• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দোহারে আলমগীর ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ২৩:০৩
ছবি: আরটিভি

উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার দোহারে মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন আহমেদ ঝিলু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বুধবার (৮ মে) রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

ফলাফলে জানা যায়, দোহারে চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন (আনারস) ৩৭ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহবুব কবির (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২৪৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ (তালা) ৪৯ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ৮ হাজার ২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (বিথী) ৩০ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতু চৌধুরী (ফুটবল) পেয়েছেন ২২ হাজার ৩৯৫ ভোট।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ঝিলু (আনারস) ৪১ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি ডা. মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া) পেয়েছেন ১২ হাজার ১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান (তালা) ৪৪ হাজার ৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দিলীপ কুমার মন্ডল (মাইক) পেয়েছেন ৫ হাজার ৮১৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম (কলস) ২৫ হাজার ১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপা কবির (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ৫৫৭ ভোট।

জানা যায়, দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ২৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৮২৩ ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৪৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। এছাড়া নবাবগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ২৫২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবারই বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প নেই: শেখ পরশ
সিইসিকে চাটখিলে এসে ভোট প্রত্যক্ষ করার আহ্বান চেয়ারম্যান প্রার্থীর
মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
X
Fresh