষের ছদ্মবেশ নিয়ে বিয়ে করেন মেয়েদের, এরপর তাদের বিক্রি করে দেন বিদেশে। আর এই অভিযোগেই এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আজাদ কাশ্মিরে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এক মেয়েকে পুরুষের ছদ্মবেশে আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) মিরপুর শহরে স্থানীয় মেয়েদের বিয়ের নামে বিদেশে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশিত হয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম নার্গিস। ভুক্তভোগী এক মেয়ের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নার্গিস নামের ওই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুরুষের ছদ্মবেশে থাকা ওই নারী নিজেকে শাবান বলে পরিচয় দিচ্ছিল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই নারী একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে, পুরুষের ছদ্মবেশ নিয়ে নার্গিস বিয়ের জন্য প্রায়ই আজাদ কাশ্মিরে আসতেন। পরে কোনও মেয়েকে বিয়ে করার পর সন্দেহভাজন এই নারী তার ভ্রমণবিষয়ক নথিপত্র তৈরি করত এবং বিদেশে বিক্রি করে দিত।
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়