• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১৭:৩৫
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তবে বিপরীত চিত্র সিলেটে। তীব্র গরমে রাজধানীবাসী যখন একটু বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনছে, ঠিক তখনই বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ নারী দলের খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বৃষ্টি থামেনি। বৃষ্টির আগ পর্যন্ত ১১ ওভারের খেলা মাঠে গড়িয়েছে। খেলা বন্ধের আগে ৫ উইকেটে ৭০ রান তুলেছে বাংলাদেশ।

এর আগে, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ঝোড়ো শুরু করেন দিলারা আক্তার। তবে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। ৬ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

তিনে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারিও দারুণ শুরু করেছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানের ইনিংস সাজান এই ব্যাটার।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি। তবে এদিন ব্যর্থ হন আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা টাইগ্রেস দলপতি।

জ্যোতির বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই আরও ২ উইকেট হারিয়ে ফেলে। এরপরই বৃষ্টি নামলে ৫ উইকেট ৬৯ রান নিয়ে দ্রুত মাঠ ছাড়ে বাংলাদেশ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাটারিচালিত যানবাহন তৈরির পরামর্শ 
প্লে-অফে বৃষ্টি হলে আইপিএলের ফাইনালে যাবে কারা?
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য সামনে এলো
যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
X
Fresh