• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে। জানা যায়, নিহত কাভার্ডভ্যান চালকের নাম আব্দুর রহিম (৩৫)। তিনি ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়নের দোলাইরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত ব্যক্তির নাম সারোয়ার হোসেন (৪৮)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার নগর সন্তোষ গ্রামের আবুল কাশেমের ছেলে এবং টোটাল ফ্যান কোম্পানির বিক্রয়কর্মী। ঘটনার বর্ণনা দিয়ে আহত সারোয়ার হোসেন বলেন, আমরা ঢাকা থেকে কোম্পানির কাভার্ডভ্যানে করে ফ্যান নিয়ে ভোর ৪টায় ফরিদপুরে যাই। সেখানে একটি দোকানে ফ্যান ডেলিভারি দিয়ে ঢাকায় ফিরছিলাম। পথে মজলিশপুর আখ সেন্টারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে আমাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুর রহিম মারা যান। সারোয়ার হোসেন আরও বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
১৫ ঘণ্টা আগে

‘ইউরোপিয়ান ক্লাসিকো’তে বায়ার্নের মুখোমুখি রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের এ দুই জায়ান্ট দল। এতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। রিয়াল মাদ্রিদ এ নিয়ে ৩৩বারের মতো সেমিফাইনাল খেলবে, অন্যদিকে বায়ার্নের ২১তম। সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার তালিকায়ও এই দুই দলই সেরা। দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। কয়েক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মাঠে শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলোত্তির দল।  এদিকে চলতি মৌসুমটা খুব ভালো কাটছে না তাদের। ১২ বছর বুন্ডেসলিগায় শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ডিএফবি কাপও জিততে পারেনি তারা। ফলে চলতি মৌসুমে জেতার মতো শুধু চ্যাম্পিয়নস লীগই হাতে আছে তাদের।  এছাড়া মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন কোচ টমাস টুখেল, চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাকেও রাজকীয় বিদায় দিতে চাইবে বাভারিয়ানরা। তবে এই রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করে সেমিফাইনাল নয় ফাইনাল হিসেবে দেখছেন বায়ার্ন কোচ টুখেল। তাই সেরা দল নিয়ে মাঠে নামতে চায় তারা। কিন্তু এই ম্যাচের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি জার্মান ক্লাবটি। অন্যদিকে সব দিক থেকে এগিয়ে থাকা রিয়াল একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে মাদ্রিদ বার্য়ান মিউনিখ ম্যাচের জন্য। রিয়াল মাদ্রিদ স্কোয়াড: গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, কেপা। ডিফেন্ডার: কারভাহাল, মিলিতো, আলাবা, নাচো, লুকাস ভাজকেজ, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, মেন্ডি। মিডফিল্ডার: বেলিংহাম, টনি ক্রুস, লুকা মদরিচ, কামাভিঙ্গা, ভালভার্দে, চৌমেনি, সেবেলোস, আরদা গুলার। ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জোসেলু, ব্রাহিম।
১৬ ঘণ্টা আগে

বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাস্থলে ২ জন নিহতের পর কক্সবাজার সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী খানখানাবাদ কুফিয়া ডোংরা এলাকার মৃত রমজান মিয়ার ছেলে দুলা মিয়া (৬০), একই উপজেলার বাহারছড়া ইলিশার মাহবুব আলমের স্ত্রী মাহমুদা (৪২), মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ (৬৫), নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম (৫৫) ও মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী সাইরা খাতুন (৬০)। কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের কর্মকর্তা নেছার আহমেদ জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে চোখের চিকিৎসা নিতে তাদের হাসপাতালে ২৬ জন এসেছিলেন। নিহতরা তাদের মধ্যে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত ছয় নারী-পুরুষকে দুপুর ১টার পর পৃথক পৃথক সময়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক। তিনি জানান, হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
২৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৬

বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে আলাদা গ্রুপে খেলবে বাংলাদেশ ও ভারত। তবে এই মহাযজ্ঞের আগেই রোহিত শর্মার দলের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে প্রতিবেশী দেশের বিপক্ষে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি ও বিসিবি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম। জানা গেছে, আসন্ন এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ একদম নিশ্চিত। তবে আইসিসি থেকে এই বিষয়ে চূড়ান্তভাবে জানানোর আগে এই বিষয়ে মন্তব্যে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।  এদিকে আইসিসির প্রতিটি ইভেন্টের আগে প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। তবে এবার যৌথ আয়োজক ও খরচ অনেক ব্যয়বহুল বিবেচনায় এই নিয়মে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। কোনো দল চাইলে সর্বোচ্চ দুটি, আবার একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে। অন্যদিকে বৈশ্বিক এই মহাযজ্ঞের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে শান্তর দল। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি। আর প্রস্তুতি ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ২৮ মে ও ১ জুন।  তাই ভ্রমণক্লান্তি বিবেচনায় বিশ্বমঞ্চের আগে বাংলাদেশ দুটি নাকি একটি ম্যাচ খেলবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। মূলত প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজমেন্টের ওপরই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে।
২৮ এপ্রিল ২০২৪, ১৩:০০

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. বায়োজিদ (২০) রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী।  আহত পাঁচ যাত্রী হলেন–নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন ও আবু সাঈদ। রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি, রংপুর কিশোরগঞ্জের জাহিদ হোসেন।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে যাওয়া আসাদ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানেই তারা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের সহকারীকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৮

বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (২৭ এপ্রিল) সকালে মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই সাঈদ মোড়ল (৪৫) নামে এক যাত্রী মারা যান। এ সময় আহত হন চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার। তিনি বলেন, আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২৭ এপ্রিল ২০২৪, ১৪:২৭

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝায় ট্রাকের সঙ্গে সার বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টার ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭

সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা।  আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজিচালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)। ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী। তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দুজন চালককে আটক করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১১:১২

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শহীদ দেওয়ান (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। ওই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদ দেওয়ান (৩৫)। তিনি পেশায় একজন সিএনজিচালক। সোমবার (২২ এপ্রিল) ভোররাতে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে শহীদ দেওয়ান সিএনজি নিয়ে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি চাপাইর সৌরভ গার্ডেনের সামনে সিএনজি নিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৩০) ও মিজানুর রহমান (৩২)। দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন এবং মিজানুর রহমান নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ। তিনি বলেন, লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১২:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়