• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে পপুলার ফার্মা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম: মেকানিক/অ্যাসিস্ট্যান্ট মেকানিক/হেল্পার পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস অভিজ্ঞতা: মেকানিকের ক্ষেত্রে কমপক্ষে ১০ বছর, অ্যাসিস্ট্যান্ট মেকানিকের ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর, হেল্পারের ক্ষেত্রে কমপক্ষে ২ বছর।  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: সর্বোচ্চ ৪০ বছর  কর্মস্থল: গাজীপুর (টঙ্গী) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: বছরে ৩টি উৎসব বোনাস, প্রফিট বোনাস, ওভারটাইম লাঞ্চ / ডিনার, লাইফ ইন্স্যুরেন্স স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটিসহ প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৪

বেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণেই তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির পরিচালকের পদ ছাড়লেন। আরও পড়ুন : জোভানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী   রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয় বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান পাপন। এরপর  তার হাতে বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেক্সিমকো ফার্মা জানিয়েছে, নাজমুল হাসান কোম্পানিটির এমডির পাশাপাশি পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। আরও পড়ুন : ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ   সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’ মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনের সদস্যের বেলায়ও সংবিধানের এ ধারা প্রযোজ্য।  
১৪ জানুয়ারি ২০২৪, ১২:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়