• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।     নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) । তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।  তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। 
৭ ঘণ্টা আগে

ফিলিস্তিনিদের ত্রাণের ট্রাক লুট করছে ইসরায়েলিরা
ফিলিস্তিনের গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্মম আগ্রাসন মানবেতর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে সেখানকার বাসিন্দাদের। অবরুদ্ধ উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে শুধু গোলা-বারুদই নয়, তাদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার রাষ্ট্রটি। জাতিসংঘসহ বিভিন্ন দাতাসংস্থার ত্রাণ তৎপরতাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতানিয়াহুর সেনারা।  একদিকে সুপেয় পানির অভাব, অন্যদিকে দিনের পর দিন খেয়ে না খেয়ে বাঁচতে হচ্ছে গাজাবাসীকে। ছড়িয়ে পড়ছে রোগ, মৃতের সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে আহতের সংখ্যা, অথচ ওষুধ মিলছে না কথাও। এই যখন পরিস্থিতি, দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিনিদের অসহায়ত্বের ওপর আঘাত হানছে বেসামরিক ইসরায়েলিরাও। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির মাঝে যে যৎসামান্য ত্রাণ তৎপরতা চলছে, তাতেও পানি ঢেলে দিচ্ছে তারা; আটকে দিচ্ছে ট্রাক, লুট করে নষ্ট করছে ত্রাণ। মঙ্গলবার (১৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীদের বাধায় গাজায় পৌঁছাতে পারেনি ত্রাণবাহী ট্রাক। গতকাল সোমবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য যেতে থাকা ট্রাক অবরোধ করেছে তারা। ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো ফেলে দেওয়া হয়েছে রাস্তায় এবং ছিঁড়ে ফেলা হয়েছে শস্যের প্যাকেট। প্রতিবেদন অনুযায়ী, ট্রাক থেকে ফেলে দেওয়া এ ত্রাণগুলো হেবরনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল। অবরুদ্ধ গাজায় খাদ্য ও ত্রাণ সংকটে থাকা হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল এগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণের বাক্স ফেলে দিচ্ছে। এ ছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা তা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, এ বিক্ষোভের জন্য দেশটির ডানপন্থি গোষ্ঠী টিজাভ ৯ দায়ী। বার্তা সংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী বলেন, তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন, কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে। তাদের হাতে ইসরায়েলি সেনাসহ নাগরিকরা হত্যার শিকার হয়ে আসছে। হানা গিয়েত নামের এক বিক্ষোভকারী বলেন, জিম্মিরা সুস্থ ও জীবিত অবস্থায় ইসরায়েলে না ফেরা পর্যন্ত গাজায় কোনো ধরনের খাবার প্রবেশ করতে দেওয়া হবে না। এদিকে ত্রাণের ট্রাক লুটের এ ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বিক্ষোভকারীদের এই আচরণ ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’। হোয়াইট হাউস ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
১৪ মে ২০২৪, ১৫:০৮

বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক খাদে, নিহত ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো. সাজ্জাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সফিকুল ইসলাম (২৫) নামে আরও একজন। বুধবার (৮ মে) চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক বাঘাইছড়ি উপজেলা সদরে আসার পথে সকাল ৯টায় মারিশ্যা - দিঘীনালা সড়কের ৯ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক, হেলপারসহ দুজন আহত হয়।  পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গাড়ির হেলপার মো. সাজ্জাদ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি উপজেলার রাবারবাগান এলাকার মৃত আজাদ উদ্দিনের ছেলে। এ ছাড়া অপর আহত হেলপার সফিকুল ইসলাম (২৫) দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর গ্রামের মো. সাদিরের ছেলে বলে পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
০৮ মে ২০২৪, ১২:১১

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের ভেতরে মারা গেছেন ট্রাকচালক মো. আব্দুল মান্নান (৬০)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ছাড়া পাশে থাকা একটি প্রাইভেটকারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ট্রাক চালকের মো. আব্দুল মান্নান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন। হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে ট্রাকটি আশপাশের গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে।
০৪ মে ২০২৪, ১৬:৪৭

মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
মাদারীপুরের রাজৈরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সীর ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে সকালে ইজিবাইকে করে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলা হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।  আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা গেলেও চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।’
০৪ মে ২০২৪, ১১:৫১

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জের বাহুবলে মাছবোঝাই পিকআপ ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের তগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পিকআপচালক হৃদয় মিয়া (২৬) ও হেলপার রিপন মিয়া (২৪)। জানা যায়, হৃদয় মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই একটি পিকআপ বাহুবল বাজারে কিছু মাছ পৌঁছে দেয়। পরে বাকি মাছ নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী এলাকায় পৌঁছালে সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৭

সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
রাঙ্গামাটির সাজেকের শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল। তিনি জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।  এর আগে বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মারা যান।  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার গণমাধ্যমকে জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
২৪ এপ্রিল ২০২৪, ২৩:২১

সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
রাঙ্গামাটির সাজেকের শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মারা যান। আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল।  তিনি জানান, যেহেতু ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে অনেক সময় লাগবে।  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার জানান, সীমান্তবর্তী উদয়পুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে। 
২৪ এপ্রিল ২০২৪, ২৩:১১

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শহীদ দেওয়ান (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। ওই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদ দেওয়ান (৩৫)। তিনি পেশায় একজন সিএনজিচালক। সোমবার (২২ এপ্রিল) ভোররাতে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে শহীদ দেওয়ান সিএনজি নিয়ে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি চাপাইর সৌরভ গার্ডেনের সামনে সিএনজি নিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
পাবনার আমিনপুর থানার কাজিরহাট ফেরিঘাট থেকে ১২ ট্রাক ভারতীয় চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ২২ জনকে আটক করা হয়েছে।     বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ১২টি ট্রাকসহ ২৪২ টন চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, সিলেট থেকে অবৈধভাবে ১২ ট্রাক ভারতীয় চিনি বিক্রির জন্য আনা হচ্ছে। যার পরিমাণ ২৪২ টন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আমিনপুর থানার কাজিরহাট নামক স্থানে অভিযান চালিয়ে ১২টি ট্রাকসহ ভারতীয় চিনি জব্দ করা হয়। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন হওয়ায় শুক্রবার (১৯ এপ্রিল) বিস্তারিত জানাবেন বলে জানান এই কর্মকর্তা। এ সময় ট্রাকের চালকসহ ২২ জনকে আটক করা হয়েছে। তবে কারা কীভাবে এসব চিনি আনছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
১৮ এপ্রিল ২০২৪, ২৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়