• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২৪, ১৫:৪০
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শহীদ দেওয়ান (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। ওই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

নিহত হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদ দেওয়ান (৩৫)। তিনি পেশায় একজন সিএনজিচালক।

সোমবার (২২ এপ্রিল) ভোররাতে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে শহীদ দেওয়ান সিএনজি নিয়ে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি চাপাইর সৌরভ গার্ডেনের সামনে সিএনজি নিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি
গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
X
Fresh