• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২ মে) মাঠে নামবে দুই দল। এ ছাড়া আইপিএলসহ টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্রিকেট বাংলাদেশ-ভারত ৩য় টি–টোয়েন্টি  বিকেল ৪টা টি স্পোর্টস আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ–রাজস্থান রয়্যালস                                       রাত ৮টা স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস ফুটবল উয়েফা ইউরোপা লিগ  এএস রোমা–বেয়ার লেভারকুসেন রাত ১টা সনি স্পোর্টস টেন ২ অলিম্পিক মার্শেই–আটালান্টা                                     রাত ১টা সনি স্পোর্টস টেন ১     ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি–টটেনহ্যাম                    রাত ১২টা ৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১ টেনিস  মাদ্রিদ ওপেন                     বিকেল ৪টা সনি স্পোর্টস টেন ৫  
০২ মে ২০২৪, ০৮:১৬

সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তবে বিপরীত চিত্র সিলেটে। তীব্র গরমে রাজধানীবাসী যখন একটু বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনছে, ঠিক তখনই বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ নারী দলের খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বৃষ্টি থামেনি। বৃষ্টির আগ পর্যন্ত ১১ ওভারের খেলা মাঠে গড়িয়েছে। খেলা বন্ধের আগে ৫ উইকেটে ৭০ রান তুলেছে বাংলাদেশ। এর আগে, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ঝোড়ো শুরু করেন দিলারা আক্তার। তবে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। ৬ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তিনে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারিও দারুণ শুরু করেছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানের ইনিংস সাজান এই ব্যাটার। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি। তবে এদিন ব্যর্থ হন আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা টাইগ্রেস দলপতি। জ্যোতির বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই আরও ২ উইকেট হারিয়ে ফেলে। এরপরই বৃষ্টি নামলে ৫ উইকেট ৬৯ রান নিয়ে দ্রুত মাঠ ছাড়ে বাংলাদেশ।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
ঘরের মাঠে ভারত জাতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ এপ্রিল সিলেটে এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এদিকে প্রতিবারই মেয়েদের সিরিজের সম্প্রচার নিয়ে তৈরি হয় নানান জটিলতা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজও ইউটিউবে দেখানো হয়েছে। তবে এবার আর তেমনটি হচ্ছে না। দুই দলের মধ্যকার এই সিরিজটি টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে।  শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ এপ্রিল। অন্যদিকে ২ মে ও ৬ মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে। উল্লেখ্য, গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। সেবার নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আম্পায়ারিং নিয়েও অভিযোগ তুলেছিলেন তিনি। এমন কাণ্ডে আইসিসি থেকে শাস্তিও পেয়েছিলেন হারমনপ্রীত। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
২৭ এপ্রিল ২০২৪, ১০:২৮

বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজকের খেলা
সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফাইনালে আজ (১০ মার্চ) ভারতের মুখোমুখি বাংলাদেশ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রতিপক্ষ ম্যান সিটি। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপ : ফাইনাল বাংলাদেশ–ভারত                               বিকেল ৩টা ১৫ মিনিট, স্পোর্টস ওয়ার্কস ইউটিউব ইংলিশ প্রিমিয়ার লিগ  অ্যাস্টন ভিলা–টটেনহাম          সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট হাম–বার্নলি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ লিভারপুল–ম্যানচেস্টার সিটি     রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেল্‌তা ভিগো রাত ১১টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল বুন্দেসলিগা  ফ্রাঙ্কফুর্ট–হফেনহাইম রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ লেভারকুসেন–ভলফসবুর্গ                   রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ পাকিস্তান সুপার লিগ ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস বিকেল ৩টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস             লাহোর কালান্দার্স–কোয়েটা গ্ল্যাডিয়েটরস                     রাত ৮টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস    মেয়েদের আইপিএল দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, স্পোর্টস ১৮–১
১০ মার্চ ২০২৪, ১২:২৫

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি আরাকান আর্মির
বাংলাদেশ-ভারত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের পালেতওয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে তারা। খবর রয়টার্সের। আরাকান আর্মির মুখপাত্র রোববার রাতে জানিয়েছেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দর শহর পালেতওয়া জয় করেছে। শহরটি প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যের চাবিকাঠি।  আরও পড়ুন : ‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’   তিনি বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করব। খাইন থু খা আরও জানান, তারা শিগগিরই ওই এলাকার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলার দায়িত্ব নেবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মিয়ানমারের জান্তা সরকার। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এর আগেই যোদ্ধারা রাখাইনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।  দুই বছর আগে আরাকান আর্মি রাজ্যের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছিল। 
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়